কপি ট্রেড:
কপি ট্রেড কি? কোন সাইট থেকে কপি ট্রেড করা হয়
সিনিয়র রা একটু বুঝিয়ে বলবেন প্লিজ....
Printable View
কপি ট্রেড:
কপি ট্রেড কি? কোন সাইট থেকে কপি ট্রেড করা হয়
সিনিয়র রা একটু বুঝিয়ে বলবেন প্লিজ....
ফরেক্স কপি হল এমন একটি পদ্ধতি যেখানে অনভিজ্ঞ ট্রেডাররা অভিজ্ঞ ট্রেডারদের ট্রেড কপি করতে পারে। তবে অভিজ্ঞ ট্রেডাররা এজন্য কিছু কমিশন ধার্য করে থাকে। যদি আপনি অন্য কারো ট্রেড করি করতে চান তাহলে সেক্ষত্রে আপনাকে Forexcopy Follower (ফরেক্সকপি অনুসারী) হিসার রেজিস্ট্রেশন করতে হবে। আর আপনি যদি অন্য আপনার ট্রেড কপি করার অনুমতি দিতে দান সেক্ষেত্রে Forexcopy Trader (ফরেক্সকপি ট্রেডার) হিসাবে রেজিস্ট্রেশন করুন। ফরেক্স কপি পদ্ধতি সম্পর্কে ইন্সটাফরেক্সের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য দেওয়া আছে। তাই ফরেক্স কপি সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে ইন্সটাফরেক্সের এই পেইজটি ভিজিট করুন - https://www.instaforex.com/bd/forexcopy_system
ধন্যবাদ
ফরেক্স মার্কেটে আমরা কখনোই কপি পেষ্ট করব না । যে ট্রেডার কপি পেষ্ট করবে তার এ্যাকাউন্ট ব্যান্ড করে দেওয়া হবে । অতএব আমরা নিজেরা যা পারি সেদিকে লক্ষ্য রেখে তারপর কাজ করতে হবে তাহলেই আমরা লাভবান হতে পারব । অর আপনারাও চেষ্টা করেন কিভাবে ফরেক্স মার্কেট থেকে যোগ্যতা অনুসারে কিছু অর্জন করতে পারেন ।
ফরেক্স কপে সম্পর্কে জানার লিঙ্ক ঃ https://www.instaforex.com/bd/forexcopy_system
কপি টেড হল কেও তার অ্যাকাউন্ট এ টেড করলে আপনার অ্যাকাউন্ট এ সেই টেড অটো হবে । ইন্সতাফরেক্স এ কপি টেড করা যাই আপনি যারা ভাল টেড করে ইন্সতাফরেক্স এ তাদের অ্যাকাউন্ট কপি করেন তা হলে তারা টেড করে আপনাকে লাভ করিয়ে দিবে এটা অনেক ভাল সিস্টেম ইন্সতাফরেক্স এর । আপনি কিছু পারসেন্ত দিতে হবে জাকে আপনি কপি করছেন ।
অনভিজ্ঞ ট্রেডাররা সাধারন্ত লস করে থাকে। তাদের লস থেকে মক্তি পাওয়ার জন্য আপনাকে ফরেক্স কপি সিস্টেম অনুসরন করতে হবে। এটা ইচ্ছা করলে যে কেউই করতে পারেন। ফরেক্স কপি করে আমাদের একাউণত এ লস এর হাত থেকে বাচাতে পারলাম।
অনভিজ্ঞ ট্রেডাররা সাধারণত লস করে থাক এবং এই লসের কারণ হলো তাদের অজ্ঞতা নয় বরং কৈশলের ঘাটতি । যে যত বেশি পরিমাণে ফরেক্সে দক্ষতা অর্জন করতে পারবে সে তত বেশি পরিমাণে েএই মার্কেটে এগিয়ে যেতে পারবে । ফরেক্সে তারাই সফল হতে পারে যাদের কিনা যথেষ্ট পরিমাণে ফরেক্স ট্রেডিং করার যথেষ্ট দক্ষতা ও জ্ঞান আছে ।
