আমরা যে সব দেশের মুদ্রা নিয়ে ফরেক্স করি সেসব উন্নত দেশ। একটি দেশের অর্থনীতি বেশি ভাল হয়ে গেলে সেটি সব মুদ্রার মানে প্রভাব ফেলে। এজন্য আমার মনে হয় ট্রেড করার আগে ওই দেশের অর্থনীতি জানা দরকার।
Printable View
আমরা যে সব দেশের মুদ্রা নিয়ে ফরেক্স করি সেসব উন্নত দেশ। একটি দেশের অর্থনীতি বেশি ভাল হয়ে গেলে সেটি সব মুদ্রার মানে প্রভাব ফেলে। এজন্য আমার মনে হয় ট্রেড করার আগে ওই দেশের অর্থনীতি জানা দরকার।
অর্থনীতির দিক থেকে শক্তিশালী দেশ হল আমেরিকা, আর আমেরিকান ডলার ইন্টারন্যাশনাল মুদ্রা হিসেবে সব দেশে ই বেবহার করা হয়।
আমরা যে সব দেশের মুদ্রা নিয়ে ফরেক্স করি সেসব উন্নত দেশ। একটি দেশের অর্থনীতি বেশি ভাল হয়ে গেলে সেটি সব মুদ্রার মানে প্রভাব ফেলে। এজন্য আমার মনে হয় ট্রেড করার আগে ওই দেশের অর্থনীতি জানা দরকার।
বিশ্বের কিছু অর্থনৈতিক দিক থেকে শক্তিধর দেশের প্রভাবেই ফরেক্সের মার্কেটের মুভমেন্ট ঘটে থাকে।
ফরেক্স একটি মানি মার্কেট তাই এখানে মূদ্রা ও দেশ নিয়েই গবেষণা হয়ে থাকে। কারণ অর্থনীতি আর মূদ্রার সাথে একটি বিশেষ সম্পর্ক আছে।
যার উপর ভিত্তি করে ট্রেড করা হয় তা হল ক্যারেনসি/ মূদ্রা আর্থাত একটি দেশের অর্থনৈতিক বিনিময় মাধ্যম। আর অর্থনিতি ভালো হলেইতো তাও মূদ্রার মান বৃদ্ধি পাবে। তাই অর্থনিতীর যথেষ্ট পরিমান প্রয়োজন আছে ফরেক্স এর ক্ষেত্রে।
আমেরিকা, আর আমেরিকান ডলার এই গুলু দিয়ে যে পেয়ার আসে সি গুলাই বেশি গুরুত্বপূর্ণ এবং সব থেকে বেশি আয় করা যায় এগুলো থেকেই।
আমরা যে সব দেশের মুদ্ররা নিয়ে ফরেক্স করি সেসব উন্নত দেশ, অর্থনিতির মধে বেশি শক্তিশালী আমিরিকা,
আর আমিরিকান ডালার সব দেশে ইনটারন্যাশল মুদ্ররা হিসাবে বেব্যহিত হয়।
আমি নিজে সব সময় আমেরিকা আর ইউরোপ এই দুইটি দেশের মুদ্রাতে ট্রেড করতে আগ্রহী। দেশগুলোর অর্থনৈতিক অবস্থা সব সময় অন্যান্য দেশ থেকে ভালো দেখায়। আর ট্রেডিং সিদ্ধান্ত নেয়ার আগে অবশ্যই ঐ মুদ্রার হিসটোরিক্যাল ডেটা দেখে নেওয়া উচিত
অথ্রনীতি খবর ট্রেডিং এর ক্ষেত্রে অনেক প্রভাব ফেলে। সঠিক অথ্রনৈতিক বিশ্লেষন এর অভাবে একজন নিউ কামার সহজে সব লস করে ফেলতে পারে।
সাধারন ভাবেই বলা চলে অথর্নৈতিক উন্নত দেশ আমেরিকা। এর অনেক কারন আছে। প্রধান কারন হল তাদের রাজনৈতিক স্থিরতা। তার সাথে ভৌগলিক অবস্থান।
এ বছর অর্থনীতি তে চীন আমেরিকাকে পেছনে ফেলেছে তথাপি এখন আমেরিকা শক্তিশালি আর বড় বড় কোম্পানি গুলো আমেরিকাতেই গড়ে উঠেছে।তাই ডলার ই এখন সেরা।মার্কেট প্লেস এ ইউরোপ এর মুদ্রামান উঠা নামা ব্যাপক প্রভাব ফেলে
