আমি মাঝে মাঝে একটু সমস্যাই পড়ছি মেটা ট্রেডার ৪ সফটওয়ারে।মার্কেট প্রাইস যখন খুব বেশি ঊঠানামা করে তখন আমি কাংখিত জায়গায় ট্রেড ওপেন বা কাটতে পারি আবার একটা ট্রেড ওপেন করলে একবারে ২ ৩ টা ট্রেড ওপেন হয়ে যাই।এর সমস্যা কি হতে পারে?
Printable View
আমি মাঝে মাঝে একটু সমস্যাই পড়ছি মেটা ট্রেডার ৪ সফটওয়ারে।মার্কেট প্রাইস যখন খুব বেশি ঊঠানামা করে তখন আমি কাংখিত জায়গায় ট্রেড ওপেন বা কাটতে পারি আবার একটা ট্রেড ওপেন করলে একবারে ২ ৩ টা ট্রেড ওপেন হয়ে যাই।এর সমস্যা কি হতে পারে?
হাই ইমপ্যাক্ট নিউজের সময় মার্কেট ভোলাটিলিটি সবসময় উচ্চ মানের হয়। তাই এই সময় প্রাইজ দ্রুত উঠানামা করে। আপনি যে দামে অর্ডার দিতে চাচ্ছেন মার্কেটে যদি সেই দাম বিদ্যমান না থাকে তাহলে এই সমস্যা হতে পারে। তবে আপনি ইন্সটাফরেক্সের এমটি৪ প্লাটফর্মে maximum deviation দিয়ে সেট করতে পারেন। আর যদি এক সাথে দুই তিনটি ট্রেড এক সাথে ওপেন হয়, এই সমস্যা যদি ইন্সটাফরেক্সের ট্রেডিং প্লাটফরমে হয়ে থাকে তাহলে অনুগ্রহ করে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করে এই dealer@instaforex.com ইমেইলে এই ব্যপারে অবহিত করুন।
ধন্যবাদ
আপনি আগে নিশ্চিৎ হয়ে নিন যে আপনার প্লাটফর্মে একসাথে একাধিক ট্রেড ওপেন করার কোন ইএ বা এক্সপার্ট এডভাইজার সেটাপ আছে কি না? মানে কোন রোবট বা ইন্ডিকেটর সেটাপ দেয়া আছে কিনা। যদি থেকে থাকে তাহলে সেটা আগে ডিলিট করুন। তা না হলে পালাটফর্মটি রিসেট করে নিন মানে পুনরায় ডাউনলোড সেটাপ দিন।
ফরেক্স অবশ্যই একটা রিস্ক সেক্টর । একঅনে কাজ করে টিকে থাকতে হলে আমাদেরকে অবশ্যই অনেক বেশি পরিমাণে রিয়াস্টিক চিন্তভাবনা করতে হবে । কেননা আমাদের চিন্তাভাবনা যদি দুর্বল হয় তবে আমরা নিশ্চিতভাবেই ভালো কিছু করতে পারব না । তাই আপনি যে টাকা ইনভেস্ট করবেন সেই টাকার যথার্থ ও কার্যকরী মানিম্যানেজমেন্ট করার মাধ্যমে আপনাকে সফল হতে হবে ।
আমাদের চিন্তাভাবনা যদি দুর্বল হয় তবে আমরা নিশ্চিতভাবেই ভালো কিছু করতে পারব না । তাই আপনি যে টাকা ইনভেস্ট করবেন সেই টাকার যথার্থ ও কার্যকরী মানিম্যানেজমেন্ট করার মাধ্যমে আপনাকে সফল হতে হবে । আপনি যে দামে অর্ডার দিতে চাচ্ছেন মার্কেটে যদি সেই দাম বিদ্যমান না থাকে তাহলে এই সমস্যা হতে পারে। তবে আপনি ইন্সটাফরেক্সের এমটি৪ প্লাটফর্মে maximum deviation দিয়ে সেট করতে পারেন।
সব জায়গায় কোন না কোন সমস্যা থাকে টয়হিক তেমনি ফরেক্স মার্কেটে ও সমস্যা আছে যেটা হল ৯৫% ট্রেডাররা ফরেক্স মার্কেটে লস করে থাকে । কিন্তু আমাদের হতাশ হলে চলবে না । আমি মনে করি আমরা যদি টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ভাল ভাল ইন্ডিকেটর, ও বড় এমাউন্ট ইনভেষ্ট করে ট্রেড করি তাহলে অনেক প্রফিট করতে পারবো ।
