য়ামি মার্কেটে নতুন তাই অভিজ্ঞদের কাছে জানতে চাইছি ফিবনোসি এনালাইসিস কি।এটা মার্কেটের জন্য কেমন সুবিধা দিতে পারে?
Printable View
য়ামি মার্কেটে নতুন তাই অভিজ্ঞদের কাছে জানতে চাইছি ফিবনোসি এনালাইসিস কি।এটা মার্কেটের জন্য কেমন সুবিধা দিতে পারে?
কোন মাকেট সম্পরকে জেনে বুজে ট্রেড করাই আমি মনে করি এনালাইসিস | এনালাইসিস এর মাধ্যমে আপনি ফরেক্স মাকেটে থেকে আয় করতে পারবেন | আর যদি এনালাইসিস না করেন তবে আপনার জন্য আয় করা কথিন হবে আমি মনে করি |
এ্যানালাইসিস সর্ম্পকে আমরা সব সময় মাথায় রাখব । যে যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । আমরা সব সময় এ্যানালাইসিস বেশী বেশী করে করব তাহলেই আমরা লাভবান হতে পারব । সুতরাং আমরা সব সময় দক্ষতা অর্জন রকার চেষ্টা করব তারপর এই ব্যবসা করব তাহলেই লাভবান হতে পারব ।
ফরেক্স মার্কেটে আমরা তিন ভাবে এনালাইসিস করে থাকি তার মধ্যে একটি হল টেকনিক্যাল এনালাইসিস দুই ফান্ডামেন্টাল এনালাইসিস তিন সেন্টিমেন্টাল এনালাইসিস।যারা এই প্রকার এনালাইসিস সঠিক ভাবে করতে পারে তারা ফরেক্স মার্কেটে আজীবন ট্রেড করতে পারবে। তবে আমাদের কে অনেক কিছু চিন্তা করে ট্রেড করতে হবে।
আমি মনে করি ফরেক্স মাকেট থেকে লাভ করতে হলে মাকেট এনালাইসিস করতে হবে আপনি মাকেট এনালাইসিস না করলে আপনি ফরেক্স মাকেটে লস করতে পারেন আপনার লাভ হবার সম্ভবনা অনেক কম | ফরেক্স মাকেট এনালাইসিস ছাড়া আয় করা যায় না |
ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে একজন ট্রেড়ারে জন্য যে বিষটি গুরুত্ব পূর্ণ তা হল মার্কেটে এনালাইসিস করা ।আপনি যদি এনালাইসিস করে মার্কেটে ওপেন করেন তাহলে আপনার লসের সম্ভাবনা খুবই কম । আর যদি এনালাইসিস না করে মার্কেটে ওপেন করেন তাহলে আপনার লসের সম্ভাবনা খুবই বেশী এমনকি ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা রাখে । তাই যখনই মার্কেট ওপেন করতে যাবেন তখন নিউজ ও মার্কেটে এনালাইসিস করবেন ।
যদিও ফরেক্স মার্কেটের সাথে দীর্ঘদিন ধরে আছি কিন্তু তথাপি আমি এই ফিবনোসি এ্যানালাইসিস সম্পর্কে তেমন কিছুই জানি না। এই প্রথম শুনলান এই ধরনের এ্যানালাইসিস সম্পর্কে। গুগলে সার্চ দিয়েও ফিবনোসি এ্যানালাইসিস সম্পর্কে ধারনা পেতে চাইলাম। কিন্তু কিছুই পেলাম না। আসলেই কি এ ধরনের কোন এ্যানালাইসিস আছে? আপনি কোথা হতে এই ফিবনোসি এনালাইসিস সম্পর্কে জানতে পারলেন। যদি বলেন উপকৃত হতাম।
ফিবনাচি কি এবং ফিবনাচি লেভেল এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে এই লিঙ্কটি ভিজিট করুন ধন্যবাদ
https://www.instaforex.com/bd/fibonacc_levels_dinapoli
