ভুল সিদ্ধান্ত নিয়ে লসের সম্মুখীন না হতে করণীয়!
বেশীরভাগ নতুন ট্রেডার তাদের ট্রেডিং এর জন্য জটিল ইন্ডিকেটর বেইজড ট্রেড স্ট্রেটেজি ফলো করে থাকে। আর ইন্ডিকেটর বেইজড ট্রেড কৌশল বিভিন্নভাবে স্থাপন করতে হয়। আমার জানামতে, ইন্ডিকেটর বেইজড স্ট্রেটেজিতে একের অধিক ইন্ডিকেটর ব্যবহার করতে হয় যার ফলে একেকটি ইন্ডিকেটর একেকটি দিকে (বাই/সেল) ইন্ডিকেট করে, এতে করে একজন ট্রেডার বেশীরভাগ সময় অনায়াসে ভুল সিদ্ধান্ত নিয়ে লসের সম্মুখীন হয়।
ভুল সিদ্ধান্ত নিয়ে লসের সম্মুখীন না হতে করণীয়
ভুল সিদ্ধান্ত নিয়ে লসের সম্মুখীন না হতে করণীয় হলো।সঠিকভাবে মার্কেট এনালাইস করা মার্কেেটের গতি নির্ধারন করা ।ধর্য্য ধারন করা এগুলো যদি আপনি না করেন তুহলে আপনার ভুল সিদ্ধান্ত হবে।এবং লস ও হবে।তাই সঠিক সিদ্ধান্ত নিয়ে মার্কেটে ট্রেড করতে হবে।