ফরেক্স কি কোন ধরনের গেইম!
নিঃসন্ধেহে ফরেক্স ভালো আয়ের পথ ফরেক্স থেকে আয় করা যায় কিন্তু খুব সহজ নয় আর এটা সবার জন্য নয় । বিজনেস মেন্টালিটিঃ প্রথমেই বলি ফরেক্স একটি ব্যাবসা কোন জব না ব্যাবসা পেশার মধ্যে সবচেয়ে কঠিন জিনিস আপনার বিজনেস মেন্টালিটি না থাকলে ব্যাবসা করে অভিজ্ঞতা না থাকলে ফরেক্স এ আশবেন না সময় অর্থ দুই ই হারাবেন ।
ফরেক্স কি কোন ধরনের গেইম ?
আমার মতে ফরেক্স কোন গেইম না ।ফরেক্স হল একটি আন্তর্জাতিক ও অনলাইন ব্যবসা ।বিশ্বের সবচেয়ে মুদ্রা বেচাকেনার মার্কেট হল ফরেক্স ।তাই ফরেক্স কোন গেইম নয় বরং এটা একটা ব্যবসা ।
ফরেক্স ট্রেডিং কোন গেইম নয় বরং আন্তর্জাতিক মুদ্রা বাজার।
ফরেক্স মার্কেটপ্লেস সম্পর্কে বিভিন্ন নতুন মেম্বারদের অল্প ধারণা থাকায় তারা ফরেক্স ট্রেডিংকে গেইম মনে করে থাকে। এবং এর ফলশ্রুতিতে তারা কম অভিজ্ঞতার দরুন প্রফিট অর্জনের পরিবর্তে ক্ষতির সম্মুখীন হয়। কারণ ফরেক্স মার্কেট প্লেসে ট্রেডিং করে প্রফিট অর্জনের জন্য প্রত্যেক ট্রেডার কে যথাযথ সময় ব্যয় করে পরিপূর্ণ ভাবে ট্রেডিং স্ট্রাটেজি অর্জন করতে হয়। মূলত গেম খেলা যে কোন ব্যক্তি সময় এর পরিবর্তনে শিখতে পারে।কিন্তু প্রকৃত ব্যবসা শেখার জন্য অবশ্যই প্রতিটি ট্রেডারকে নিজের সময়, অর্থ এবং অভিজ্ঞতা, যোগ্যতা ও বুদ্ধিমত্তাকে ও কাজে লাগাতে হয়।
ফরেক্স কি কোন ধরনের গেইম না :-
ফরেক্স কি কোন ধরনের গেইম না পৃথিবীর সেরা বিজনেস প্লাটফর্ম। এটা গেমের সাথে তুলনা করা মানে ভাল কোন কিছুকে খারাপ কিছুর সাথে তুলনা করা। নিশ্চিতরূপে এটাকে গেমের সাথে তুলনা করা অনুচিত।