আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
আসলে ঠিক কত দিন ট্রেড করলে একজন নবিস ট্রেডার হয়ে উঠতে পারে বা তাকে সঠিক অর্থে প্রফেশনাল বলা যেতে পারে?
আমি গত চার বছর ধরে হাটি হাটি পা পা করে মার্কেট এ আছি কিন্তু আজও ট্রেডার হয়ে উঠতে পারলাম না। আপনাদের কারো কাছে এর কোন যৌক্তিক ব্যাখা পাওয়া যাবে? থাকলে একটু আওয়াজ দিবেন খুব উপকার হবে। আর পারছি না সত্যিই।