mt4 এর অনেক কিছু মোটামুটি আয়ত্ত করেছি কিন্তু একটি জিনিস বুুঝতে পারলাম না। পেন্ডিং অডারে Buy limit, Sell limit, Buy stop, Sell stop কি? জারা জানেন তারা একটু বিস্তারিত ভাবে জানালে খুশি হব।
Printable View
mt4 এর অনেক কিছু মোটামুটি আয়ত্ত করেছি কিন্তু একটি জিনিস বুুঝতে পারলাম না। পেন্ডিং অডারে Buy limit, Sell limit, Buy stop, Sell stop কি? জারা জানেন তারা একটু বিস্তারিত ভাবে জানালে খুশি হব।
ভবিষ্যতে কোন একটি সময়ে বা একটি নির্দিষ্ট প্রাইসে উপরে বা নিচে স্বয়ংক্রিয় ভাবে বাই বা সেল অর্ডার অর্ডার প্রাদান করা হল পেন্ডিং অর্ডার। ইন্সটাফরেক্সের প্ল্যাটফর্মে আপনি পেন্ডিং অর্ডারের চার অপশন দেখতে পাবেন।
বাই স্টপ (Buy Stop) হল বর্তমান মার্কেট প্রাইস থেকে উপরে একটি নির্দিষ্ট প্রাইসে পেন্ডিং বাই অর্ডার প্রদান করা।
বাই লিমিট (Buy limit) হল বর্তমান মার্কেট প্রাইস থেকে নিচে একটি নির্দিষ্ট প্রাইসে পেন্ডিং বাই অর্ডার প্রদান করা।
সেল স্টপ (Sell Stop) হল বর্তমান মার্কেট প্রাইস থেকে নিচে একটি নির্দিষ্ট প্রাইসে পেন্ডিং সেল অর্ডার প্রদান করা।
সেল লিমিট (Sell Limit) হল বর্তমান মার্কেট প্রাইস থেকে উপরে একটি নির্দিষ্ট প্রাইসে পেন্ডিং সেল
ভবিষ্যতে কোন একটি প্রাইজে বাই বা সেল অর্ডার করাকে পেন্ডিং অর্ডার বলে।যেমন buy stop হল উপর থেকে নিদিস্ট প্রাইসে বাই করা আর sell stop হল নিচের থেকে নির্দিষ্ট প্রাইসে সেল করা। buy limit হল নির্দিস্ট প্রাইসে নিচের থেকে বাই করা আর sell limit হল নির্দিস্ট প্রাইসে উপর থেকে সেল করা।
আপনাককে মার্কেট দেখে ডিসিশন নিতে হবে ভবিষ্যতে মার্কেট কোন পর্যনত যাবে বা কোন স্থান থেকে রিটার্না করতে পারে এরকম একটা ধারনা নিয়ে আপনি পেন্ডিং অর্ডারগুলো সিলেক্ট করতে পারেন।
বর্তমান মার্কেট প্রাইস থেকে উপরে একটি নির্দিষ্ট প্রাইসে পেন্ডিং বাই অর্ডার প্রদান করা । প্রাইসে নিচের থেকে বাই করা আর sell limit হল নির্দিষ্ট প্রাইসে উপর থেকে সেল করা । বর্তমান মার্কেট প্রাইস থেকে উপরে একটি নির্দিষ্ট প্রাইসে পেন্ডিং বাই অর্ডার প্রদান করা ।
ফরেক্স মার্কেট এ নগদ ট্রেডের চেয়ে পেন্ডীং অর্ডার দিতে পারলে বেশী লাভ করা যায়। নগদ ট্রেড অনেক সময় লস হয়। কিন্তু তারপর ও সঠিকভাবে ট্রেড নিতে পারলে আমাদের নগদ বা পেণ্ডীং দুইভাবে আমরা প্রফিট্যাব্ল হতে পারি।
ফরেক্স মার্কেট মাঝে মাঝে পেন্ডিং অর্ডার দিয়েও ভালো ট্রেড করা যায়। কারন আমরা সব সময় চার্টের সামনে থাকতে পারি না। তাই যাতে আমরা ট্রেড নিতে পারি সে জন্য যদি পেণ্ডিং অর্ডার দেই তাহলে অব্যশোই আমার ট্রেডটি কার্যকরি হবে।
