আমি আমার ইন্স্টাফরেক্স এর একাউন্ট ভেরিফাই করতে চাই, ভেরিফাই করতে কি কি ছবি দিতে হবে? আর ছবি গুলো কি মোবাইল দিয়ে তোলে দিলে হবে?
Printable View
আমি আমার ইন্স্টাফরেক্স এর একাউন্ট ভেরিফাই করতে চাই, ভেরিফাই করতে কি কি ছবি দিতে হবে? আর ছবি গুলো কি মোবাইল দিয়ে তোলে দিলে হবে?
প্রথম লেভেল ভেরিফাই করার জন্য আপনার পাসপোর্ট ন্যাশনাল আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স এর কম্পিউটার স্ক্যান কপি ফরেক্স ব্রোকার সাইটে আপলোড করতে হবে।আপনি পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স স্ক্যান করে তা ইমেজ ফরম্যাটে সেভ করে তা আপলোড করতে পারেন।দ্বিতীয় লেভেল অ্যাড্রেস ভেরিফিকেশন ডকুমেন্টস ভেরিফাই করার মাধ্যমে আপনি নিশ্চিত করবেন যে আপনি ফরেক্স ব্রোকারে জয়েন করার সময় যে ঠিকানা দিয়েছেন তা সঠিক। আপনি অ্যাড্রেস ভেরিফিকেশন ডকুমেন্টস হিসেবে যেকোনো ইউটিলিটি বিল যেমন - মোবাইল বিল, ইন্টারনেট বিল, কারেন্ট-গ্যাস বিল দিতে পারেন। অর্থাৎ, যে বিলে ইংলিশে আপনার নাম, ঠিকানা লেখা আছে এবং যা ৩-৬ মাস এর পুরনো নয় তা আপনি ভেরিফাই করার জন্য ব্যবহার করতে পারেন।
প্রাথমিকভাবে ইন্স্টাফরেক্স ভেরিফাই করার জন্য ছবির প্রয়োজন নাই। তবে ছবি ক্যামেরা দিয়ে উঠালো ভাল হবে। ন্যাশনাল আইডি কার্ড প্রয়োজন হবে।
প্রিয় ট্রেডারগণ, ইন্সস্টাফরেক্স কোম্পানির অ্যাকাউন্ট ভেরিফিকেশন এর জন্য প্রয়োজনী শর্ত বা ডকুমেন্ট ভেরিফিকেশন প্রত্যাখ্যানের ঝুঁকি হ্রাস করার জন্য নিয়মগুলো আর একবার দেখে নিন।
০১- স্ক্যান কপি স্পষ্ট এবং রঙিন হতে হবে.
০২- স্ক্যান অনুলিপিটি কোণার কিংবা পরবর্তী সীমানা পর্যন্ত দুই পাতা ছড়িয়ে (গুলি) থাকা আবশ্যক আবশ্যক ।
- পরিচয় পত্রের উভয় পাশের স্ক্যান থাকা আবশ্যক.
- গ্রাহকের নিজ দেশের নিয়ম অনুযায়ী , পাসপোর্ট এ প্রদত্ত বয়স, মেয়াদ শেষ হওয়ার তারিখ অথবা পুরাতন ছবি জায়গায় নতুন ছবির পরিবর্তন ইত্যাদি যদি নবায়ন করা হয় , তাহলে ঐ পৃষ্ঠার অনুলিপিও অন্তর্ভুক্ত করা আবশ্যক।
- পাসপোর্টে গ্রাহকের নাম দুটি ভাষায় , কিন্তু এই তথ্য বিভিন্ন পেজ যদি থাকে, দুটিরই স্ক্যান কপি থাকতেই হবে।
০৩- যদি কোন সুস্পষ্ট তথ্য মুছিয়া বা ঘষিয়া তুলিয়া ফেলা না হয়, মুছিয়া ফেলে সংযোজন করা না হয়, তাহলে বা অন্যান্য অননুমোদিত পরিবর্তন বা সম্পাদনা অনুমতি দেওয়া হয়।
০৪- ছবির উচ্চ মানের হতে হবে।
০৫- ট্রেডিং অ্যাকাউন্টের নাম ও ডকুমেন্টে বা নথিতে যে নাম তা অভিন্ন হতে হবে।
০৬- ট্রেডিং অ্যাকাউন্টের নির্দিষ্ট ঠিকানা ও ডকুমেন্টে বা নথিতে যে নাম তা অভিন্ন হতে হবে।
০৭- ডকুমেন্ট বা নথিপত্র বৈধ হতে হবে।
০৮- একই ডকুমেন্ট বা নথিপত্র দুটি স্তর এ ভেরিফিকেশন বা যাচাইয়ের জন্য পাঠানো যাবে না।
ভেরিফিকেশন বা মূল্যায়ন এর জন্য দুইটি যাচাই স্তর বা লেভেল আছে। আপনি প্রথম এবং দ্বিতীয় স্তর বা লেভেল এর জন্য নথি আপলোড করতে নিচে ফর্ম দেখতে পাবেন। আপনি প্রথম স্তর পার করার পর, দ্বিতীয় যাচাই স্তরের এক্সেস পাবেন। আপনার অ্যাকাউন্ট মূল্যায়নের জন্য বিস্তারিত জানতে দয়া করে এই পাতাটিতে প্রবেশ করুন ।
ইন্সটাফরেক্স এ ভেরিফাই করতে দেখলাম অনেক কিছুর প্রয়োজন হয়। তা এর মধ্যে দেখলাম আমার অনেক কিছু নেই এর মধ্যে ন্যাশনাল আই ডি কার্ড, তা আমরা কিভাবে একাউন্ট ভেরিফাই করব ।প্লিজ সাহায্য করবেন..............