ফরেক্স মার্কেটে কপি ট্রেড করার একটি বিকল্প ব্যাবস্হা আছে৷যারা মূলত ট্রেডার নয় তারা অন্য দক্ষ(??) ট্রেডারদের ট্রেড দেখে দেখে এন্ট্রী করে থাকেন৷ ঐ দক্ষ ট্রেডারদের যদি প্রফিট হয় তাহলে এই কপিয়ার ট্রেডারদেরও প্রফিট হয় আর লস হলে এই কপিয়ার ট্রেডারদেরও লস হয়৷বিষয়টা আমার কাছে মোটেও ভালো মনে হয় না৷তাই আমি নিজে দক্ষ ট্রেডার হওয়ার চেষ্টা করছি৷
যারা ফরেক্স জানেন না ও বুঝেন না তারাও যে কেউ চাইলে ইন্সাফরেক্স ব্রেকারের ফরেক্স কপি ট্রেড শুরু করতে পারেন৷ যার যত টুকু সাধ্য আছে একটা ফান্ড ম্যানেজ করে আপনারা যে কেউ শুরু করতে পারবেন৷ কপি ট্রেডের সম্পূর্ন রিক্স ব্রেকার নিবে এবং সমস্যা হলে ফান্ড রিফান্ড করবে৷ যারা কপি ট্রেডে ইনভেষ্টে করবেন তাদের একাউন্ট ও ডলার তাদের কাছেই থাকবে শুধু অন্য ট্রেডার আপনার একাউন্ট টা পরিচালনা করবে। আপনি চাইলে ব্যাংক বা নেটেলার দিয়ে ডিপোজিড করতে পারবেন আর যখন উইথড্র দিবেন তখন ডলার আপনার একউন্টে চলে যাবে তার মানে সব কিছুই আপনার নিয়ন্ত্রেনে থাকবে৷
একাউন্ট আপনার হয়ে ট্রেড করবে অভিজ্ঞ ট্রেডার, আপনি চাইলে তাদের একউন্ট মনিটরিং করতে পারবেন। এজন্য ভিজট করুন: http://https//www.instaforex.com/bd/pamm_monitoring
মাত্র কয়েক মিনিটের মধ্যে একজন সফল ট্রেডার খুঁজে বের করেতে পারবেন এবং সেই পছন্দের ট্রেডারের কোন ট্রেড স্বয়ংক্রিয়ভাবে কপি করতে পারবেন। অবশ্য শর্ত অনুসারে ব্রেকার ও ট্রেডারকে প্রফিটের একটা অংশ পেমেন্ট করতে হবে। আপনি চাইলে ফরেক্সে ভালো একটা ক্যারিয়ার গড়তে পারেন
অনেক অদক্ষ ট্রেডার আছে যারা না বুঝে ট্রেড করার ফলে খুব বেশি দিন ফরেক্সে টিক্তে পারে না। তাই ইনেস্তা ফরেক্সে ব্রোকার ফরেক্স কপি ট্রেড করা যায়৷ যার যত টুকু সাধ্য আছে একটা ফান্ড ম্যানেজ করে যে কেউ শুরু ইনভেস্ট করতে পারে। কপি ট্রেডের সম্পূর্ন রিক্স ব্রেকার নিবে এবং সমস্যা হলে ফান্ড রিফান্ড করবে।এভাবে ফরেক্স কপি ট্রেডের ফলে সফলতা অর্জন করা সম্ভব।
ফরেক্স কপি এর মানে হল অন্যের ট্রেড করি করা। যেমন ধরুন একজন নতুন ট্রেডার সে ফরেক্স ট্রেডিং সম্পর্কে কিছুই জানেনা। এখন সে ট্রেড চাইলে যারা অভিজ্ঞ ট্রেডার আছে তাদের ট্রেড কপি করতে পারে। যে সেই অভিজ্ঞ ট্রেডার যে ট্রেডগুলো ওপেন করবে সেই একই ট্রেড তার প্লাটফর্ম থেকে স্বয়ংক্রিয়ভাবে ওপেন হয়ে যাবে। তবে হা আপনি যার ট্রেড কপি করবেন বা যার ফলোয়ার হবেন সে কিছু কমিশন বা মাসিক চার্জের বিনিময়ে আপনাকে ট্রেড কপি করতে দিবে। তারমানে এখানে দুটি পক্ষ রয়েছে এক পক্ষ হল ফরেক্স কপি ট্রেডার আরেকজন হল ফরেক্স