একজন স্কাল্পার সাধারনত দৈনিক ৫-৭ টা ট্রেড করে । আবার দীর্ঘমেয়াদী ট্রেডার রা মাসে একটি ট্রেড করে । আপনি কয়টি ট্রেড করেন ?
Printable View
একজন স্কাল্পার সাধারনত দৈনিক ৫-৭ টা ট্রেড করে । আবার দীর্ঘমেয়াদী ট্রেডার রা মাসে একটি ট্রেড করে । আপনি কয়টি ট্রেড করেন ?
আমি ফরেক্স এ দৈনিক ১ থেকে ৭ টা ট্রেড করি । আবার কয়েক দিন করি ও না । আমার ইচ্ছা মতন ট্রেড করি ।
প্রতিদিন ফরেক্স এ ট্রেড করা যায় না। কোন কোন দিন ২/৩ টা হয় আবার কোন কোন দিন ট্রেড হয় না। তবে লং টাইম ফ্রেমে ট্রেড করা ভাল সময় লাগে বেশী কিন্তু লাভ করা যায় মার্কেট বোঝাও যায় ভাল। যার যার সিস্টেম এ ট্রেড করে যখন সিগন্যাল পাওয়া যায় তখনই শুধু ট্রেড করি এমন ও আছে যে সপ্তাহে ১টি ট্রেড করি। তবে শুধু ট্রেড দিলেই হবে না সিগন্যাল কনফার্ম করে ট্রেড দিতে হবে তাহলে লাভবান হওয়ার সম্ভবনা বেশী থাকে। যদি দেখা যায় সাড়াদিন ট্রেড করলাম অথচ শুধু লস হলো আর লাভ হলো কম তাহলে ট্রেড দিয়ে লাভ কি?
আপনি দৈনিক 5 থেকে 7 টা ট্রেড করতে পারবেন, আপনি যদি মনে করেন দৈনিক 5 থেকে 7 থেকে 8 আপনার জন্য কম হয়, তাহলে আপনি ফরেক্স করাটা থেকে বিরত থাকুন, আপনার অ্যাকাউন্টের জন্য ক্ষতিকরহবে যদি এর থেকে বেশি না বুঝে করেন
আপনার উচিত কমপক্ষে এক থেকে দুইটি ট্রেড করা,* আমি এক থেকে দুইটি ট্রেডের বেশি করিনা, কারন আমি মানি ম্যানেজমেন্ট করি যেখানে একটি থেকে দুইটি বেশি ট্রেড করা আমার পক্ষে কোনভাবেই সম্ভব না
আমি মনে করি ফরেক্সে এক থেকে দুইটি ট্রেডের বেশি করার কোন প্রয়োজন নেই ফরেক্স 1 থেকে 2 টার বেশি করলে আপনাকে ভুল ট্রেড করার জন্য বাধ্য করবে আপনার চিন্তাভাবনা, নিজেকে বাঁচিয়ে রেখে control করাটা ফরেক্স এর একটি প্রধান শিক্ষা
আপনি আপনার একাউন্ট হ্যাক না করে ফরেক্স এ ট্রেড কম করে বুঝে শুনে ট্রেড করবেন, সঠিকভাবে করতে পারেন তাতে যথেষ্ট
আপনাকে দেখতেহবে আপনি কিভাবে ট্রেড করছেন বুঝেশুনে ট্রেড করছেন না অবুঝের মতন ট্রেড করছেন অবুঝের মত ট্রেড করলে 100 ট্রেড করলেও আপনার কিছু লাভ হবে না বরং যাপনের account zero ছাড়া আর কিছুই হবে না
ট্রেড করার ক্ষেত্রে মনের কোন প্রাধান্য নেই সম্পূর্ণ সামাজিক ব্যাপারগুলোকে প্রাধান্য দিয়ে আপনাকে ট্রেড করতে হবে কারণ এখানে বৈদেশিক মুদ্রার কেনাবেচা এখানে একটি দুটি এর মত এরকম কোন বিষয়ই নেই যে আপনাকে একটি ট্রেড করতে হবে অথবা দুইটি ট্রেড করতে হবে*
