-
ফরেক্স রোবট কি?
Expert Advisor বা EA ফরেক্স রোবট নামেই বেশি পরিচিত।imagesএক্সপার্ট এডভাইসর হল এক ধরনের প্রোগ্রাম যা একাকি ট্রেড ওপেন করতে পারে এবং ট্রেড ক্লোজ করতে পারে। প্রতিটি রোবট বা EA তাদের নিদের্শনা অনুযায়ী নির্দিষ্ট স্ট্রাটেজিতে ট্রেড করে। ফলে অনেক এক্সপার্ট এডভাইসর বা রোবটই প্রফিট করতে পারে। কিন্তু অধিকাংশ এক্সপার্ট এডভাইসর কিনতে হয় এবং লাইসেন্স লাগে। ফ্রি এক্সপার্ট এডভাইসরগুলো তেমন ভাল কাজ করে না। এক্সপার্ট এডভাইসর আপনাকে ব্যাপক লসের সম্মুখীনও করতে পারে। তাই রিয়াল একাউন্টে রোবট ব্যবহারের আগে অবশ্যই আগে ডেমোতে টেস্ট করে নিবেন।
-
ফরেক্স ব্যবসার রোবট একটি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছে । আমরা সব সময় এই ব্যবসা করার জন্য রোবট যত পারি ব্যবহার করব না কারণ রোবট ব্যবহারের মাধ্যমে আমরা লসে পড়ে যেতে পারি । অতএব আমরা নিজেরা দক্ষতা অর্জন করে তারপর ফরেক্স ব্যবসা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । সুতরাং আমরা রোবট না ব্যবহার করাই ব্যবহার করা ।
-
Expert Advisor কে আমরা সাধারনত রোবট বলে থাকি। অনেকেই আছে যারা এই Expert Advisor মডিফাই করে তারপরে ট্রেড করে থাকি। আপনি চাইলে আপনি নিজেও তা করতে পারেন। তবে আপনাকে Expert Advisor সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে। অনেকে Expert Advisor মডিফাই করে রোবট নামে চালিয়ে দিচ্ছে। তবে এই রোবটের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করা ঠিক নয়। তাতে আপনার লসের সম্ভাবনাই বেশি থাকে।
-
Expert Advisor বা EA হল ফরেক্স মার্কেটে কিছু দক্ষ ট্রেড্রারের স্ট্রেটেজি প্রোগ্রাম দেওয়া রোবট বা কমান্ড মাত্র।আপনি যদি ফরেক্স মার্কেটে সফলতা পেতে চান তাহলে আপনাকে নিজে দক্ষতা দেখাতে হবে রোবটের উপর নির্ভরশিল হলে আপনি মার্কেট থেকে সফলতা অরজন করতে পারবেন না।
-
আমি যখন ফরেক্স এ ঢুকি তখন ভাবছিলাম রোবট আবার কি। এটা দিয়ে কি করে। যদি রোবট ট্রেড করে দেয় তাহলে ত আমার আরাম। আমার কিছুই করতে হবে না। কিন্তু না, আসলে রোবট ব্যবহার করতে হলে আপনাকে রোবট সম্পর্কে ধারনা থাকতে হবে।
-
রোবট মনুষের তৈরিকৃত কৃত্রিম সফটয়্যার যেটি ট্রেডিং এর সময় একজন ট্রেডারের ভূমিকা পালন করে। যতে অনেক গুলো প্রোগরামিই দেওয়া থাকে যাহার মাধ্যমে রোবট স্বয়ংকৃয় ভাবে ট্রেড ওপেন করে, মার্কেট এনালাইসিস করে ট্রেড ক্লোজ করে ইত্যাদি, এটি আপনার কাজ কে সহজ করে দেয়। রোবট দ্বারা পরিচালিত ট্রেডে শুধু লাভ করে বিষয়টি এমন না লসও হয়।
-