কপি ফলোয়ার। তাই অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে নির্দিষ্ট করে দিতে হবে আপনি কি ফরেক্স কপি ট্রেডার হবেন না ফরেক্স কপি ফলোয়ার হবেন। কিছু কিছু ব্রোকার এই ফরেক্স কপি সেবাটি দিয়ে থাকে। ইন্সটাফরেক্স এর এই সেবাটি রয়েছে। আর ইন্সটাফরেক্সের ওয়েবসাইটে এই সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে চাইলে আপনারা ইন্সটাফরেক্সের ওয়েবসাইট থেকে বিস্তারিত জানতে পারেন।
ফরেক্স মার্কেটে অভিজ্ঞ ট্রেডারদের ট্রেডিং সিস্টেম কপি বা অনুসরণ করে ট্রেডিং করাই হলো ফরেক্স কপি ট্রেড। ফরেক্স মার্কেটে যারা অনভিজ্ঞ ট্রেডার বা নতুন ট্রেডার যারা নিয়মিত লস করছেন তারাই মূলত ফরেক্স ট্রেড কপি করে থাকেন। ফরেক্স মার্কেটে যারা ফরেক্স কপি ট্রেডার অর্থাৎ যারা ট্রেডার দেরকে ফরেক্স কপি ট্রেডিং সেবা প্রদান করে থাকেন তাদের অ্যাকাউন্টের সাথে ট্রেডারদের একাউন্ট লিংক বা অ্যাটাচ করে দিলে তারা যেভাবে ট্রেডিং করবে আপনার একাউন্টে অটোমেটিক্যালি সেই ভাবেই ট্রেডিং হবে। বিনিময় আপনার প্রফিটের কিছু অংশ কপি ট্রেডারদের দিতে হবে। ইন্সটাফরেক্স ব্রোকার এর মাধ্যমে কপি ট্রেডিং করা গেলেও আমরা যারা ফোরামের মাধ্যমে বোনাস একাউন্টে ট্রেডিং করে থাকি আমাদের জন্য সেই সুবিধা নাই। অর্থাৎ বোনাস একাউন্টে কপি ট্রেডিং করা যায় না।
ফরেক্স মার্কেটে কপি পেস্ট হলো অন্যের পোস্ট গুলোকে কপি করে আপলোড দেয়া। আর এগুলো করে অদক্ষ ট্রেডার রা। তবে ফরেক্স ট্রেডিং কতৃপক্ষের কাছে এটি প্রমাণিত হলে তারা ওই একাউন্ট গুলো বাদ করে দেন অনেক সময়। তাই আমাদের সকলের উচিত নিজের জ্ঞান অনুযায়ী পোস্ট গুলোর সঠিক উত্তর দেয়া। এতে করে যেমন জ্ঞানের পরিধি বারবে তেমনি অন্য নতুন ট্রেডাররা শিখতে পারবে।
ফরেক্স ট্রেড কপি দ্বারা যারা অনভিজ্ঞ ট্রেডার তারা অভিজ্ঞতা সম্পন্ন ট্রেডারদের ট্রেড কপি করে এন্ট্রি নিতে পারবেন। এর জন্য আপনাকে ফরেক্স কপি ফলোয়ার হিসেবে রেজিষ্ট্রেশন করতে হবে। অভিজ্ঞ ট্রেডাররা এজন্য কিছু কমিশন ধার্য করে থাকে। ফরেক্স কপি পদ্ধতি সম্পর্কে ইন্সটাফরেক্সের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য দেওয়া আছে।
ফরেক্স কপি ট্রেড হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন ট্রেডারের ট্রেড কপি করে ট্রেড এন্ট্রি নেওয়া। ফরেক্স মার্কেটে যারা অনভিজ্ঞ ট্রেডার তারা ট্রেডিং দক্ষতা না থাকার কারণে লস করতে থাকে। তাদের সুবিধার জন্য ফরেক্স কপি ফলোয়ারের ব্যবস্থা করা হয়েছে। তারা এখানে রেজিষ্ট্রেশন করে অভিজ্ঞতা সম্পন্ন ট্রেডারদের ট্রেড কপি করতে পারবে। এর জন্য তাদের কিছু অর্থ পে করতে হয়। আমি মনে করি এটা খুবই ভালো উদ্যোগ এর ফলে অনভিজ্ঞরা অভিজ্ঞদের থেকে হেল্প নিয়ে ট্রেডে ভালো ফলাফল করতে পারবে।