এই ৪ টি অপশন ব্যাবহার করে আপনারা যেকোনো সময় ট্রেডে এন্ট্রী করে রাখতে পারবেন৷এসব এন্ট্রীর সুবিধা হলো আমি/আপনি হয়তো অনেক সময়ই পিসির সামনে বসে থেকে অপেক্ষা করার মতো সময় পাই না বা ধৈর্য্য ধরতে পারিনা বা প্রয়োজন বোধ করিনা-ঠিক তখনই এই পেন্ডিং অর্ডার দিয়ে স্বয়ংক্রীয় পদ্ধতিতে ভবিষ্যত ট্রেডের জন্য সেট করতে পারি৷
ফরেক্স মার্কেটে আমি নতুন তাছাড়া ফরেক্স মার্কেটে আমার জ্ঞান অভিজ্ঞতা এবং দক্ষতা অনেক কম আর তাই আমি ফোরামের বিভিন্ন প্রশ্নের মাধ্যমে সকল ধরনের জ্ঞানের সমন্বয় নিজেকে দক্ষ করে তোলার চেষ্টা করছে অভিজ্ঞদের মতামত আমাদের জন্য জ্ঞান স্বরূপ আর তাই সকল অভিজ্ঞতা যাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা তাদের অর্জিত দক্ষতা এবং জ্ঞানকে সকলের মাঝে প্রচার করে সকলকে জ্ঞান অর্জন করার সুযোগ করে দিয়েছে
ফরেক্সে পজিশন ট্রেডিং বা পেন্ডিং অর্ডার বলতে অ্যাডভান্স এন্ট্রি নিয়ে রাখাকে বোঝায়। অর্থাৎ মার্কেট প্রাইস একটি নির্দিষ্ট রেঞ্জের যাওয়ার আগেই অগ্রিম ট্রেড ওপেন করাকে বুঝায়। যারা মার্কেটে অনেক বেশি সময় দিতে পারেন না তাদের জন্য পেন্ডিং অর্ডার সিস্টেমটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই পজিশন ট্রেডিং বা পেন্ডিং অর্ডার আবার বিভিন্ন রকম হয়ে থাকে। আপনি এনালাইসিস করে যদি মনে করেন মার্কেট একটা নির্দিষ্ট রেঞ্জ ব্রেক করার পরে আরো উপরে যাবে তখন অগ্রিম "but stop" অর্ডার আবার যদি মনে হয় মার্কেট একটি নির্দিষ্ট রেঞ্জে ব্রেক করার পরে নিচে যাবে তখন অগ্রিম "sell stop" অর্ডার ওপেন করে রাখতে পারেন।
আবার যদি আপনার কখনো মনে হয় মার্কেট আরো বুলিস হবে তখন আপনি বর্তমান প্রাইসের আরো নিচের দিক থেকে বাই নিতে চান তখন "buy limit" অর্ডার এবং যদি মনে হয় প্রাইস আরো নিচের দিকে নামবে তখন বর্তমান প্রাইস এর ওপর থেকে "sell limit" অর্ডার ওপেন করে রাখতে পারেন। ফরেক্সে এই অগ্রিম buy-sell অর্ডার ওপেন করাকেই পজিশন ট্রেডিং বা পেন্ডিং অর্ডার বলে। আশা করছি কিছুটা হলেও উপস্থাপন করতে পেরেছি।
ধন্যবাদ ভাই পেন্ডিং অর্ডার সম্পর্কে আগে তেমন কিছু জানার ছিল না তবে এবার একজন ভাই পোস্ট করেছেন তার পোস্টটি দেখে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলাম আসলে পেন্ডিং অর্ডার সম্পর্কে জানানোর জন্য ধন্যবাদ সেই ভাইকে।
