আমি ফরেক্স এ ট্রেড করার জন্য সিগ্নাল খুজে থাকি। আমি আমার ট্রেডীং সিস্টেম এ যদি সিগ্নাল পাই তাহলে ট্রেড করি। আমার প্রায় প্রতিদি ই সিগ্নাল আসে। কিন্তু যে গুলো ভালো সিগ্নাল সে গুলোতে ট্রেড নেই। কিন্তু আমি শুক্রবার দিনে ট্রেড নিলে মারকেট যেন আর মুভ হয় না। শুক্রবার দিন ট্রেড নিলে যেন লস হয়। আপনারা কি শুক্রবার দিনে ট্রেড করেন?