ফরেক্স মধ্যে একটি ট্রেড করার বা দুইটি ট্রেড করার মতন কোনো বাধ্যবাধকতা কেউ কোথাও দেয় নি এখানে আপনি একজন স্বাধীন ব্যবসায়ী আপনি যত খুশি চাইলে ট্রেড করতে পারেন তবে ব্যাপারটি হলো আপনাকে ট্রেডগুলো তেকে হতে হবে আপনাকে দেখে শুনে ট্রেড করতে হবে যেন আপনি ট্রেড লস না করেন
ট্রেডিং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কিভাবে ট্রেড করছেন সেখানে কোনো গুরুত্বপূর্ণ বিষয় না যে আপনি কতগুলো ট্রেড করছেন,
ট্রেড গুলো কিভাবে ভাগ করবেন সেগুলো নির্ভর করে আপনার নিজস্ব জ্ঞানে এবং নিজস্ব অভিজ্ঞতার ওপর আপনাকে কোনোভাবেই কোনো কারণেই কোনভাবে বাধ্য করা হয়নি যে আপনি একটি বারের বেশি করতে পারবেন না অথবা দুইটার বেশি করতে পারবেন না এমন কোন বিষয়টি আপনার উপর প্রাধান্য দিয়ে দেখা উচিত না
আপনি কোন ভাবে এভাবে ভাববেন না যে আপনাকে ট্রেড করার জন্য বাধ্য করা হচ্ছে আপনি ট্রেডগুলো করার পথ এবং আপনাকে ট্রেডগুলো করতে হচ্ছে অথবা যে কারণটি* আপনাকে ট্রেড করতে বাধ্য করছে সে বিষয়গুলো আপনাকে সার্বিক বিবেচনার মাধ্যমে দেখতে হবে যেন আপনি ট্রেড করতে যে ভুল না করেন সেখানে আপনাকে কোনো বাধ্যবাধকতা নেই যে আপনি ট্রেড করবেন* একটি বা দুটি অর্জন করে নিজেকে ট্রেড করতে হবে এক্ষেত্রে আপনি কোন কপি* বা অন্যের কোন পরামর্শ নিয়ে ট্রেড করবেন না কোনমতে একটি বা দুটি টেস্ট করতে হবে ঠিক এরকম কোন কথাকে আপনি আপনার নিজের মাথায় নিবেন না,
একটি বা দুটি ট্রেড করা এরকম কোন নিয়ম নিয়ম নেই যে আপনি একটি বা দুটি চ্যাট করবেন আপনি হাজারটি ট্রেড করতে পারেন চাইলে, সেখানে* নির্ভর করে আপনি কতটুকু জানেন,
আপনি চাইলে একাধিক ট্রেড করতে পারেন আপনি চাইলে একটি ট্রেড করতে পারেন সেটি নির্ভর করে আপনি ট্রেড time দক্ষতার উপর, আপনার অভিজ্ঞতা ভালো থাকলে আপনি অনেক ট্রেড করতে পারবেন কখন কিনতে পারবেন তখন বুঝতে পারবেন একই দিনে দুই-তিনবার ট্রেড করতে পারবেন,
নিজেকে কোনো বাধ্যবাধকতা ভেতর রাখা ঠিক হবে না যে আপনি একটি ট্রেড করবেন অথবা দুটি চেক করবে এটি নির্ভর করবে আপনার মানি ম্যানেজমেন্টের উপর আপনি কিভাবে আপনার money management control করছেন সেটা নির্ভর করবে আপনার শিক্ষার উপর আপনি কোন কোন একাউন্টে ট্রেড করেন অথবা কোন কোন ট্রেড করেন সেটই আপনাকে বলে দেবে আপনি কয়টি চেক করবতি,
ট্রেডিং এর ক্ষেত্রে একটি বা দুটি ট্রেড করা যতটুক সম্ভব এরকম বাধ্যবাধকতা থেকে দূরে থাকাটাই সব থেকে ভাল যদি আপনি একটি বা দুটি ট্রেনের মধ্যে সীমাবদ্ধ থাকেন তাহলে আপনাকে ট্রেড করা থেকে বিরত থাকা উচিত*
