নতুন ট্রেডারা অ্যাকাউন্ট টিকিয়ে রাখার ওপ
পরিসংখ্যান বলে ৯৫% নতুন ট্রেডার তাদের প্রথম ডিপোজিটটি ফরেক্সে লস করে। এর মূল কারণ এটা নয় যে তারা মার্কেট অ্যানালাইসিস করতে পারে না। এর আসল কারণ হল তারা কিছু ছোট ছোট ভুল করে। এবং আপনি যদি মনে করেন আপনি সেই ৯৫% দের মধ্যে না থেকে ৫% সফল ট্রেডারদের মধ্যে থাকতে চান, তবে ফরেক্স লাইফের প্রথমদিকেই বেশি প্রফিট করার দিকে মনযোগ না দিয়ে আপনার অ্যাকাউন্ট টিকিয়ে রাখার ওপর মনোনিবেশ করুন। কারণ আপনি যদি টিকে থাকতেই না পারেন, প্রফিট কিভাবে করবেন?
নতুন ট্রেডার একাউন্ট টিকিয়ে রাখারওপর
ফরেক্সে অনেকেই ট্রেড করে থাকে কিন্তু সবাই এতে লাভ করতে পারে না ।ফরেক্সে প্রায় ৯৫% মানুষ লস করে ।কারন এরা ফরেক্সে দক্ষ না হয়ে ট্রেড করে ।নতুনদের একাউন্ট টিকিয়ে রাখতে হলে তাদের ফরেক্সের নিয়ম মেনে ট্রেড করতে হবে । এবং অতিরিক্ত ট্রেড হতে বিরত থাকতে হবে লোভ কে পরিত্যাগ করতে হবে ।
নতুন ট্রেডাররা অ্যাকাউন্ট টিকিয়ে রাখতে পারবেন।
অবশ্যই নতুন ট্রেডার গণ ট্রেডিং এ অংশগ্রহণ করার পূর্বে অভিজ্ঞ ও সফল ট্রেডারদের মতামত নিয়ে ট্রেড ওপেন করতে পারেন। তবে অবশ্যই নতুন মেম্বার দের কিছু কিছু বিষয় লক্ষ্য রেখে ট্রেডিং করা ভালো। যেমন:
১. অতিরিক্ত ট্রেড না করা,
২. হাই রিস্ক নিয়ে বড় লটে ট্রেড না করা,
৩. অবশ্যই খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেডিংয়ে এন্ট্রি করা,
৪. হতাশ না হওয়া,
৫. অতিরিক্ত লোভ না করা,
৬. সঠিক মানি ম্যানেজমেন্ট এর মাধ্যমে টেক প্রফিট ও স্টপ লস সীমা নির্ধারণ করা।
৭. ধৈর্য ও ট্রেডিং স্ট্রাটেজি কে কাজে লাগিয়ে ট্রেডিং এর শেষ পর্যন্ত থাকা।