অনেক প্রতিক্ষার পর অামি আমার বোনাস একাউন্ট এ আজ ট্রেড করার জন্য ব্যলেন্স পেয়েছি। ফরেক্স বাংলা ফোরাম কর্তৃপক্ষকে অসংক্ষ ধন্যবাদ।!!
Printable View
অনেক প্রতিক্ষার পর অামি আমার বোনাস একাউন্ট এ আজ ট্রেড করার জন্য ব্যলেন্স পেয়েছি। ফরেক্স বাংলা ফোরাম কর্তৃপক্ষকে অসংক্ষ ধন্যবাদ।!!
আল হামদুলিল্লাহ্ । আমি খুব খুশি হলাম । কারণ এই মাসে আমার ডলার এসেছে । আর আপনারাও ধৈর্য্য ধারণ করে ফোরাম করেন অবশ্যই সফলকাম হতে পারবেন । আর দক্ষতা অর্জন করুন যাতে লাভবান হতে পারবেন । সুতরাং আপনারা সব সময় আগে অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করেন তারপর এই ব্যবসা করুন অবশ্যই সফলকাম হতে পারবেন ।
আলহামদুলিল্*লাহ অনেক দিনের প্রতিক্ষার পর আমি ট্রেড করা শুরু করেছি আমার মনে হয় ইনশাাল্লাহ যদি ঠিকমত সময় দেই তাহলে আমিও একদিন একজন ভাল ট্রেডার হতে পারব ।
হ্যা অব্যশোই একটি ভালো সংবাদ। কেননা কেউ যদি কস্ট করে তাদের অর্জিত ব্যলেন্স যদি না পায় তাহলে কস্টের সীমা থাকবে না। তাই আপনার নির্ভুল্ভাবে ফোরাম পোস্ট করুন। বানান এর দিকে লক্ষ্য রাখতে হবে। যেন বেশী বানান ভুল না হয়।
আল-হামদুলিল্লাহ, কারন আমি ফরেক্স এ উন্নতি করতে পারছি। আপনারা ও পারবেন যদি মন দিয়ে লেগে থাকেন আর যদি মন না দেন তাহলে ফরেক্স এ উন্নতি করা সম্ভব না । তাই আমাদের সকলের উচিত মন দিয়ে ফরেক্স এর কাজ টা চালিয়ে যাওয়া।
যখন প্রথম বোনাস এ্যাকাউন্টে আসে তখন কি যে ভাল লাগে তা ভাষায় ব্যক্ত করার মত নয়। যারা প্রথম প্রথম বোনাস পেয়েছে তখন তারাই কেবল এই আনন্দ বুঝতে পারে। আমি গত মাসে প্রথম বোনাস পেয়েছিলাম। আমি এখনো সে বোনাস ধরে রেখেছি। এরই মধ্যে এ মাসের বোনাস পেয়ে গেছি। খুবই ভাল লাগছে।
সাগতম আপনাকে।তবে ভাই মার্কেটে ট্রেড করুন মানি ম্যানেজম্যান্ট বজায় রেখে।কআরন অনেকেই আছে যে ফরেক্স মার্কেটে বাংলা ফরাম থেকে বোনাস নিয়ে ট্রেড ওপেন করে আর ৩ থেকে ৪ দিনের ভিতর একাউন্ট ০ করে আবার বাংলা ফোরামে বোনাসের আশাই লেখালেখি শুরু করে।
ফরেক্স মার্কেট থেকে যা অায় করতে পারি সেটাই অাল - হামদুল্লিাহ । অামার অবশ্যই সফলতা হতে পারে যদি অামার অাল্লাহ চায় । সুতরাং চেষ্টা তো অাপ্রাণ চালিয়ে যাব সফলতার মালিক অাল্লাহ তা অালা । অামরা ধৈর্য্যের সহিত কাজ করার চেষ্টা করব তাহলেই অামরা সফলকাম হতে পারব ।
আলহামদুলিল্লাহ্ খুব ভাল খবর। আপনি অনেক পরিশ্রম করে বাংলা ফোরামের সকল নিয়ম কানুন মেনে লিখে গেছেন। আপনার পরিশ্রম সার্থক হয়েছে। আমি আশা করব ভবিষ্যতে ফোরামের নিয়ম মেনে লিখে যাবেন । এবং আপনার এই ধৈর্য্য আর পরিশ্রম ফরেক্সের ট্রেডিংয়ে কাজে লাগিয়ে সফল হোন।
আমরা সারামাস কস্ট করে ফোরাম পোস্ট করে থাকি। আর যদি আমাদের ব্যালেন্স আমরা না পাই তাহলে অনেক কস্ট লাগে। আবার নিজেদের ভুল ত্রুটির কারনে ফোরাম কর্তৃপক্ষ আমাদের বোনাস গুলো বাতিল করে দিতে পারে। এখানে আমরা লুকোচুরি করে কিছু করতে পারব না।
নতুন সদস্যগণ জেনে রাখুন সবাই-ফোরামের বোনাস প্রতিমাসের ১৫ তারিখের মধ্যেই আপনার ট্রেডিং একাউন্টে ডিপোজিট হয়ে যাবে৷এনিয়ে প্রতীক্ষা না করে বরং ফোরামে নিয়মিত লেখা ও পড়া চালিয়ে যান৷আশাকরি সবাই নিয়ম মেনে ভালো পোষ্ট লিখবেন৷
সকল নতুন ট্রেডারদের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন রইল তবে আমার শুধুমাত্র একটি কথাই বলবো ফরেক্স মার্কেট এ আপনি একটি ভালো প্লাটফর্ম তৈরি করতে পারবেন যদি ধৈর্য সহকারে এখানে টিকে থাকতে পারেন এবং যথাযোগ্য সময় প্রদানের মাধ্যমে জ্ঞান দক্ষতা এবং অভিজ্ঞতাকে বৃদ্ধি করতে পারেন তাহলে ফরেক্সে একদিন আপনি নিজেকে অনেক বড় আকারে প্রতিষ্ঠিত করতে পারবেন