ট্রেডিং জগতে তারাই সবচেয়ে বোকা এবং সরল যারা স্টপ লস ব্যবহার করে না। আপনি কখনই স্টপ লস ছাড়া লাভ করতে পারবেন না। এবং এটি প্রধান দায়িত্ব একজন ফরেক্স ট্রেডারের। আপনি হয়তো টেক প্রফিট ব্যবহার করেন । তাই যা টেক প্রফিট ব্যবহার করেন তার অর্ধেক স্টপ লস রাখুন এতে আপনার অ্যাকউন্ট সেফ থাকবে।