যেহেতু ফরেক্স মার্কেট খুবই ঝুকির যায়গা তাই এখানে সবাই চায় কেমনে নিরাপদ থেকে ট্রেড করা যায়। তাই এখানে সবার টার্গেট থাকে নিজের টার্গেট ফুলফিল হয়ে গেলে বের হয়ে যাওয়া। আমার চলতি মাসের টার্গেট ফুলফিল হয়ে গেছে গত সপ্তাহে , কিন্তু এখনও তিনটা ট্রেড রানিং আছে তাই ইচ্ছা থাকলেও বের হয়ে যেতে পারব না। আপনার কি টার্গেট বা কতটুকু ফুল ফিল হযেছে কমেন্ট এ জানান।