ফরেক্স মধ্যে একটি ট্রেড করার বা দুইটি ট্রেড করার মতন কোনো বাধ্যবাধকতা কেউ কোথাও দেয় নি এখানে আপনি একজন স্বাধীন ব্যবসায়ী আপনি যত খুশি চাইলে ট্রেড করতে পারেন তবে ব্যাপারটি হলো আপনাকে ট্রেডগুলো
যারা স্বল্পমেয়াদী ট্রেড করেন তারা মনে হয় দৈনিক আরও বেশি ট্রেড করে থাকেন। তবে আমি দীর্ঘমেয়াদী ট্রেডার তাই অামার ক্ষেত্রে দৈনিক ট্রেড করা সম্ভব নয়। মাঝে মাঝে আমি সপ্তাহে ১ বার ট্রেড করে থাকি। আর এতে করে আমি অনেক নিরাপদে এই ব্যবসা হতে মুনাফা উপার্জন করতে পারি। আমি এর আগে স্বল্পমেয়াদী ট্রেডার ছিলাম কিন্তু সেখানে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি নাই। সবসময় আমার লোভ কাজ করতো কিন্তু দীর্ঘমেয়াদী ট্রেডিং এ আমার লোভ একদম কাজ করে না ফলে আমি নিজেকে অনেক নিরাপদ মনে করি।
প্রশ্নটা কেমন হয়ে গেল না! আপনি কত গুলো ট্রেড করতে চান? মার্কেট যদি আপনাকে ১০ টা ট্রেড এর স্কোপ দেয় সেক্ষেত্রে ১০ টা আবার একটাও না যদি স্কোপ ক্রিয়েট না হয়ে থাকে। এভাবে হিসেব না করে হিসেব করা উচিত মাসে কতগুলো প্রফিটেবল ট্রেড হয়ে থাকে।
ভাই আমি দৈনিক ট্রেড করি না। তবে মার্কেটের অবস্থান বুঝে কোন কোন দিন একটাও করি আবার ৬/৭টাও ট্রেড করি আবার করিও না। এটা সম্পূর্ণ নির্ভর করে মার্কেটের অবস্থানের উপর। তবে আমার মতে আপনি যখন ফরেক্স মার্কেটে কোন ট্রেডে এন্ট্রি নিবেন তখন অবশ্যই মার্কেটের অবস্থান বুঝে ট্রেডে এন্ট্রি নিবেন তাহলে অবশ্যই ভালো প্রফিটেবল ট্রেড করতে পারবেন।
ভাই আমি যেহেতু স্কাল্পিং করি, তাই আমি দৈনিক যখনি কোন ট্রেডের জন্য ভাল কোন পজিশন পাই তখনি ট্রেড নিয়ে থাকি। এখন দিনে দেখা গেল যে কোনদিন দুটো, কোনদিন ৪ টা আবার কখনও দেখা যায় যে ৫ টা পর্যন্ত ট্রেড পাওয়া যায়। কেননা এখানে দীর্ঘমেয়াদী ট্রেড করতে গেলে আপনাকে অনেক অপেক্ষা করে থাকতে হবে প্রফিটের জন্য কিংবা ট্রেড ক্লোজ হবার অপেক্ষোয়।
আমি প্রতিদিন ট্রেড করি না সপ্তাহে ৫ থেকে ৬ টা ট্রেড করি কখনো লস হয় আবার কখনো লস হয় ।লাভ হলে ট্রেডগুলো নির্দিষ্ট লাভে ক্লোজ করে হয় তবে যখন লস করি তখন লসেই ক্লোজ করি আর মাঝে মাঝে কিছু ট্রেড লাভের আশায় ঝুলিয়ে রাখি ।
আপনি দৈনিক 5 থেকে 7 টা ট্রেড করতে পারবেন, আপনি যদি মনে করেন দৈনিক 5 থেকে 7 থেকে 8 আপনার জন্য কম হয়, তাহলে আপনি ফরেক্স করাটা থেকে বিরত থাকুন, আপনার অ্যাকাউন্টের জন্য ক্ষতিকরহবে যদি এর থেকে বেশি না বুঝে করেন
