স্ক্যালিং এর জন্য বেস্ট টাইম ফ্রেম কোনটা ভাল M1, M5, M15 or M30?
Printable View
স্ক্যালিং এর জন্য বেস্ট টাইম ফ্রেম কোনটা ভাল M1, M5, M15 or M30?
স্ক্যালপিং এর জন্য বেস্ট m5, m15। আর আমি মনে করি এটা করতে গেলে আপনাকে মার্কেট এ বসে থাকতে হবে। আর আপনার বালেন্স যদি ছোট হয় তাহলে এটা করে আপনি মজা পাবেন না। কারন ১০ ২০ পিপ্স আপনাকে ভালো প্রফিট দিবা না। আর তাছারা আপনি বর লটে ট্রেড ও ওপেন করতে পারবেন না।
স্কালিঙ্গের জন্য বেস্ট টাইম্ফ্রেম হল ৫ মিনিট বা ১৫ মিনিট আপনি যদি স্ক্যলিং করতে চান তাহলে মার্কেট সম্পর্কে অনেক দক্ষ হতে হবে আর আপনাকে অবশ্যই বেশি পরিমানে ইনভেস্ট করতে হবে।কারন স্ক্যালিং এ বেশি পিপ্স লাভ করতে পারবেন না তাই বড় লটে ট্রেড ওপেন করতে হবে।
আমি ফরেক্স এর একজন নতুন ট্রেডার আমি মনে করি স্ক্যালিং এর জন্য বেস্ট টাইম ফ্রেম হল m15 এই টাইম ফ্রেমের মাধ্যমে আপনি ১৫ মিনিটেই ভালো ইনকাম করতে পারবেন এবং মাঝে মধ্যে m30 টাইম ফ্রেমে ও স্ক্যালিং করে ভালো ইনকাম করা যায়।
স্কালপিং হচ্ছে অল্প সময়ের জন্য ট্রেড ওপেন করে ফরেক্স মার্কেট থেকে অনেক বেশি পরিমাণে প্রফিট করা। স্কালপিং এর সময় কাল 30 সেকেন্ড থেকে 15 মিনিট হতে পারে । তবে নতুন অবস্থায় স্কালপিং না করা ভালো, কারন এটা অনেক রিস্কি ।
স্কালপিং যেহেতু সর্ট সময়ের ট্রেড তাই এর জন্য ছোট টাইম ফ্রেমে ট্যাকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করলে ভালো প্রফিট করা যায় । ছোট টাইম ফ্রেমের মধ্যে m1 / m5 / m15 টাইম ফ্রেম ব্যবহার করতে পারেন ।
ফরেক্স মার্কেটে প্রায় সব টাইম ফ্রেমেতে ট্রেড করা যায়।তবে আপনি কি ধরনে ট্রেড করবেন তার উপর ভিত্তি করে টাইম ফ্রেম নির্ধারন করা হয়।আমি ফরেক্স মার্কেটে লং ট্রেড করি আর তাই আমি ডেলি চার্টে ট্রেড করে থাকি।আর আমার মতে স্কালাপিং এর জন্য সবচেয়ে ভালো টাইম ফ্রেম হচ্ছে ৫ মিনিট টাইম ফ্রেম।
স্ক্যাল্পিংয়ের জন্য বেষ্ট টাইম প্রেম হল ১৫ মিনিটের চার্ট । আমরা সব সময় ১৫ মিনিটের চার্টে ট্রেড করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব সব সময় আবার ট্রেড করা যাবে না । কারণ যে সময় নিউজ থাকবে সে সময় কোন মতেই স্ক্যাল্পিং ট্রেড করা যাবে না তাহলেই আমরা বিপদে পড়ে যাব । আর আপনারাও সব সময় ফরেক্স ব্যবসা ধৈর্য্যের সহিত করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।