Expert Advisor বা EA ফরেক্স রোবট নামেই বেশি পরিচিত।imagesএক্সপার্ট এডভাইসর হল এক ধরনের প্রোগ্রাম যা একাকি ট্রেড ওপেন করতে পারে এবং ট্রেড ক্লোজ করতে পারে।তবে প্রতিটি রোবট বা EA তাদের নির্দিষ্ট নিদের্শনা অনুযায়ী নির্দিষ্ট স্ট্রাটেজিতে ট্রেড করে। অনেক এক্সপার্ট এডভাইসর বা রোবটই প্রফিট করতে পারলেও লস ও করে তাই রোবোট ব্যাবহারে সচেতন থাকা উচিত আর পারলে রোবোট ব্যাবহার থেকে বিরত থাকা ভালো তাতে ট্রেডার নিজেকে দ্রুত দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারবেব। কিন্তু রোবোট ব্যাবহার করলে নিজের উপর আপনার আত্ত্ববিশ্বাস কমতে থাকবে।
-
আমরা রোবট শব্দের সাথে সবাই পরিচিত। রোবট অর্থ নিজে নিজে স্বয়ংক্রিয়ভাবে সব করতে পারে। সে হিসেবে ফরেক্স রোবট হলো স্বয়ংক্রিয়ভাবে ফরেক্সের ট্রেড ওপেন এবং ক্লোজ করাকেই বোঝায়। আমার মতে ফরেক্স রোবট নিয়ে কাজ করতে চাইলে অনেক বেশী ডলার প্রয়োজন।সর্বপ্রথম ডেমোতে চর্চা করে নিলে ভাল হয়।
-
রোবট দিয়ে বর্তমানে মানুষ নিজেদের বিভিন্ন কাজ করাচ্ছে তাই এই ফরেক্স মার্কেটেও তারই কিছু চেষ্টা করা হচ্ছে৷ফরেক্স মার্কেটে নিয়মিত প্রফিট করার উদ্দেশ্যে এসব রোবট নামের স্বয়ংক্রীয় এক্সপার্ট এডভাইজার বা e.a ব্যাবহার করা হচ্ছে৷অথচ কয়েকদিন পরেই এসব রোবট ব্যাবহারকারীগণ পরিষ্কার বুঝতে পারেন যে এগুলো আসলে ব্যার্থ চেষ্টা,হাস্যকর ও লসের ফাঁদ ছাড়া আর কিছুই নয়৷আপনারা সবাই সাবধান এবং অবশ্যই মনে রাখবেন 'কোনোও রোবটই কখোনোই নিয়মিত প্রফিট দিতে পারেনা'৷
-
ফরেক্স রোবট বা এক্সপার্ট এডভাইজর হলো একটি কম্পিউটার প্রোগাম যা ট্রেডিং সিগনালের উপর ভিওি করে মার্কেট অটোমেটিক বাই-সেল নেয়। মূলত যাদের প্রফিটেবল স্ট্রাটেজি সাইকোলজিকাল প্রবলেমের কারনে সফলতা পায় না তারাই এটি ব্যবহার করে থাকে।
-
ফরেক্স মার্কেট এ রোবট হল Expert Advisor রোবট দিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড করে অনেক লাভ করা যাই যদি আপনি রোবট ব্যবহার করতে পারেন তবে আপনি লাভ করতে পারেন অনেকে আছে যে তার ট্রেডিং সিস্টেম দিয়ে নিয়মিত লাভ করে সে তার ট্রেডিং সিস্টেম দিয়ে রোবট বানিয়ে নেয় তারপর সেটা দিয়ে অনেক লাভ করে ফরেক্স মার্কেট এ
-
ফরেক্স রোবট হচ্ছে কম্পিউটার তৈরিকৃত একটি প্রোগ্রাম যা আপনার ট্রেডিং সিস্টেমকে নিয়ন্ত্রণ করে থাকে। যা এক সাথে একাধিক ট্রেড ওপেন করতে পারে আবার ক্লোজও করতে পারে। তবে আমার জানা মতে এটি ব্যবহারে সব সময় ভাল সফলতা পাওয়া যায় না। সাধারণত এটি ব্যবহার তারাই করে যারা মার্কেট স্ট্যাটেজিতে বিভিন্ন কারণে প্রবলেমে পড়ে সফলতা পায় না তারাই এই ধরনের ফোরেক্স রোবট ব্যবহার করে থাকে।
-
রোবট হলো একধরনের প্রোগ্রাম বা স্ক্রিপট্ যা স্বয়ংক্রিয় ভাবে আপনার ট্রেডিং পরিচালনা করবে । একটি রোবট তৈরী হয় সাধারণত একটি স্ক্রিপ্টিং এর মাধ্যমে, যা এম.কিউ.এল ৪ অথবা এম.কিউ.এল ৫ ল্যাংগুয়েজে । আসলে স্ক্রিপ্টিং এর মূল বৈশিষ্ট্য হলো, এটি কতোগুলো নির্দেশনার সমষ্টি । ধরুন আপনি সাপোর্ট এবং রেসিস্ট্যান্স এর সম্বন্বয়ে একটি নির্দেশনা ছক তৈরী করলেন, (যখন মার্কেট সাপোর্ট এ থাকবে তখন বাই ট্রেড এবং যখন রেসিস্ট্যান্স এ থাকবে তখন সেল ট্রেড ) । এই ট্রেড ওপেন, আপনি নিজেও করতে পারেন আবার এই কমান্ড এর একটি স্ক্রিপট্ তৈরী করে রেখে দিতে পারেন যা স্বয়ংক্রিয় ভাবে ট্রেড ওপেন করবে ।