খুবই নবীস কিসিমের প্রশ্ন হয়ে গেল! একজন ট্রেডার দিনে ১-১০০ ট্রেড করতে পারে যদি তার সিস্টেম মত মিলে। তাই এই ধরণের প্রশ্ন থেকে অধিক যুক্তিযুক্ত প্রশ্ন হল আপনি কত % প্রফিটেবল। যে এখানে যত বেশি প্রফিটেবল সে তত সাকসেসফুল ট্রেডার। কারণ যার যত ভূল ট্রেড কম তার তত বেশি উইন রেশিও।
আমি ফরেক্স মার্কেট এ প্রতিদিন ট্রেড করি না আমি মাসে ১০ থেকে ১২ টা ট্রেড করি যখন আমার ট্রেডিং সিস্টেম এ ট্রেড পাই তখন আমি ট্রেড করি অনেক সময় দেখা যায় কোন সপ্তাহে ১ তাও ট্রেড থাকে না তখন আমি বসে থাকি আবার একটা ট্রেড শুরু হলে ১ থেকে ৫ দিন এর বেশি সময় লাভ এ সেই ট্রেড চলতে থাকে এই ভাবে আমি ফরেক্স মার্কেট ট্রেড করি
আমি প্রতিদিন একটি বা দুটি ট্রেড ওপেন করি তবে সেটি মার্কেট এনালাইসিসের পর। তবে অনেক সময় লসে ডুবে থাকি যে কারনে লস রিকোভারি করতে করতে প্রতিদিন ট্রেড করা হয় না এমনকি অনেক সময় সপ্তাহও পার হয়ে যায়।
যেহেতু আমি শর্টট্রেড বা স্ক্যালপিং করিনা এবং লংটার্ম ট্রেড করি৷এজন্য হায়ার টাইম ফ্রেমগুলো দেখে মাসে হয়ত দুয়েকটা এন্ট্রি করে থাকি৷আর যারা শর্ট ট্রেড বা স্ক্যাল্পিং করে থাকেন তারা প্রতিদিনই কয়েকবার ট্রেডে এন্ট্রি করে থাকেন৷প্রতিদিন দুই বা ততোধিক ট্রেড করা খুবই ঝুঁকিপূর্ণ জেনেও কিছুকিছু বেশ অভিজ্ঞ ট্রেডার স্ক্যাল্পিং করে থাকেন৷ট্রেডারগণ অনেক অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করেই এভাবে প্রতিদিন কয়েকবার ট্রেডে এন্ট্রি করে থাকেন৷আর আমি যেহেতু এখনও খুব ভালো মানের অভিজ্ঞ ও দক্ষ ট্রেডার হতে পারিনি এজন্য লংটার্ম ট্রেড করতে স্বাচ্ছন্দ্য বোধ করি৷তাই আমি প্রতিদিন ট্রেড করতে পারি না৷
আসলে আমি ফরেক্স বাজারে প্রতিদিন ট্রেড করি না কারণ মার্কেট প্রতিদিন মুভমেন্ট এক হয় না বরং যেদিন ফরেক্স বাজারে গুরুত্বপূর্ণ নিউজ থাকে সেদিন মার্কেট মুভমেন্ট বেশি করে থাকে। এবং মার্কেট মুভমেন্টর এর উপর বিশ্লেষণ করেই ট্রেডে এন্ট্রি নিয়ে থাকে। কারণ বেশি মুভমেন্টে ট্রেড করলে ভাল মুনাফা উপার্জন করা যায়। তবে মার্কেট মুভমেন্ট সম্পর্কে আপনাকে অবশ্যই জ্ঞান থাকতে হবে তা না হলে আপনার ট্রেডিং কৌশল ঝুকির মুখে পড়তে পারে। এজন্য ট্রেডারগণের অধিক দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। তাহলে আপনি দৈনিক না বরং সপ্তাহে ২/৩টি ট্রেড করলেই ভাল মুনাফা উপার্জন করতে পারবেন।
আমি দৈনিক একটি বা দুটি ট্রেড করি। মুলত সব পেয়ারে ট্রেড না করার কারনেই এমন হয় কারন সবসময় একটা নির্দিষ্ট পেয়ার টার্গেটে থাকে আর ঐ পেয়ারটিতেই ট্রে করা হয়ে থাকে এতে করে ট্রেডে খুব সহজেই সাকসেস হওয়া যায়। কারন দশটি পেয়ার ঘাটার চেয়ে একটি পেয়ার ঘাটাই শ্রেয়।