আমি মনে করি মার্কেট অ্যানালাইসের জন্য প্রথমে নিউজগুলো ভালভাবে দেখা দরকার।তারপর আমরা আমাদের টেকনিকেল ইন্ডিকেটরের সিগনালগুলো নিউজ ও এক্সপার্টদের সিগনালের সাথে মিলিয়ে ভাল অ্যানালাইসিস করতে পারি।
আসলে ফরেক্সে ভালো করতে গেলে ভালো এনালাইসিস করা জানতে হবে। কারণ, ভালো এনালাইসিস না করতে জানলে ফরেক্সে টিকে থাকাটা দুষ্কর হয়ে পড়ে। টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস, সেন্টিমেন্টাল এনালাইসিস, মানি ম্যানেজমেন্ট, নিউজ এনালাইসিস এইগুলো ভালোভাবে ফলো করলে ফরেক্সে টিকে থাকা অনেক সহজ হয়ে যায়।
আসলে ফরেক্স মার্কেটে ভাল ব্যবসায়ী হতে হলে আপনাকে বেশি করে এনালাইসেস করতে হবে । আপনি এনালাইসেস ব্যতিত ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবেন না । এনালাইসেস ছাড়া ট্রেড করলে আপনি লসে পরে যাবেন । আপনি মার্কেটে যত বেশি এনালাইসেস করবেন তত বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন । মার্কেট এনালাইসেস ব্যতিত আপনি ফরেক্স মার্কেটে কোন দিনও সফলতা লাভ করতে পারবেন না ।
আমি মনেকরি ফরেক্স মার্কেট এ ঠিকে থাকতে হলে আপনাকে আগে অবশ্যই এনালাইসিস করা শিখতে হবে। কারন আপনি যদি এনালাইসিস করতে না পারেন তবে আপনি ট্রেড এ প্রবেশ করতে পারবেন না। আর এনালাইসিস ছাড়া ট্রেড করলে আপনি নিশ্চিত লস এর মুখ দেখবেন। ফরেক্স এ তিন ধরনের এনালাইসিস আছে যা আপনি বিভিন্ন সোর্স থেকে জেনে নিতে পারবেন।
যে যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । আমরা সব সময় এ্যানালাইসিস বেশী বেশী করে করব তাহলেই আমরা লাভবান হতে পারব । মার্কেট অ্যানালাইসের জন্য প্রথমে নিউজগুলো ভালভাবে দেখা দরকার।তারপর আমরা আমাদের টেকনিকেল ইন্ডিকেটরের সিগনালগুলো নিউজ ও এক্সপার্টদের সিগনালের সাথে মিলিয়ে ভাল অ্যানালাইসিস করতে পারি। আর যদি এনালাইসিস না করে মার্কেটে ওপেন করেন তাহলে আপনার লসের সম্ভাবনা খুবই বেশী এমনকি ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা রাখে ।
আপনি যদি ফরেক্স মার্কেট এ ভাল করে আনাল্যসিস করতে পারেন তাহলে আপনার ৮০ % এর ও বেশি ট্রেড লাভ এ বন্দ হবে মানে আপনি ফরেক্স মার্কেট থেকে অনেক অনেক ডলার লাভ করতে পারবেন তাই আপনি ফরেক্স মার্কেট থেকে ভাল লাভ করতে চাইলে আপনাকে ফরেক্স মার্কেট এ ট্রেড ভাল করে শিখতে হবে মার্কেট এ ভাল করে আনাল্যসিস করতে পারলে আপনি অনেক ভাল করবেন ফরেক্স মার্কেট এ ইন্সতাফরেক্স এ অনেক অনেক আনাল্যসিস পাওয়া যাই ওই গুল দেখেও আপনি অনেক কিছু শিখতে পারবেন