প্রিয ট্রেডার, ন্যাশনাল আই ডি কার্ড অবশ্যই আছে। এটা দিয়ে আপনি ফাস্ট লেভেল এর ভেরিফিকেশন এর জন্য অনুরোধ করতে পারেন। বিস্তারিত দেখুন: লিংক:
ইন্সটা ফরেক্স এ আইডি ভেরিফিকেসন করতে আপনার ভোটার আইডি কার্ড অবশ্যই লাগবে।। ভোতার আইডি কার্ড এর স্কান কপির ইমেজ ফরমেট লাগবে ।। দিতিয়ত আপনার এড্রেস ভেরিফিকেসনের জন্য আপনার ব্যাঙ্ক স্টেট মেন্ট, ইন্টারনেট বিলিং পেবার , ইলেক্ট্রিসিটি বিলিং পেপার এর যেকন একটি লাগবে ।। তবে এইগুলা ইংরেজিতে হলে ভাল হই।। তাহলে তাড়া তড়ি আপ্রোভ হই।।
ইনস্টা ফরেক্স এ একাউন্ট ভেরিফাই করতে ইনস্টা ফরেক্স এর ওয়েব সাইটে গিয়ে ক্লাইন্ট কেবিনেট এ লগ ইন করে আপনার হাতের বাম পাশের অপশন গুলোর শেষের দিকে "একাউন্ট ভেরিফাই" নামে অপশন এ ক্লিক করুণ। দেখবেন ওখানে "র্ফাস্ট লেভেল ভেরিফিকেশন" ও "সেকেন্ড লেভেল ভেরিফিকেশন" এর জন্য অপশন দেয়া আছে। আমি যে ভাবে ভেরিফিকেশন করিয়েছিলাম তা হল আমার নেশনাল আই ডি কার্ড প্রথম ও দ্বিতীয় পৃষ্ঠা স্ক্যান করে আপলোড করে এবং সাথে আমার নেশনাল আই ডি কার্ড আমার সাথে নিয়ে তোলা এক কপি ছবি আপলোড করে আমার প্রথম ভেরিফিকেশন সম্পূর্ন করি। তারপর দ্বিতীয় লেভেল এর ভেরিফিকেশন এর জন্য আমার যে ব্যাংক এ একাউন্ট আছে ওই ব্যাংক থেকে নেয়া একটা সলবেন্সি সার্টিফিকেট নিয়ে আপলোড করি। আমি ১ম ও ২য় লেভেল ভেরিফাই করিয়ে আমার একাউন্ট এখন ভেরিফাইড। আপনি ১ম লেভেল পাস করলে তারপর দ্বিতীয় লেভেল করান এতে আপনি সহজেই ভেরিফাইড হতে পারবেন।
আমার প্রথম ভেরিফিকেশন ঠিকঠাক হলেও, দ্বিতীয় ভেরিফিকেশনে পাঠানোর মত জন্মনিবন্ধন কাড ছাড়া অবশিষ্ট কিছুই নাই। আমি কিভাবে ভেরিফিকেশন করতে পারবনা।।
ইন্সটাফরেক্স এর একাউন্ট ভেরিফাই করতে হলে ভোটার আইডি কার্ডের এবং ব্যাংক স্টেটমেন্ট এর একটি স্কান কপি দিতে হবে তাহলে একাউন্ট ভেরিফাই হয়ে যাবে..একটা বিষয় খেয়াল রাখতে হবে যার ভোটার আইডি কার্ড তার ই ব্যাংক স্টেটমেন্ট হতে হবে
সুহৃদ, দ্বিতীয় লেভেল ভেরিফিকেশনের জন্য আপনার ট্রেডিং অ্যাকাউন্টের উল্লেখিত ঠিকানা সম্বলিত আপনার যে কোন যে ব্যাংক অ্যাকাউন্টের (তিন মাসের অধিক পুরানো নয়) এক মাসের ব্যাংক Statement, গ্যাস বিলের কপি, বা বিদ্যুৎ বিলের কপি দিয়ে সেকেন্ড লেভেল ভেরিফাই করতে পারবেন।
আর ইসস্টাফরেক্সের ভেরিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানতে এই লিঙ্কটি অনুসরণ করুন- https://www.instaforex.com/bd/verification.php
ইন্সটাফরেক্স: সবসময় এক ধাপ এগিয়ে! ইন্সটাফরেক্স এর সাথেই থাকুন।
ইন্সটা ফরেক্সে ভেরিফিকেশনের জন্য লাগবে:
১। ফাস্ট লেবেস- আইডি ভেরিফিকেশন: পাসপোর্ট, ন্যাশনাল আইডি, ড্রাইভিং লাইসেন্স-এর পরিস্কার স্ক্যান কপি।
২। সেকেন্ড লেবেল- রেসিডেন্স ভেরিফিকেশন: ব্যাঙ্ক একান্ট স্ট্যাটমেন্ট, ইউটিলিটি বিলের পরিস্কার স্ক্যান কপি।