প্রতিদিন সমপরিমাণ ট্রেডিং করা সম্ভব হয় না। কোনদিন কম আবার কোনদিন বেশি করা হয়। ভালো পজিশন পেলে তৎক্ষনাৎ ট্রেড এন্ট্রি নিয়ে নেই আর ভালো পজিশন না পেলে ওয়েট করি ধৈর্যধরে। যেখানে সেখানে না বুঝে ট্রেড ওপেন করা ঠিক নয়। এতে করে শুধুমাত্র লসের পরিমাণ বাড়বে ছাড়া আর কিছু না। সকল ধরনের এনালাইসিস বিবেচনা করে বুঝেশুনে প্ল্যানিং অনুযায়ী ট্রেড ওপেন করতে হয়। আমি গড়ে প্রতিদিন ৫-৭ টা ট্রেড এন্ট্রি নিয়ে থাকি।
পার্সোনালি আমি লং টাইমফ্রেমে ট্রেডিং করে থাকি, যার ফলে আমি কোন সময়ই এক দিনে একের অধিক ট্রেড ওপেন করি না, এবং কোন কোন সময় সেই ট্রেডগুলো ক্লোজ করার জন্য দুই দিন, তিন দিন বা এক সপ্তাহ সময় লেগে যায়। তবে যারা স্কাল্পিং বা শর্ট টাইমফ্রেমে ট্রেডিং করে থাকে তারা হয়তো একদিনে দুই বা ততোধিক ট্রেড ওপেন করে থাকে।
আমি ফরেক্স মার্কেট একজন নতুন ট্রেডার এবং এখন পর্যন্ত রিয়েল ট্রেডিং শুরু করিনি।তবে রিয়েল ট্রেডিং শুরু করার পরেও আমি কখনোই একদিন একের অধিক ট্রেড ওপেন করব না,এবং একটি ট্রেড করার কিছু সময়ের মধ্যে যদি আমার কাঙ্খিত প্রফিট অর্জন করার মাধ্যমে ট্রেড ক্লোজ করে থাকি, তার পরেও আমি ওই দিনে নতুন কোন ট্রেড ওপেন করা থেকে বিরত থাকব।
আম সাধারণত লং টাইম এ ট্রেড করে থাকি,তাই আমার এমন ও হয় যে সপ্তাহে এন্ট্রি নাও নিয়ে থাকি,আমি ডেইলি নয় মাসিক ৬/৭ টা এন্ট্রি নিয়ে থাকি,আমার কাছে শর্ট টাইম এন্ট্রি নিতে ভালো লাগেনা,লং করে বেশি ভালো লাগে,আমি মাসিক ৫০০ পিপস টার্গেট করে এন্ট্রি নিয়ে থাকি,সে ৫ টা ভালো এন্ট্রি পেলে টার্গেট ফিলআপ হয়ে যাই,তাই আমি ডেইলি ট্রেড এর জন্য বসে থাকিনা।
আমি সবসময় মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে ট্রেডিং করে থাকি। এ কারণে আমি আমার মূলধনের অনুপাতে নির্দিষ্ট সংখ্যক ট্রেড ওপেন করে থাকি । এবং ট্রেড ওপেন করার পর যদি মার্কেট ট্রেডের বিপরীতে চলে যায় তাহলে আমি সবসময় চেষ্টা করি ট্রেড এর বিপরীতে ট্রেড ওপেন না করা। ট্রেড থেকে প্রফিট না নেওয়া পর্যন্ত আমি কখনো ট্রেড ক্লোজ করিনা। তবে ট্রেডে সবসময়ই stop-loss ব্যবহার করে থাকি এবং মার্কেট স্টপ লস হিট করলে ট্রেড অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যায়। আমি প্রতি 5 ডলার মূলধনের অনুপাতে 0.01 লটের ট্রেড ওপেন করে থাকি। সে ক্ষেত্রে আমার মূলধন যদি 100 ডলার হয়ে থাকে তাহলে আমি 0.20 লটের ট্রেড ওপেন করে থাকি। মার্কেট ট্রেড এর বিপরীতে চলে গেলেও আমি আর কোন ট্রেড ওপেন করি না।