সফল হতে হলে সঠিকভাবে এনালাইসিস করতে হবে। টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস, সেন্টিমেন্টাল এনালাইসিস, মানি ম্যানেজমেন্ট, নিউজ এনালাইসিস এইগুলো ভালোভাবে ফলো করলে ফরেক্সে টিকে থাকা অনেক সহজ হয়ে যায়।
https://www.instaforex.com/bd/fibonacc_levels_dinapoli
এই লিংকটি দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ । আমি মনে করি এনালাইসেস এর অর্থ হচ্ছে মার্কেটকে বেশি করে বুঝা এখানে মার্কেট সম্পর্কে যে যত বেশি এনালাইসেস করবে সে তত বেশি লাভবান হবে । তাই আমরা যদি মার্কেট সকল সময় এনালাইসেস এর উপরে থাকি তাহলে আপনি আমি সফল হবো ।
বিশ্বের সকল ট্রেডারগণ তিন পধ্বতিতে এনালাইসিস করে ট্রেড করছেন৷১০ ভাগ হলো ফান্ডামেন্টাল,২০ ভাগ হলো টেকনিক্যাল আর ৭০ ভাগ হলো সাইকোলোজিক্যাল এনালাইসিস৷এই টেকনিক্যাল এনালাইসিসের প্রয়োজনে কিছু ইনডিকেটর ব্যাবহার করা হয়৷এগুলোর মধ্যে"ফিবোনাকি রেশিও" অন্যতম৷এর সঠিক ব্যবহারে প্রাইসের ট্রেন্ড,সাপোর্ট/রেসিস্টেনস্ কনফার্ম হওয়া যায়৷এক্সপার্ট ট্রেডারগণ সকলেই ফিবোনকি রেশিও প্রয়োগ করে থাকেন৷
এ্যানালাইসিস সর্ম্পকে অার কি বলব যা করতে হবে তা নিয়ে চিন্তা করতে হবে না । শুধু করতে হবে ডেমো অার ধরতে হবে ধৈর্য্য । অামরা এ্যানালাইসিস ছাড়া কোন সময়েই ট্রেড করব না । তাহলেই অামরা কোন টেনশনে পড়ব না । অতএব বেশী বেশী এ্যানালাইসিস করব ।
ফরেক্স মার্কেট এ চমৎকার একটি ট্রেডিং টুল হচ্ছে ফিবোনাচি। এই টুল দিয়ে অনেক প্রফেশনাল ট্রেডাররাও ট্রেড করে। আমি ব্যাক্তিগত ভাবে এই টুল দিয়ে এনালাইসিস করে থাকি। আমি এখানে ফিবোনাচি টুল হাইয়ার টাইম ফ্রেম এ ব্যবহার করে থাকি।
ভাই এখানে এনালাইসিস মূলত তিন প্রকার যথা: সেন্টিমেন্টাল, টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল ইত্যাদি । তবে আপনি যেটার কথা এখানে উল্লেখ করেছেন ফিবনাসি এনালাইসিস কি ? সেজন্য বলছি যে, ফিবনাসি রিট্রেসমেন্ট হল একটা ইন্ডিকেটর যেটা আপনাকে খুব সহজেই মার্কেটের সাপোর্ট ও রিজিসটেন্স খুজে পেতে বা বের করতে সহায়তা প্রদান করবে, কিংবা মার্কেট আর কতটুকু রিট্রেস করতে পারে সেটা জানতে পারবেন ।
ফরেক্স মার্কেটে আমি একজন নতুন ট্রেডার অনেক বিষয় সম্পর্কে আমি এখনো অবগত নই এবং সকল বিষয় সম্পর্কে জানার জন্য আমি ফোরামে সকল পোষ্ট পড়ে থাকে এতে করে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দক্ষতা জ্ঞান বৃদ্ধির পাশাপাশি ট্রেডিং ক্ষমতা বৃদ্ধি পেয়েছে এজন্য সকল অভিজ্ঞদের মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি
