আমি চাচ্ছি দশ জনের একটা গ্রুপ করতে যারা বিভিন্ন এনালাইসিস একজন আরেক জনের সাথে শেয়ার করবে এবং একজন আরেকজনকে সাহায্য করবে। যদি সম্ভব হয় সবাই মিলে একটা কমন ফান্ড এর একাউন্টও থাকবে যেখানে এক মাস করে সবাই ট্রেড করবে। প্রফিট বছর শেষে ইভেন ভাবে ভাগ করে নিবে। আমার মনে হয় এমন একটা উদ্যোগ খারাপ নাও হতে পারে।