ফরেক্স মার্কেট যে অবস্থানে থাকুক না কেন (আপট্রেন্ড,ডাউনটেন্ড,রেঞ্জ বাউন্ড)। ছোট মুভমেন্ট সবসময়ই করে। এই ছোট মুভমেন্টকে কাজে লাগিয়ে ট্রেড করাকে স্ক্যাপ্লিং বা শর্ট ট্রেড বলে। স্ক্যাপ্লিং এর জন্য টাইমফ্রেম একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। ১মিনিট থেকে ৩০মিনিটের টাইমফ্রেমগুলো স্ক্যাপ্লিং এর জন্য ব্যবহৃত হয়। আমার মতে ৫ মিনিটের টাইমফ্রেম বেশ কার্যকর। সাধারনত ২০ পিপসের নিচে ক্লোজ করা ট্রেডকে স্ক্যাপিং বলে।স্ক্যাপ্লিং জন্য কারেন্সি পেয়ার নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। যে সকল কারেন্সি পেয়ার কম স্প্রেড কম সে সকল কারেন্সি নির্বাচন করা ভাল। স্ক্যাপ্লিং করা মারাত্মক ঝুকিপূর্ণ। স্ক্যাপ্লিং- বিনিয়োগকৃত মূলধন সবসময়ই ঝুকির মধ্যে থাকে। অনেকে মনে করে স্ক্যাপ্লিং করার জন্য তেমন কোন জ্ঞান প্রয়োজন নেই। এটি একটি ভুল ধারনা, পর্যাপ্ত ফরেক্স জ্ঞান ও এনালাইসিস ছাড় স্ক্যাপ্লিং করা ঠিক না।
স্ক্যালপিং বা শর্ট ট্রেডিং এর জন্য 15M টাইম ফ্রেম ভালো৷আসলে বিভিন্ন ট্রেডার বিভিন্ন রকমের টাইম ফ্রেম ব্যাবহার করেন৷যার যেমন মানষিক অবস্হা ,বুদ্ধি,দক্ষতা-সে সেই রকমের টাইম ফ্রেমে ট্রেড করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন৷কোনো কিছুই কারোর জন্যই একদম ফিক্সড না৷এখানে দ্রুত বা ধীর গতি সম্পন্ন সকল প্রকার ট্রেডারদের জন্য যথেষ্ঠ সুযোগ দেওয়া আছে৷কেউ 5m চার্ট,কেউ 15m চার্ট,30m চার্ট আবার কেউ 1H চার্টও ব্যাবহার করছেন এই স্ক্যালপিং এর জন্য৷
ফরেক্স মার্কেট এ অনেক ধরনের ট্রেডিং সিস্টেম আছে তার মধ্য স্ক্যালপিং ট্রেড করা অনেক জনপিয় ২০ পিপ্স এর কম পিপ্স এর জন্য যে ট্রেড করা হয় তাকে স্ক্যালপিং ট্রেড বলে অনেক সময় ট্রেড এর টিপি হিট করতে ৫ মিনিট এর ও কম সময় লাগতে পারে তাই স্ক্যালপিং ট্রেড করা হ্য ছোট টাইম এ আমি নিজে ও স্ক্যালপিং ট্রেড করি m30 এর চাট এ আপনি আপনার সুবিধা মত টাইম এ ট্রেড করতে পারেন ভাল হবে
স্ক্যালপিং করার জন্য সাধারণত ছোট টাইমফ্রেমগুলো ব্যবহার করা হয়ে থাকে। কারণ স্ক্যালপিং মানে স্বল্প সময়ের জন্য বাজারে প্রবেশ করে বের হয়ে যাওয়া। আর এর জন্য আপনি যদি বড় টাইমফ্রেম ব্যবহার করেন তাহলে আপনি কখনই মুনাফা করতে পারবেন না। কিন্তু আপনি যদি ছোট টাইমফ্রেম ব্যবহার করেন তাহলে আপনি ট্রেড করে মুনাফা করতে পারবেন। আর একটি বিষয় স্ক্যালপিং এর জন্য অনেক জ্ঞান ও দক্ষতা প্রয়োজন। আপনার যদি সেটা না থাকে তাহলে কখনই স্ক্যালপিং কৌশল ব্যবহার করতে যাবেন না।