ফরেক্স মার্কেটে সবগুলো এনালাইসিসই প্রায় সমান গুরুত্বপূর্ণ। একটিকে বাদ দিয়ে অন্যটি অনেকটা অসম্পূর্ণ। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই আপনাকে প্রপার এনালাইসিস এর মাধ্যমে ট্রেড করতে হবে। আমাদের ফরেক্সে বারবার লস করার মূল কারণ হলো প্রপার এনালাইসিস না করতে পারা। এনালাইসিস করার ক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকটি এনালাইসিসকে সমান গুরুত্ব দিতে হবে। ফান্ডামেন্টাল, টেকনিক্যাল ও সেন্টিমেন্টাল সব ধরনের অ্যানালাইসিসের কম্বিনেশনে ট্রেড করতে হবে। কোন একটি এনালাইসিস এর উপর শতভাগ নির্ভর হয়ে ট্রেডিং করা যাবে না। আপনি যতই টেকনিক্যাল এনালাইসিস করেন না কেন একটা ফান্ডামেন্টাল নিউজ আপনার যেকোন এনালাইসিসকে ভেঙে দিয়ে মার্কেট বিপরীত দিকে মুভ করাতে পারে। আবার আপনি ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস করলেও সেন্টিমেন্টাল এনালাইসিসকে গুরুত্ব না দিলে যেকোনো সময় বড় ধরনের লসের মুখোমুখি হতে পারেন। মোস্ট ইম্পর্টেন্ট এনালাইসিস হলো প্রাইস একশন ট্রেডিং। এটি মার্কেটকে ব্যাপকভাবে প্রভাবিত করে। কোন এন্ট্রি নেয়ার আগে অবশ্যই ভালোভাবে প্রাইজ একশন ট্রেডিং আয়ত্ত করতে হবে। আমি মনে করি ফান্ডামেন্টাল, টেকনিক্যাল ও সেন্টিমেন্টাল এনালাইসিস এর পাশাপাশি প্রাইজ একশন ট্রেডিংকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ট্রেডিং করতে পারলে আপনি বেশিরভাগ ট্রেডেই প্রফিট করতে পারবেন।
ফিবোনাচি এনালাইসিস হলো একটি টেকনিক্যাল ও গাণিতিক এনালাইসিস। ফিবোনাচি সিকিয়েন্স ১৩০০ বছর পূর্বে উদ্ভাবিত হয়েছে। বিখ্যাত গণিতবিদ ফিবোনাচি দাফিদা এ পদ্ধতি উদ্ভাবন করেন। এই গাণিতিক পদ্ধতি সিস্টেমটি হলো ০+১= ১, ১+১= ২, ২+১=৩, ৩+২=৫ এই পদ্ধতি অনুযায়ী অনুযায়ী চলতে থাকবে। ফরেক্সে ট্রেড করার জন্য প্রত্যেকটি এনালাইসিসে খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত আমরা তিন ধরনের এনালাইসিস করে থাকি একটু টেকনিকাল একটি ফান্ডামেন্টাল এবং অপরটি হল সেন্টিমেন্টাল। তাছাড়া ফিবোনাচ্চি গাণিতিক পদ্ধতি এনালাইসিস করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ফরেক্স মার্কেটে আমরা তিন ভাবে এনালাইসিস করে থাকি তার মধ্যে একটি হল টেকনিক্যাল এনালাইসিস দুই ফান্ডামেন্টাল এনালাইসিস তিন সেন্টিমেন্টাল এনালাইসিস।
আপনি যদি ফরেক্সে টিকে থাকতে চান তবে নিজেই একটা সিগ্ন্যাল তৈরি করে নেন।আমার মতে ফরেক্সে নিজেই নিজের সিগনালের অনুসরন করে ট্রেড করাটা সবচেয়ে ভালো পদ্ধতি।এতে করে নিজের দক্ষতা তৈরী হওয়ায় সারাজীবনের মতো জীবিকার চাহিদা মেটানো যায়।