আমি সম্পুর্ন সহমত। কারন ফরেক্স মুদ্রার মুল্য নিয়ে বিজনেসের আরেক নাম। সুতরাং একটি দেশের মুদ্রার মুল্য সম্পুর্নই তার অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে। সুতরাং ফরেক্সে ট্রেড করবার পূর্বে সেই দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আগে আমার জ্ঞান থাকা দরকার।
অর্থনীতি ট্রেডিং এর ক্ষেত্রে অনেক
প্রভাব ফেলে। সঠিক অর্থনৈতিক বিশ্লেষন এর
অভাবে একজন নিউ কামার সহজে সব লস
করে ফেলতে পারে।
বিশ্বের শত শত দেশের প্রতিটি দেশেই দুর্বল হোক আর শক্তিশালী হোক একটা অর্থব্যবস্থা রয়েছে। আর বিশ্বের এত দেশের অথর্নীতির মধ্যে কিছু দেশের অর্থনীতি খুবই শক্তিশালী।এসব দেশের মধ্যে আমেরিকা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান,জার্মানি, সুইজারল্যান্ড,রাশিয়াসহ এইসব দেশের অর্থনীতি শক্তিশালী। আর ফরেক্স ট্রেডিংয়েও এসব দেশের মুদ্রাগুলোর লেনদেন হয়।
যার উপর ভিত্তি করে ট্রেড করা হয় তা হল ক্যারেনসি/ মূদ্রা আর্থাত একটি দেশের অর্থনৈতিক বিনিময় মাধ্যম। আর অর্থনিতি ভালো হলেইতো তাও মূদ্রার মান বৃদ্ধি পাবে। তাই অর্থনিতীর যথেষ্ট পরিমান প্রয়োজন আছে ফরেক্স এর ক্ষেত্রে।
আমার মতে ইউরোপ আর আমেরিকার বেশীরভাগ দেশই অর্থনৈতিক দিক দিয়ে খুবই শক্তিশালী। কারন তারা দিনের পর দিন তাদের মুদ্রাকে বিশ্ব বাজারে একটি শক্তিশালী রুপ দেয়ার জন্য পরিশ্রম করতে হয়েছে। আর তাদের এই মুদ্রা এখন বিশ্ব বাজারে মারাত্তক প্রভাব ফেলে চলছে।প্রায় সকল দেশই আজ আন্তর্জাতিক ট্রেড করছে অইসকল মুদ্রা দারা।ফলে দিন দিন তাদের মুদ্রা আরও শক্তিশালী হচ্ছে।আর বিশ্ব বাজারে মাথা উচু করে দারিয়ে আছে।
অর্থনীতিতে শক্তিশালী দেশ হচ্ছে আমেরিকা , লন্ডন , জাপান , চীন ইত্যাদি দেশ । আর তাদের মুদ্রা ফরেক্স মার্কেটে অনেক বড় প্রভাব ফেলে ।
ফরেক্স মার্কেটে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী দেশের মুদ্রা কারেন্সি আকারে থাকে।তাই ফরেক্স মার্কেটে সফলতার জন্য কোন দেশের অর্থনৈতিক অবস্থা কেমন তা জানার প্রয়োজন রয়েছে। অর্থনৈতিক দিক থেকে শক্তিশালি দেশ ইউরোপ এবং আমেরিকা।এসব দেশের জনগনের জীবনযাত্রার মান অনেক উন্নত।মাথা পিছু আয় অনেক।এসব দেশ শিল্প-কারখানায় বেশ উন্নত।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমেই দেশীয় মুদ্রার মান উন্নয়ন করা সম্ভব।
ফরেক্স মার্কেটে সব উন্নত দেশের মুদ্রা ক্রয় বিক্রয় হয়ে থাকে । তাই সব সময় যে দেশের মুদ্রা ক্রয় বিক্রয় করবেন সে দেশের অর্থনীতির অবস্থাটা জেনে নেওয়া উচিৎ । আর সব চেয়ে বেশি প্রভাব বিস্তার করে আছে আমেরিকান ডলার । তাই বিশেষ করে অ্যামেরিকান ডলারের খবর রাখতে হবে ।
একটি দেশের অর্থনীতি বেশি ভাল হয়ে গেলে সেটি সব মুদ্রার মানে প্রভাব ফেলে। তাই সব দেশের অর্থনীতির উপর নজর রাখতে হবে ।
