একটা ট্রেড এ কখন লস হয়ে থাকে!
একটা ট্রেড এ লস এর হাজারটা কারণ থাকতে পারে যা ব্যাক্তিভেদে বিভিন্ন হতে পারে। কিন্তু একটা সাধারণ কারণ যা প্রায় সবার ক্ষেত্রে একই হবার কথা আর তা হল যখন আপনি ট্রেন্ড এর বিপরীতে ট্রেড নেন। কেননা আমরা সবাই জানি ট্রেন্ড এর বিপরীতে ট্রেড করা সব থেকে বড় রকমের বোকামী বলে বিবেচ্য। কেননা একটা ট্রেন্ড এর রির্ভাসাল পয়েন্ট এ যদি আপনি ট্রেন্ড এর দিকে ট্রেড নেন আর তা সত্যিকারের রির্ভাসাল হয়ে থাকে এবং আপনার স্টপলস না থাকে তাহলেই সারছে। আবার যদি আপনি রির্ভাসাল হবে মনে করে ট্রেন্ড এর বিপরীতে ট্রেড নিলেন কিন্তু ট্রেন্ড কন্টিনিউ করল তাই সেই বাশ। কারও কোন দ্বিমত থাকলে আওয়াজ দিন।
একটা ট্রেড এ কখন লস হয়ে থাকে ।
ফরেক্সে লাভ লস আছে ।তবে সাধারন ভাবে ট্রেড করলে লস হওয়ার সম্ভব থাকে না ।তবে যখন একটা ট্রেড এ খুব বেশি গতি বিধি পরিবর্তন হয় সেই ট্রেডে লস হয় ।
একটা ট্রেডে কখন লস হয়ে থাকে।
প্রকৃতপক্ষে কোন ট্রেডার যখন মার্কেট এনালাইসিস করে ট্রেড করে তখন লাভ বা ক্ষতি যেকোনো একটি হতে পারে। সাধারণত কোন ট্রেডার যদি বাই ট্রেড করে থাকেন তবে প্রফিট অর্জনের জন্য মার্কেটে তার এই কারেন্সি এর বিপরীতে কোট কারেন্সির মূল্য বৃদ্ধি পেতে হয়। কিন্তু যদি এর বিপরীত পরিস্থিতি ঘটে অর্থাৎ তার বেস কারেন্সি মূল্য বৃদ্ধি পাচ্ছে কিন্তু তার কোট কারেন্সির মূল্য কমে যাচ্ছে তবে লস হয়। আবার কোন ট্রেডার যদি সেল ট্রেড করে থাকেন তবে তার বেজ কারেন্সি মূল্য হ্রাস পেতে হয় আর কোট কারেন্সির মূল্য বৃদ্ধি পেতে হয়। কিন্তু যদি এর বিপরীত ঘটে তবে লস হবে। যদি আমি জিবিপি / ইউএসডি তে ট্রেড করি তবে জিবিপি আমার বেস কারেন্সি আর ইউ এস ডি কোট কারেন্সি।