আমি ট্রেডার হতে চাই! কিভাবে হতে পারি? কত দিন সময় দিতে হবে? কত টাকা ইনকাম হতে পারে? কত টাকা ইনভেস্ট করতে হবে? লস হবার সম্ভাবনা নেই তো?
আমাদের হাজারটা প্রশ্ন থাকে। আবার আমরা খুব দ্রুত ইনকামও চাই। আবার রিটার্ন ও চাই কম বেশি শতভাগ।
আমার সাজেশন হল - শিখেন, সময় দেন, অল্প প্রফিটের আশা করেন, টাইম ইনভেস্ট করেন, এক রাতে বড়লোক হবার স্বপ্ন দেখা বাদ দেন, লং টার্ম গোল সেট করেন- আশা করি সফল আপনিই হবেন। অবশ্যই লেগে থাকতে হবে।