আপনি কি কখনও মোবাইলে ট্রেড ওপেন বা ক্লোজ করেছেন। অর্থ্যাৎ* আপনি কি মোবাইলের মাধ্যমে ট্রেডিং করেছেন..? মোবাইলের মাধ্যমে ট্রেডিং করা একটু কষ্টসাধ্য , আমি গত সপ্তাহে মোবাইলেই সব ট্রেডি করেছি। গত সপ্তাহে মোট ৫ টি ট্রেড করেছি। কিন্তু আমার মতে মোবাইলের চেয়ে কম্পিউটার এবং ডেস্কটপ কম্পিউটার অনেক ভালো এবং ইউজার ফ্রেন্ডলি। তাই যদি মোবাইলে কখনও ট্রেড করে থাকেন , তাহলে জানান।