ভাই এক্ষেত্রে আমি আপনাকে একটাই সাজেশন দিতে পারি সেটা হল আপনি পুনরায় সবকিছু ডাউনলোর্ড করে পিসিটাকে একটু রিফ্রেস করে নিয়ে কাজ করতে পারলে হয়তোবা এই সমস্যাটার সমাধান হতে পারে। কারন ফরেক্স মার্কেটে ব্যবসা করতে হলে আপনাকে আগে সবরকম ঝামেলা মিটিয়ে এরপর মার্কেট এনালাইসিসের একটা ব্যাপার আছে। সুতরাং ট্রেডের ক্ষেত্রে আপনার পিসির সমস্যার প্রতি একটু যত্নবান হতে হবে।
ভাই আমার মনে হয় আপনি যে সমস্যাটা ভোগ করছেন সেটা সম্ভবত নিউজ টাইমে আপনি ট্রেড ওপেন করতে গেলে এই সমস্যাটা তৈরি হয়। এরকম সমস্যা আমার নিজেরও হতো যখন আমি বুঝতে পারি নিউজ টাইমে ট্রেড ওপেন করতে গেলে এই সমস্যাটা হচ্ছে তারপর আমি নিউজ টাইমে ট্রেড ওপেন করা বন্ধ করে দিলাম এবং তারপর হতে আমার এই ধরনের সমস্যা আর হচ্ছে না। তখন আমি বুঝতে পারলাম নিউজ টাইমে যে প্রাইজ মানির উপর ট্রেড ওপেন করতে চাচ্ছি সেটা সঠিকভাবে মেটা ট্রেডার ৪ ধরতে পারছে না কিন্তু পরবর্তীতে সেটা কিছু সময় পরে ট্রেড ওপেন হচ্ছে আসলে এই সমস্যাটা হচ্ছে আপনি যখন ট্রেড ওপেন করছেন মেটা ট্রেডার ৪ আপনার অর্ডার নিয়ে নিচ্ছে কিন্তু সময় নিয়ে। আসলে আমি যখন দেখতে পারলাম অর্ডার করার পর আমার ট্রেড ওপেন হচ্ছে না কিছুক্ষণ পরে আমি আবার এইভাবে আরো ২/৩বার টাই করি কিন্তু কোন ট্রেড ওপেন হচ্ছে না কিন্ত কয়েক মিনিট পরে দেখা যাচ্ছে আমার এক সাথে ২/৩ টি ট্রেড ওপেন হয়ে আছে। আসলে ব্যাপারটা হচ্ছে আমি যখন ট্রেড ওপেন করেছি মেটা ট্রেডার সফটও্য়্যারটি তখন আমার অর্ডার তৈরি করে নিয়েছে যেটা আমি সাথে সাথে আমার ওপেনকৃত ট্রেডটি দেখতে পাইনি কিন্তু পরক্ষণে সেটা অবশ্যই শো করছে আপনার প্ল্যাটফর্ম এ। এজন্য নিউজ টাইমে একটা অর্ডার দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করুন দেখবেন অর্ডারটি নিয়ে নিয়েছে আপনার মেটা ট্রেডার সফটওয়্যারটি। আশা করি ব্যাপারটি বুঝতে পারছেন। ধন্যবাদ
এটাকে স্লিপেজ বলা হয়৷যখন মার্কেটে খুব বেশি লেনদেন হতে থাকে অর্থাৎ প্রাইসের ভলাটিলিটি খুব বেশি হয় তখন ট্রেডে এন্ট্রি করলে প্রায়ই নির্দিষ্ট প্রাইসে এন্ট্রি হয়না অথবা একই সাথে কয়েকটি ট্রেড ওপেন হয়ে থাকে৷এটা স্লিপেজের সমস্যার কারণে হয়ে থাকে৷এধরনের সমস্যা আমাদের প্রায়ই হয়৷যখন মার্কেটে বড় ধরনের কোনোও নিউজ প্রকাশিত হয় তখন মার্কেট অস্থির হয়ে ওঠে৷ ফলে প্রাইস খুব বেশী উঠানামা করতে থাকে৷এজন্য এই সময়ে ট্রেডে এন্ট্রি করতে অত্যন্ত সাবধান হতে হবে৷এই অস্থির সময়ে নতুন শিক্ষার্থীর ট্রেডারদেরকে ট্রেড না করার জন্যই পরামর্শ দেওয়া হয়৷কারণ আপনার এন্ট্রি একটু ভুল হলেই প্রচুর লস গুনতে হবে৷
আপনি যদি নিউজ এর সময় ট্রেড করতে যেয়ে এমন হয়ে থাকে তাহলে বলবো আপনি পেন্ডিং অর্ডার দিয়ে ট্রেড করুন দেখবেন এমন আর হবে না আর ফরেক্স মার্কেট এ নিউজ এর সময় নিউজ ট্রেডিং সিস্টেম দিয়ে ট্রেড করাই অনেক ভাল এতে করে আপনি নিউজ এর সময় ভাল লাভ করতে পারবেন ফরেক্স মার্কেট থেকে আর যখন মার্কেট খুব কম সময় এ বেশি উঠা নামা করে তখন সবার এমন হয় কম বেশি