-
ফরেক্স আমরা অনেক ট্রেডার রোবট দিয়ে ট্রেড করি। অনেকেই রোবট সেল ও করে থাকে। যারা ইন্ডেকেটর তৈরী করতে পারেন তারা রোবট ও তরি করতে পারেন। এটা দিয়ে আমরা অটো ট্রেড করতে পারি। রোবট টি আগে আমাদের মেটাট্রেডার এ ইনস্টল করতে হবে। তারপর চার্ট এ রান করাতে হবে।
-
ফরেক্স রোবট সংক্রিয় এক্সপার্ট এডভাইসর। যা প্রোগ্রামিংএর মাধ্যমে সেট করা থাকে। তবে ফরেক্স রোবট কাজ যদি করে তো খুব ভাল না হলে যদি একবার লস করা শুরু করে তো একাউন্ট জিরো। সুতরাং ফরেক্স রোবট থেকে সাবধান না হলে আপনি ধরা খাবেন ফরেক্স থেকে। নিজে প্র্যাকটিস করে নিজে স্বাবলম্বী হোন, অতিরিক্ত লোভ কখনও ভাল কিছু আনে না। সুতরাং ফরেক্স শিখুন ফরেক্স কে ভালবাসুন এবং ডেমো প্র্যাকটিস করুন দেখবেন আপনি নিজেই রোবটের চেয়ে কম কিছু না বরং বেশী।
-
রোবট হচ্ছে এক ধরনের সফটওয়্যার যা প্রোগ্রামিং এর মাধ্যমে সেট করা হয়ে থাকে। অর্থাৎ আপনার ট্রেডিং কৌশলকে সংক্রিয়ভাবে পরিচালনা করবে যে সফটওয়্যার সেটাকে রোবট অথবা এক্সপার্ট এডভাইসর বলে থাকি আমরা। সুতরাং আমি বলতে চাই আমরা সবাই যেন রোবট থেকে সাবধান থাকি কেননা আপনাকে ফরেক্স মার্কেটে কখনও রোবট ভাল কিছু এনে দিতে পারবে না বরং লস হতে পারে। তাই আমি মনে করি নিজের অনুশীলন করে নিজেকে গড়ে তোলার চেষ্টা করুন এবং বেশি বেশি ডেমো অনুশীলন করুন তাহলে হয়তো আপনি একসময় নিজেই ভাল কিছু অর্জন করতে পারবেন এবং এই মার্কেট থেকে সফলতাও অর্জন করতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে রোবট দিন দিন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক ট্রেডারই এখন রোবট ব্যাবহার করে ট্রেড করে থাকে মুলত রোবট একটি সফটওয়্যার যা নিজে নিজেই ট্রেড ওপেন ও ক্লোজ করতে পারে মার্কেট বুঝে। বর্তমানে প্রায় রোবট অহরহ হয়ে গিয়েছে যে কারনে সঠিক রোবট খুজে পাওয়াটাও এখন অনেক কষ্টকর হবে বলেই মনে করি ।
-
বিশেষজ্ঞ উপদেষ্টা বা ইএ ফরেক্স রোবট নামেও পরিচিত। ইমেজ বিশেষজ্ঞ পরামর্শদাতা হ'ল এক ধরণের প্রোগ্রাম যা একা ট্রেড এবং বন্ধ বাণিজ্য বন্ধ করতে পারে। তবে, প্রতিটি রোবট বা ইএ তাদের নির্দিষ্ট নির্দেশাবলী অনুসারে একটি নির্দিষ্ট কৌশলতে ট্রেড করে যদিও অনেক বিশেষজ্ঞ উপদেষ্টা বা রোবট লাভ করতে পারেন, তারা ক্ষতিও করে, তাই তাদের রোবটগুলির ব্যবহার সম্পর্কে সচেতন হওয়া উচিত এবং যদি তারা করতে পারে তবে রোবট ব্যবহার থেকে বিরত থাকা ভাল, যাতে ব্যবসায়ী দ্রুত নিজেকে নিজেকে গড়ে তুলতে পারে দক্ষ ব্যবসায়ী।তবে একটি রোবট ব্যবহার করা আপনার আত্মবিশ্বাসকে হ্রাস করবে।