পেন্ডিং অর্ডার হল কোন ট্রেডার কোন একটি কারেন্সি পেয়ারে একটি ট্রেড নির্দিষ্ট প্রাইসে গেলে সেখানে ট্রেডটি ওপেন করার জন্য ব্রোকারকে অনুরোধ জানানো। একটি উদাহরণ এর সাথে বিষয়টি বুঝে নেওয়া যাক। ধরুন আপনি eur/usd পেয়ায়রে ট্রেড এটি পেন্ডিং অর্ডার করতে চান এখন আপনাকে স্থির করতে হবে যে প্রাইস কোন লেভেলে গেলে আপনার অর্ডারটি ওপেন হবে। এখন আপনি ধরুন eur/usd পেয়ারে বর্তমান প্রাইস হল ১.২০০০ এখন আপনি চান যে প্রাইস ১২৫০ তে গেলে সেখানে একটি ট্রেড ওপেন হবে। আর প্রাইস যদি বাড়তে বাড়তে সেই প্রাইস চলে যায় তাহলে সেখানে একটি স্বয়ংক্রিয়ভাবে একটি ট্রেড ওপেন হয়ে যাবে। এই ক্ষেত্রে সারাদিন আপনাকে কম্পিউটার এর সামনে বসে থাকতে হবে না। কম্পিউটার বন্ধ থাকলে ও ট্রেডারের ট্রেডটি ওপেন হয়ে যাবে।
ফরেক্স মার্কেটে পেন্ডিং অর্ডার একটি অতীব গুরুত্বপূর্ণ টুলস ট্রেড নেওয়ার ক্ষেত্রে। কোন প্রাইজের যাওয়ার আগেই পূর্বে থেকে বাই বা সেল নির্দিষ্ট করে দেওয়ার টার্গেট হলো পেন্ডিং অর্ডার। এজন্য অবশ্যই একজন ট্রেডারকে পেন্ডিং অর্ডার সম্পর্কে জানার প্রয়োজনীয়তা রয়েছে। পেন্ডিং অর্ডার সাধারণত চার প্রকার এ সম্পর্কে আলোচনা করা হলো-
বাই লিমিটঃ- কোন প্লেয়ারের প্রায় যখন নিম্নমুখী মুভমেন্ট করে একটি নির্দিষ্ট প্রাইস থেকে সাপোর্ট লাইন বাস করে মার্কেট ঊর্ধ্বমুখী মুভমেন্ট চেষ্টা করে উক্ত সময়ে নির্দিষ্ট প্রাইসে অটোমেটিকভাবে বাই ট্রেড নেওয়ার প্রক্রিয়া হল বাই লিমিট। বর্তমান মার্কেট প্রাইস এর চাইতে আরো নিচে বাই ট্রেড নেওয়ার প্রক্রিয়া এই হইল বাই লিমিট।
সেল লিমিটঃ- ঠিক একইভাবে মার্কেট যখন ঊর্ধ্বমুখী মুভমেন্ট করে রেসিসটেন্স লাইনটা টাচ করে যখন নিম্নমুখী মুভমেন্ট করার সম্ভাবনা রয়েছে। উক্ত নির্দিষ্ট প্রাইজে অটোমেটিকভাবে সেল নিয়ে ট্রেড ওপেন হওয়ার প্রক্রিয়া হল সেল লিমিট। বর্তমান প্রাইজেট চেয়ে আরো উপরে ট্রেড নেওয়ার প্রক্রিয়া হলো সেল লিমিট।
বাই স্টপঃ- বাই স্টপ হল বর্তমান মার্কেট এর রেঞ্জ থেকে আরো উপরে যখন আপনি একটি নির্দিষ্ট প্রাইজে ট্রেড নিতে চান সেই ট্রেড নেওয়ার প্রক্রিয়া হল বাই স্টপ।
সেল স্টপ- বর্তমান মার্কেট থেকে বা নির্দিষ্ট সাপোর্ট রেন্জ থেকে আরো নিচে যদি আমরা সেল নিতে চাই সে ক্ষেত্রে এই প্রক্রিয়ায় হলো সেল স্টপ।
মার্কেট প্রাইস থেকে উপরে একটি নির্দিষ্ট প্রাইসে পেন্ডিং বাই অর্ডার প্রদান করা । প্রাইসে নিচের থেকে বাই করা আর sell limit হল নির্দিষ্ট প্রাইসে উপর থেকে সেল করা । বর্তমান মার্কেট প্রাইস থেকে উপরে একটি নির্দিষ্ট প্রাইসে পেন্ডিং বাই অর্ডার প্রদান করা ।