আমি মনে করি, ফরেক্সে ব্রোকার ফরেক্স কপি ট্রেড করা যায়৷ যার যত টুকু সাধ্য আছে একটা ফান্ড ম্যানেজ করে যে কেউ শুরু ইনভেস্ট করতে পারে। কপি ট্রেডের সম্পূর্ন রিক্স ব্রেকার নিবে এবং সমস্যা হলে ফান্ড রিফান্ড করবে।এভাবে ফরেক্স কপি ট্রেডের ফলে সফলতা অর্জন করা সম্ভব।
প্রিয় সহকর্মী আশা করি আপনি ভাল করছেন, আমার মতে জিনিসগুলি আমরা পরিবর্তন করি না তাই প্রিয় বন্ধু আপনি যদি এই ক্ষেত্রে পছন্দসই আউটপুট না পেয়ে থাকেন তবে আপনার ইনপুটটি পরিবর্তন করার চেষ্টা করুন প্রিয় বন্ধু, আমি মনে করি আমাদের বুঝতে হবে যে জ্ঞানের বাইরে আমরা পারি না এই ক্ষেত্রে লাভ আছে, একটি ভাল ট্রেডিং কেরিয়ার আছে
অদক্ষ ট্রেডার আছে যারা না বুঝে ট্রেড করার ফলে খুব বেশি দিন ফরেক্সে টিক্তে পারে না। তাই ইনেস্তা ফরেক্সে ব্রোকার ফরেক্স কপি ট্রেড করা যায়৷ যার যত টুকু সাধ্য আছে একটা ফান্ড ম্যানেজ করে যে কেউ শুরু ইনভেস্ট করতে পারে। কপি ট্রেডের সম্পূর্ন রিক্স ব্রেকার নিবে এবং সমস্যা হলে ফান্ড রিফান্ড করবে।ঐ দক্ষ ট্রেডারদের যদি প্রফিট হয় তাহলে এই কপিয়ার ট্রেডারদেরও প্রফিট হয় আর লস হলে এই কপিয়ার ট্রেডারদেরও লস হয়৷বিষয়টা আমার কাছে মোটেও ভালো মনে হয় না৷তাই আমি নিজে দক্ষ ট্রেডার হওয়ার চেষ্টা করছি৷
ফরেক্সে কপি ট্রেড বলতে অন্যের বা অভিজ্ঞ কোন ট্রেডারের ট্রেড ফলো করে ট্রেড করা। আপনি যার ট্রেড ফলো করবেন সে কোনো কারেন্সি পেয়ারে একটি ট্রেড ওপেন করলে স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাকাউন্ট থেকেও অনুরূপভাবে একটি ট্রেড ওপেন হয়ে যাবে। আবার সেই ট্রেডার যখন ট্রেডটি ক্লোজ করে দিবেন তখন আপনার ট্রেডটিও স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ হয়ে যাবে। ওই ট্রেডার প্রফিট করলে আপনি প্রফিট করবেন আবার সে লস করলে আপনিও লস করবেন। এর জন্য বিভিন্ন জন ট্রেডার বিভিন্ন রকম কমিশন নিয়ে থাকেন। আপনি যার ট্রেড ফলো করবেন তার ক্যাপিটাল এবং আপনার ক্যাপিটাল সমান হওয়া উচিত। না হলে যেকোনো সময় ব্যালেন্স হারানোর ঝুঁকি থাকে। কেননা আপনি যার ট্রেড ফলো করে কপি করবেন তার যদি ব্যালেন্স বেশি থাকে সে সেই অনুযায়ী মানি ম্যানেজমেন্ট করে রিস্ক রেশিও নিয়ে ট্রেড করে থাকবেন। কিন্তু সেক্ষেত্রে আপনার ব্যালেন্স যদি কম থাকে তাহলে আপনার ব্যালেন্স এর উপরে ঝুকি বেড়ে যাবে।