১:১০০০ লিভারেজ ভালো না খারাপ
অনেক নতুন ট্রেডার আছে যারা লিভারেজ বুঝে না । এবং তারা অধিক পরিমানে লিভারেজ ব্যবহার করে । কিন্তু আপনি লিভারেজ যতো বেশি পরিমানে ব্যবহার করবেন , আপনার ট্রেড এর রিস্ক ততোই বৃদ্ধি পাবে । তাই চেষ্টা করুন কম লিভারেজ নিয়ে ট্রেড করা । কারন ফরেক্স এ মুনাফার চেয়ে নিজের অ্যাকাউন্ট সেভ করা অধিক গুরুত্বপূর্ণ ।
১:১০০০ লিভারেজ খুবই ঝুঁকিপূর্ণ।
ফরেক্স ট্রেডিং একাউন্ট এর জন্য লিভারেজ খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি ভুল করে লিভারেজ ১:১০০০ নিয়ে থাকেন তবে তার ট্রেডিং একাউন্ট খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে।লিভারের মূলত কোন ট্রেডার যে পরিমাণ ইনভেস্ট করে থাকেন সেই পরিমাণ অর্থের বিপরীতে মার্কেট থেকে কি পরিমান লোন বা অতিরিক্ত টাকার ট্রেড করতে পারবে তার পরিমাণ কে বোঝায়। কেউ যদি অতিরিক্ত লিভারেজ নেয় তবে ট্রেডিং ক্ষতিতে পড়লে তার ব্যালেন্স খুব সহজেই শূন্য হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যারা ফরেক্স ফোরাম এর বিপরীতে বোনাস অ্যামাউন্ট দ্বারা ট্রেড করে থাকেন তাদের জন্য ১:৫০ লিভারেজ খুবই সুবিধাজনক। কারণ এই লিভারেজ নিয়ে যে কোন ট্রেডার সর্বোচ্চ ০.১০ লটে ট্রেড করে প্রফিট অর্জন করতে পারে, যাতে অ্যাকাউন্ট খুবই সুরক্ষিত থাকে এবং ব্যালেন্স শূন্য হওয়ার সম্ভাবনাও খুব কম। অপরপক্ষে কেউ যদি ১:১০০০ লিভারেজ নিয়ে থাকে তবে সে সর্বোচ্চ ১০.০ লটে ট্রেড করতে পারে যা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হলে খুব সহজেই ব্যালান্স শূন্য হওয়ার পাশাপাশি ফরেক্স থেকে নিজের অস্তিত্ব পর্যন্ত বিলীন করে দিতে সক্ষম। এজন্য যেকোনো ট্রেডারের মানি ম্যানেজমেন্টের জন্য সঠিকভাবে লিভারেজ নির্ধারণ করা অপরিহার্য।