বিশের সব চেয়ে অথনইতিক সক্তিশালি দেশ হল আমেরিকা।আমেরিকা অথনইতিক ভাবা খুব উন্নত।
অর্থনীতির দিক দিয়ে শক্তিশালী দেশ গুলর মাঝে আছে আমেরিকা, চীন, জাপান, আর ইউরোপিয়ান দেশ গুলো। এই সব দেশের মুদ্রা নিয়া ট্রেড করলে আপনার লাভ হবার সম্ভাবনা বেশি থাকবে।
ইউরোপিয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় সংকটে পড়বে গত কয়েক বছরে যেসব দেশ সহজেই আয়-রোজগার করতে পেরেছে । উদাহরনস্বরূপ স্পেনের কথা বলা যায় । স্পেনকে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের সাথে তুলনা করা যায় । গত প্রায় এক দশক ধরে নির্মান খাতে ফ্লোরিডা ও স্পেন এই খাতে প্রচুর বিনিয়োগের দেখা পায় । এই খাতটি ধ্বসে পড়ার পর স্পেন ও ফ্লোরিডা দুইজায়গাতেই এখন চিন্তা এই খাতে কাজ করা কর্মিদের কিভাবে অন্য সেক্টরে কর্মসংস্থান করা যাবে । তবে এক্ষেত্রে স্পেনের সমস্যাটা আরেকটু গুরুতর । অন্য কোন দেশ হলে তারা হয়তো তাদের মুদ্রার অবমূল্যায়ন করে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করতে পারতো । কিন্তু স্পেন ইউরোপিয় ইউনিয়নের সদস্য হবার কারনে তাদের সে সুযোগ নেই । একমাত্র রাস্তা তাদের হাতে যেটা খোলা আছে সেটা হলো মজুরীর হার কমিয়ে আনা যেটা রাজনৈতিকভাবেও একটা কঠিন সিদ্ধান্ত । স্পেনের মতো পুরো ইউরোপিয় ইউনিয়নই একটি দীর্ঘস্থায়ী মন্দাকালে আটকে যাবে এই সম্ভাবনা এখনই ফুটে উঠতে শুরু করেছে ।
ফরেক্স ব্যবসা য়ের মাধ্যমে বিভিন্ন অনুন্নত দেশে অর্থণেতিক উন্নয়ন করা সম্ভব হচ্ছে এবং বিশেষ করে আমার মনে হয় এশিয়া মহাদেশের বেশ কিছু অনুন্নত দেশগুলো আস্তে আস্তে উন্নতি লাভ করছে । আর এর মাধ্যমে রাজ নৈতিক দিক থেকে অনেক প্রভাব বিদ্যমান হয়ে উঠেছে । ফরেক্স এর মাধ্য মে যত বেশী কাজ করে যত বেশী টাকা বা অর্থ উপার্জন করতে পারে সে দেশ তত বেশী তাড়াতাড়ি উন্নত হবে । তবে একটা কথা যে, ফরেক্স এর কাজ করে শুধু রাজনৈতি দিক থেকেই নয় বরং বিভিন্ন দিক থেতে উন্নতি করা সম্ভব হয় । এর জন্য আমাদের ভারেভাবে বুঝে ফরেক্স এর কাজ করে লাভবান হওয়া যায় ।
অর্থনৈতিক দিক থেকে বেশি সক্তি শালী দেশ গুলর মধ্যে এমেরিকা, কানাডা , ব্রিটেন ছারাও আরও অনেক দেশ রয়েছে । তবে আমি নুতুন হওয়ায় আমি সব গুলো দেশ সম্পর্কে বলতে পারছিনা। আপনি যদি গুগলে সার্চ করেন তবে আপনি অনেক বেশি দেশের লিস্ট পাবেন। আজ আমি অনেক টেনশনে আছি কারন ট্রেড টা ভুল করেছি।
বর্তমান বিশ্বে সবচেয়ে দামী এবং মূল্যবান মুদ্রা হচ্ছে অ্যামেরিকার । আরনৈতিক দিক থেকেও বর্তমানে সবচেয়ে শক্তিশালী হচ্ছে অ্যামেরিকা । ফরেক্স মার্কেটে অন্যান্য দেশের মুদ্রার মত অ্যামেরিকার মুদ্রারও অনেক বেসি দাপট । তাই ফরেক্সে ভাল করতে হলে সকল দেশের অর্থনৈতিক অবস্থা সম্পরকে জানা উচিৎ ।