যখন বড় কোন নিউজ থাকে মার্কেট এ তখন হঠাত ভোলাটিলিটি এত বেড়ে যায় যে কোন প্রকারের অপারেশন কাজ করতে চায় না। যে কারনে নিউজ আওয়ারে ট্রেড করা উচিত নয়। নিউজ আওয়ারে সঠিক কোন ট্রেড টেক করা যায় না এটা সবার ক্ষেত্রেই একই। আমাদের উচিত নিউজের সময়ে ট্রেড করা থেকে বিরত থাকা। অনেকে এই সময়ে ট্রেড করার চেষ্টা করেন যা মোটেই ঠিক নয়। কারণ এই সময়ে আপনার একাউন্টে লাভ যোগও হতে পারে আবার ভূল হলে পুরো একাউন্ট জিরো হয়ে যেতে পারে।
নিউজ টাইম ছাড়াও মার্কেট এ ট্রেড যে প্রাইচ এ ট্রেড করতে চাই তা পারি না। আবার ট্রেড ক্লজ ও করতে পারি না। ট্রেড এর এই সমস্যাটি অন্য কোন ব্রোকারে আমি শুনিনি। আর ইনস্টাফরেক্স এ একটু বেশি সমস্যা মনে হয়।
যখন মার্কেট এ বেশি মুভ হয় তখন এই সমস্যায় আমিও পড়ি। কিন্তু বারবার ওপেন করতে গেলে একর অধিক ট্রেড ওপেন হয়ে যায়। এক্ষেত্রে সমস্যাটা একটু বেশ্িআমার দরকার একটা ট্রেড করার। কিন্তু যখন দেখলাম আমার ট্রেড ওপেন হয়নি তখনই আরেকটা ট্রেড দিয় বসি। পরে দেখি ৩-৪ টা ট্রেড ওপেন। নেটের সমস্যার কোরনে এই সমস্যাটি হতেও পারে্।
না আমি ব্যাক্তিগত ভাবে ফরেক্স ট্রেডিং এ কনো সমস্যা দেখিনা,অনেক টাইম নেট প্রবলেম এর জরনে অনেক ভালো এন্ট্রি মিস করেছি তাছাড়া আমি কনো সমস্যাই পড়িনি,আর ইন্সটাফরেক্স এশিয়ার সব চেয়ে জনপ্রিয় ব্রোকার অনেক এ অনেক কিছু বলে কিন্তু আমি ব্যাক্তিগত ভাবে এই ব্রোকার এর ট্রেড এর কনো সমস্যা পাইনি।
অনেকেই আছেন নিউজ টাইমে ট্রেড করে থাকেন এবং বেশ লাভ করে থাকেন। যদি কোন সঠিক স্ট্রাটেজি না থাকে তবে বেশিরভাগ ট্রেডারই লস করে থাকেন। তবে এই সময়ে ট্রেড অনেকটাই বিপদজনক। অনেক সময় স্প্রেড বেড়ে গিয়ে ৪০ / ৫০ পিপস এ উঠতে পারে। তখন বাজার মোভমেন্ট ২০০০/৫০০০ পিপসও হতে পারে। লাভ যেমন সহজ তেমনি লস আরও বেশি সহজ। তাছাড়া এই সময়ে টারমিনাল বিজি থাকে।
মার্কেট যখন উঠানামা করে আপনি তখন সঠিক জায়গায় ট্রেড ওপেন বা ক্লোজ করতে পারেন না ।এর কারন হল আপনার অটো ওপেন বা ক্লোজ সিস্টেম চালু হয়ে রয়েছে ।অথবা আপনি কোন এক্সপার্ট এডভাইজার সেটাপ দিছেন মানে কোন রোবট সিস্টেম চালু করে রেখেছেন ।
নিউজ আওয়ারে সঠিক কোন ট্রেড টেক করা যায় না এটা সবার ক্ষেত্রেই একই এর কারন হল আপনার অটো ওপেন বা ক্লোজ সিস্টেম চালু হয়ে রয়েছে ।অথবা আপনি কোন এক্সপার্ট এডভাইজার সেটাপ দিছেন মানে কোন রোবট সিস্টেম চালু করে রেখেছেন । আমি ব্যাক্তিগত ভাবে ফরেক্স ট্রেডিং এ কনো সমস্যা দেখিনা,অনেক টাইম নেট প্রবলেম এর জরনে অনেক ভালো এন্ট্রি মিস করেছি তাছাড়া আমি কনো সমস্যাই পড়িনি,আর ইন্সটাফরেক্স এশিয়ার সব চেয়ে জনপ্রিয় ব্রোকার অনেক এ অনেক কিছু বলে কিন্তু আমি ব্যাক্তিগত ভাবে এই ব্রোকার এর ট্রেড এর কনো সমস্যা পাইনি।