প্রথম ভেরিফিকেশনের জন্য পাসপোর্ট সবচেয়ে ভাল মনে করি। এরপর আপনি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আপনার দ্বিতীয় ভেরিফিকেশন সম্পন্ন করতে পারেন। আপনি আরও বিস্তারিত ভেরিফাই এর নিয়মাবলী পড়ে নিশ্চিত হতে পারেন। আশা করি এতে তেমন কোন সমস্যা নেই।
ইন্সটা ফরেক্স এর একাউন্ট ভেরিফিকেশন করা তেমন কোন ব্যাপার নয় । দুটো ধাপে একাউন্ট ভেরিফিকেশন করতে হয় । আপনি প্রথম লেবেল ভেরিফিকেশন সফলতার সাথে সম্পন্ন করতে পেরেছেন এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
আপনি ভেরিফিকেশনের নিয়মাবলী পড়ে আপনার কি কি ডকুমেন্টস আছে তা দেখে নিন। আপনার প্রথম ভেরিফিকেশনের জন্য পাসপোর্ট আপলোড সবচেয়ে ভাল। দ্বিতীয় লেবেলের জন্য আপনি আপনার রিসেন্ট ব্যাংক স্টেটমেন্টের কালার কপি আপলোড করে ভেরিফাই করাতে পারেন।
প্রথম লেভেল ভেরিফাই করার জন্য আপনার পাসপোর্ট ন্যাশনাল আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স এর কম্পিউটার স্ক্যান কপি ফরেক্স ব্রোকার সাইটে আপলোড করতে হবে।আপনি পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স স্ক্যান করে তা ইমেজ ফরম্যাটে সেভ করে তা আপলোড করতে পারেন।দ্বিতীয় লেভেল অ্যাড্রেস ভেরিফিকেশন ডকুমেন্টস ভেরিফাই করার মাধ্যমে আপনি নিশ্চিত করবেন যে আপনি ফরেক্স ব্রোকারে জয়েন করার সময় যে ঠিকানা দিয়েছেন তা সঠিক। আপনি অ্যাড্রেস ভেরিফিকেশন ডকুমেন্টস হিসেবে যেকোনো ইউটিলিটি বিল যেমন - মোবাইল বিল, ইন্টারনেট বিল, কারেন্ট-গ্যাস বিল দিতে পারেন। অর্থাৎ, যে বিলে ইংলিশে আপনার নাম, ঠিকানা লেখা আছে এবং যা ৩-৬ মাস এর পুরনো নয় তা আপনি ভেরিফাই করার জন্য ব্যবহার করতে পারেন।
আমি আমার একাউন্টটা ভেরিফাই করতে সক্ষম হয়েছি।মাঝে সমস্যা হয়েছিল বটে ।পরে লাইভ সার্পোটের মাধ্যমে আমি সবকিছু ঠিক করে নিয়েছি।আশা করি আমার আগামি দিনগুলো ইন্সটাফরেক্সের সাথে ভাল কাটবে।এতটুকু মনে নিয়ে কাজ করে যাচ্ছি।দেখি আমাদের শেষ কোথায় হয়।ইন্সটাফরেক্স আশা করি আমাদেরকে সহায়তা করবে।
ইন্সটা ফরেক্সে আপনার একাউন্ট ভেরিফাই করার জন্য প্রথম স্টেপ এ দিতে হবে আপনার ন্যাশনাল আইডি কার্ড এবং দ্বিতীয় স্টেপ এ দিতে হবে ব্যাংক স্টেটমেন্ট। আপনি যদি সবগুলো ডকোমেন্ট Valid আপলোড করে থাকে তাহলে ১-৩ কার্য দিবসের মাঝেই আপনার একাউন্ট ভেরিফাই হয়ে যাবে। অন্যথায়, আপনাকে মেইল এর মাধ্যমে জানানো হবে।
ইনস্টা ফরেক্সের ট্রেডিং একাউন্ট ভেরিফাই করার জন্য দুইটি লেভেল পার করতে হয়। এজন্য প্রথম লেভেলে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করাতে হবে আর দিতীয় লেভেলে ব্যাংক স্ট্যাটমেন্ট দিয়ে করাতে হবে। আর ভেরিফাই হয়ে গেলে মেইলে জেনে যাবেন। আর আপনি যদি সকল ডকুমেন্টস সঠিক দেন তাহলে
ভেরিফাই এর জন্য আপনার সময় লাগবে ১-৩ দিন।