অর্থনীতির দিক দিয়ে সব চেয়ে শক্তি শালী দেশ আমেরিকা । আর আমেরিকার অর্থনীতিতে প্রভাব পরলে ফরেক্স মার্কেটে প্রভাব পরে ।
আমরা যে সব দেশের মুদ্রা নিয়ে ফরেক্স করি সেসব উন্নত দেশ তাই আমাদের দেশের থেকে তারে ফরেক্স একটি মানি মার্কেট তাই এখানে মূদ্রা ও দেশ নিয়েই গবেষণা হয়ে থাকে।
আমাদের দেশের মূর্দার হার বাইরের দেশের তুলনায় অনেক কম । তাই ফরেক্সের কাজ মুরু করার আগে আমাদের প্রথমে অর্থনৈতিক দিক সম্পর্কে ধারনা রাখতে হবে ।
অত্তনিতির দিক থেকে শক্তিশালি দেশ আমেরিকা আর এই আমেরিকা দারা পরিচালিত হছে অধিকাংশ দেশ তবে ইউরোপ ও একন আমেরিকার চেয়ে কম না যদি আমেরিকা কে সবচেয়ে শক্তিশালির অত্তনিতির দেশ বলা হয়।তবে আমি মনে ফরেক্স এর ক্ষেত্রে নিজসব দেশের কারেন্সি নিজের দেশের জন্ন্যও কম বলে মনে হয় না।
মুদ্রার মান পরিবর্তন হয় একটি দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থার *উপর ভিত্তি করে । তাই আপনি যে দেশের মুদ্রার ট্রেড করছেন তাদের অর্থনৈতিক নিউগুলোর উপর গুরুত্ব দিতে হবে । বিভিন্ন নিউজ ওয়েবসাইট বিশেষ করে ফরেক্স ফ্যাকটরি ব্যবহার করতে পারেন ।
এটা আমাদেরকে অবশ্যই মানতে হবে যে উন্নত দেশের নিউজগুলো আমাদের ফরেক্স মার্কেটে বিশেষভাবে প্রভাব ফেলে।কারণ স্বাভাবিকভাবে আপনারা দেখবেন যে দেশের কারেন্সি সে দেশের প্রভাবটাও বেশি দেখা যায়।সুতরাং আপনি যে দেশের নিউজ ফলো করবেন ,সে দেশের কারেন্সি পেয়ারেও পরিবর্তন দেখবেন
গত প্রায় এক দশক ধরে নির্মান খাতে ফ্লোরিডা ও স্পেন এই খাতে প্রচুর বিনিয়োগের দেখা পায় । এই খাতটি ধ্বসে পড়ার পর স্পেন ও ফ্লোরিডা দুইজায়গাতেই এখন চিন্তা এই খাতে কাজ করা কর্মিদের কিভাবে অন্য সেক্টরে কর্মসংস্থান করা যাবে । তবে এক্ষেত্রে স্পেনের সমস্যাটা আরেকটু গুরুতর । অন্য কোন দেশ হলে তারা হয়তো তাদের মুদ্রার অবমূল্যায়ন করে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করতে পারতো । কিন্তু স্পেন ইউরোপিয় ইউনিয়নের সদস্য হবার কারনে তাদের সে সুযোগ নেই ।
অর্থনৈতিক দিক দিয়ে সবচেয়ে শক্তি শালি দেশ হল আমেরিকা। আমেরিকার ডলার সব দেশে বিদেশি লেন দেনে ব্যাবহৃত হয়। তাই আমাদের কে ট্রেড করার আগে আমেরিকার সব নিউজ দেখে নিতে হবে।
ফরেক্স মার্কেটে উন্নত দেশগুলোর কারেন্সি নিয়ে ট্রেড করা হয়। যেমন আমেরিকার মুদ্রা ইউএসডি, ইউরোপের ইউরো, বৃটেনের পাউন্ড অস্ট্রেলিয়ার মুদ্রা অস্ট্রেলিয়ান ডলার, কানাডার কানাডিয়ান ডলার, নিউজিল্যান্ডের নিউজিল্যান্ড ডলার ইত্যাদি উন্নত দেশের মুদ্রার জোড় তৈরী করে ট্রেড হয়ে থাকে। এসব দেশের যে অর্থনীতি শক্তিশালি হয় তারা ফরেক্সে প্রাধান্য বিস্তার করে।