আসলেই আমরা অনেকেই সিগনাল এর উপর নির্ভরশীল হয়ে ট্রেড করে থাকি যার জন্য আমাদের মুল্য ও পরিশোধ করতে হয় কিন্তু এর অদলে যদি আমরা প্রফেশনাল ত্রাদের এর কাছ থেকে ট্রেড করা শিখি তাহলে আমাদের সিগনাল এ বে করা টাকা গুলো বেছে গেল।আর আমরা নিজের দক্ষতার উপর ভর করে ট্রেড করতে পারি আর সিগনাল ও মাঝে মাঝে লস করে থাকে।তাই আমি মনেকরি ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য নিজের সিগনাল নিজেই তৈরি করে ট্রেডিং করা অনেক ভাল কারন ফরেক্স মার্কেটে এক এক সময় এক এক ধরনের সিস্টেম ভাল কাজ করে থাকে।যারা এই প্রকার এনালাইসিস সঠিক ভাবে করতে পারে তারা ফরেক্স মার্কেটে আজীবন ট্রেড করতে পারবে। তবে আমাদের কে অনেক কিছু চিন্তা করে ট্রেড করতে হবে।
ফরেক্স মার্কেটে ভাল ব্যবসায়ী হতে হলে আপনাকে বেশি করে এনালাইসেস করতে হবে । এ্যানালাইসিস সর্ম্পকে অার কি বলব যা করতে হবে তা নিয়ে চিন্তা করতে হবে না । শুধু করতে হবে ডেমো অার ধরতে হবে ধৈর্য্য । অামরা এ্যানালাইসিস ছাড়া কোন সময়েই ট্রেড করব না । তাহলেই অামরা কোন টেনশনে পড়ব না । অতএব বেশী বেশী এ্যানালাইসিস করব । আপনি এনালাইসেস ব্যতিত ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবেন না । এনালাইসেস ছাড়া ট্রেড করলে আপনি লসে পরে যাবেন । এনালাইসিস মূলত তিন প্রকার যথা: সেন্টিমেন্টাল, টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল ইত্যাদি । তবে আপনি যেটার কথা এখানে উল্লেখ করেছেন ফিবনাসি এনালাইসিস কি ? সেজন্য বলছি যে, ফিবনাসি রিট্রেসমেন্ট হল একটা ইন্ডিকেটর যেটা আপনাকে খুব সহজেই মার্কেটের সাপোর্ট ও রিজিসটেন্স খুজে পেতে বা বের করতে সহায়তা প্রদান করবে, কিংবা মার্কেট আর কতটুকু রিট্রেস করতে পারে সেটা জানতে পারবেন । এগুলোর মধ্যে"ফিবোনাকি রেশিও" অন্যতম৷এর সঠিক ব্যবহারে প্রাইসের ট্রেন্ড,সাপোর্ট/রেসিস্টেনস্ কনফার্ম হওয়া যায়৷এক্সপার্ট ট্রেডারগণ সকলেই ফিবোনকি রেশিও প্রয়োগ করে থাকেন৷
ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে একজন ট্রেড়ারে জন্য যে বিষটি গুরুত্ব পূর্ণ তা হল মার্কেটে এনালাইসিস করা ।আপনি যদি এনালাইসিস করে মার্কেটে ওপেন করেন তাহলে আপনার লসের সম্ভাবনা খুবই কম । আর যদি এনালাইসিস না করে মার্কেটে ওপেন করেন তাহলে আপনার লসের সম্ভাবনা খুবই বেশী এমনকি ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা রাখে ।
মার্কেটে আমরা তিন ভাবে এনালাইসিস করে থাকি তার মধ্যে একটি হল টেকনিক্যাল এনালাইসিস দুই ফান্ডামেন্টাল এনালাইসিস তিন সেন্টিমেন্টাল এনালাইসিস।যারা এই প্রকার এনালাইসিস সঠিক ভাবে করতে পারে তারা ফরেক্স মার্কেটে আজীবন ট্রেড করতে পারবে। তবে আমাদের কে অনেক কিছু চিন্তা করে ট্রেড করতে হবে।