স্কেল্পিং সাধারণত ছোট ছোট টাইমফ্রেমের ভিতর করা হয়। কারণ যে সকল ট্রেডাররা স্কেল্পিং এর মাধ্যমে ট্রেড করে তারা সবসময় দ্রুত মার্কেটে ঢুকে এবং অল্প পিপস প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যায়। আমি স্কেল্পিং করি না কারণ স্কেল্পিং করতে হলে অনেক ইন্ডিকেটরের সিগন্যাল বুঝতে হয় যা আমার কখনই বোধগম্য হয়না। ইন্ডিকেটরগুলো প্রতিনিয়ত বিভিন্ন রকম সিগন্যাল দিয়ে থাকে তা থেকে বুঝে ট্রেড করতে পারলে অবশ্য অনেক ভালো ফলাফল পাওয়া যায়।
আমি এটি দেখতে পেয়েছি যে গতকাল সকালে এনজেডডি / ইউএসডি এটি গঠনের পরে, এবং আমি তাত্ক্ষণিক মুনাফার উপর আমার ক্রয় বাণিজ্য বন্ধ করে দিয়েছি, আমি প্রাথমিকভাবে প্রায় 100 পিপ খুঁজছিলাম তবে পরিবর্তে 60 এর জন্য স্থায়ী হতে হবে, চার্টটি দেখে মনে হচ্ছে যে আমি এটি তৈরি করেছি ডান কল, তবে জিনিসগুলি এখনও বদলে যেতে পারে এবং এটি আপনি যেমন বলেছিলেন তেমন একটি অস্থায়ী বেয়ারিশ প্রবণতা হতে পারে তবে এটি কী নজর রাখবে তা নয়, তবে আমার ভয়টি এনজেডডি / ইউএসডি যা যে কোনও সময় শক্তিশালী হতে পারে।
আমি সব সময়ই h1/h4/d1এ টেড ওপেন করি।আমি নতুন তো তাই স্কাপিং করার অভিজ্ঞতা অজন করে পারিনি।
স্ক্যাল্পিং এর জন্য বেস্ট টাইমফ্রেম ৫ মিনিট ও ১৫ মিনিট। তবে আমি সাধারনত ১৫ মিনিটের টাইমফ্রেম দেখেই স্ক্যাল্পিং করার চেষ্টা করি এবং বেশিরভাগ সময়ই আমার কাজে আসে এই টাইমফ্রেম এনালাইসিস করে এতে করে অল্প সময়ে প্রফিট নিয়ে বের হওয়া যায়।
স্কাল্পিং করা করা হয় মুলত ছোট ছোট টাইম ফ্রেমে ফেমন ১ মিনিট, ৫ মিনিট, ১৫ মিনিট। এই সময়ে মার্কেট মুভ করে সর্বচ্চো ৫ পিপ্স থেকে ২৫ পিপ্স। তবে যদি কোন গুরুত্বপূর্ণ নিউজ থাকে তাহলে সেক্ষেত্রে মার্কেট ৫০ পিপ্স বা তার বেশি উঠানামা করতে পারে। তাই এই হিসাব অনুয়ায়ী স্কাল্পিং থেকে ২০ পিপ্স পর্যন্ত আয় আশা করা যায়। আর যদি হাই ভোলাটিলিটি মার্কেটে স্কাল্পিং করেন তাহলে সেক্ষেত্রে ৪০ পিপ্স থেকে ৫০ পিপ্স পর্যন্ত আয় আশা করা যেতে পারে। তবে স্কাপিং করার আগে মার্কেট সম্পর্কে ভাল আনাল্যসিস করে নেওয়া ভাল।
ট্রেড করার জন্য দুই ধরনের টাইমফ্রেমে আমরা ট্রেড করে থাকি। একটি হলো লং টাইম ট্রেড আরেকটি হলো স্ক্যাল্পিং বা শর্ট টাইম ট্রেড। স্ক্যাল্পিং ট্রেড করার জন্য সবচেয়ে উত্তম টাইমফ্রেম হলো এম ১, এম ১৫ এবং এম ১৫। আপনি লং টাইম বা স্ক্যাল্পিং যে টাইমফ্রেমেই ট্রেড করেন না কেন দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন ট্রেডার হতে হয় নতুবা লস হওয়ার সম্ভাবণা বেশী থাকে।
স্কালিঙ্গের জন্য বেস্ট টাইম্ফ্রেম হল ৫ মিনিট বা ১৫ মিনিট আপনি যদি স্ক্যলিং করতে চান তাহলে মার্কেট সম্পর্কে অনেক দক্ষ হতে হবে আর আপনাকে অবশ্যই বেশি পরিমানে ইনভেস্ট করতে হবে।কারন স্ক্যালিং এ বেশি পিপ্স লাভ করতে পারবেন না তাই বড় লটে ট্রেড ওপেন করতে হবে।