আমি ফরেক্স মার্কেটে যেহেতু একজন নতুন সদস্য তাই এখনো ট্রেড শুরু করতে পারিনি। তবে আমি যতটুকু শুনেছি বা যারা অভিজ্ঞ দক্ষ আছে সফল ট্রেডার তাদের কাছ থেকে জেনেছি তারা প্রায় 10 থেকে ৩০ টা ট্রেড করে থাকে। একজন ট্রেডার দিনে কতগুলো ট্রেড করবে সেটা নির্ভর করে তার মূলধন এবং তার এনালাইসিসের উপর। যেহেতু ট্রেড করলেই আপনি লাভ করবেন বিষয়টা এরকম নয় লস করার সম্ভাবনা থাকে তাই অনেক হিসাব-নিকাশ করে তারপরে আপনাকে ট্রেড করতে হবে।
আমি প্রতিদিন ৫ থেকে ৬ টা ট্রেড করে থাকি কারন কয়েকটা পেয়ার এনালাইসিস করার পরই ট্রেডই নিয়ে থাকি। তবে ট্রেডে রিস্ক টা একটু কম নিয়ে থাকি এক সেন্টের এন্ট্রিগুলোই বেশি নিয়ে থাকি। এতে করে সব পেয়ারে লস হবার সম্ভাবনা থাকে না আর থাকলেও এভারেজে আমার প্রফিটই থাকি এবং রিস্ক যেহেতু কম নেই তাতে লাভ লসটাও কম হয়ে থাকে।
দৈনিক কতগুলি ট্রেড করে থাকি এটা নির্ভর করে থাকে আমি যে পেয়ারে ট্রেড করে থাকি সেই পেয়ারের গতি বিধির উপর। কারন মার্কেট যদি নড়াচড়া না করে তাহলে ট্রেড করা যাই না। তাই মার্কেট যত বেশি মোভ করতে থাকে তত বেশি ট্রেড নেওয়ার সুযোগ সৃষ্টি হয়। তবে এ্যানালিসিস করে দিনে ১টি ট্রেড নিয়ে প্রফিট করতে পারলেই সেটাই আসল কথা। অযথা বেশি ট্রেড নিয়ে যদি লস হয় তাহলে দিনে বেশি ট্রেড নেওয়া ঠিক নয়। তবে যদি আপনি বেশি ট্রেড নিয়ে প্রফিট করতে পারবেন তবে সেটা ভিন্ন কথা।
আমি আসলে দিনে নয় সপ্তাহে একটা দুইটা বা সর্বোচ্চ তিনটা ট্রেড করি। কেননা আমি প্রথম থেকেই এখানে লং টাইম ট্রেড করে আসছি। আবার এমনও হয়েছে সপ্তাহে একটাও ট্রেড করা হয়নি। তবে এখানে যারা স্কালপিং করেন তারা দিনের প্রায় সময়ই ট্রেড করে থাকেন। আর এটা তার ট্রেডিং দক্ষতার উপর নির্ভর করবে সে দিনে কতগুলো ট্রেড করবে। তবে আমি এটুকু বলতে পারি সেটা হলো ফরেক্স ট্রেডিং এ দক্ষ ও না হয়ে স্কালপিং না করাই উত্তম। কেননা স্কালপিং করতে গেলে অনেক সময় একাউন্ট জিরো হওয়ার ঝুঁকি থাকে। তাই এটা শুধু অভিজ্ঞ ও দক্ষ ট্রেডারের জন্যই উত্তম। ধন্যবাদ
মাকের্টের অবস্থা দেখে তার পরিপ্রেক্ষিততে আমি ট্রেড ওপেন করি সাধারণত।তখন ১০বা ৭টা ও ট্রেড করি। আর এটা সম্পূর্ণ নির্ভর করে মাকের্ট এনালাইসিস করার পর।মাকেটে এনালাইসিস করে ভেবে চিন্তা করে তারপর ট্রেড ওপেন করা