-
সফল হতে হলে!
আপনার বেশ কিছু ব্যালান্স আছে ডিপোজিট করার মত, মোটামুটি চলনসই একটা স্ট্রাটেজি দাড় করিয়েছেন ট্রেড করার মত করে, হাতে সময় ও আছে এবং সব শেষে লস করার মত সাহসও আছে। আপনি সফল হতে পারবেন? এত সহজ সফলতা?
সফল হতে হলে বিশেষ কিছু যোগ্যতা লাগে যা আগেই নিজের ভেতর তৈরী করতে হয়। আপনি নিজের ভেতর সেই গুণ গুলো তৈরী করুন। সফলতা নিজে নিজেই আপনার পায়ে এসে ধরা দিবে।
১। নিজের গোল সেট করুন।
২। যে কোন মুল্যে এটাকে এচিভ করুন।
৩। নিজের মুল্য দিতে শিখুন।
৪। নিজের মুল্য সময়ের সাথে সাথে বৃদ্ধি করুন।
৫। অযথা সময় নষ্ট করবেন না।
বাকীগুলো আসছে----------------------
-
শুধু ফরেক্স মার্কেটেই নয় জীবনের প্রত্যেক ক্ষেত্রে সফলতার জন্য যা অনুসরণ করা উচিৎঃ- ১#ডিসিপ্লিন বা সংশ্লিষ্ট নিয়ম শৃঙ্খলা মেনে চলা৷ ২#ধৈর্য্য,দৃঢ়তা ও একাগ্রতর সাথে এগিয়ে চলা৷৩#নিজের অভ্যন্তরীন রিপুগুলোর প্রতি বিশেষ সতর্ক থাকা৷৪#ভালো ভাবে শিক্ষাগ্রহণ করা৷ ৫#দীর্ঘদিন নিয়মিত প্র্যাকটিস করে করে দক্ষতা অর্জন করা৷৬#নিজের আত্নবিশ্বাসকে মজবুত করা৷৭#প্রত্যেক কাজেই বা ব্যবসায় লাভ/লস পাশাপাশি থাকে-সেগুলোকে স্বাভাবিকভাবেই মেনে চলা৷৮#নিজের আবেগকে নিয়ন্ত্রন করে নিজের বিবেককে জাগ্রত করে কাজ করে যাওয়া৷৯#হেরে যাওয়ার মানে সবকিছু শেষ নয়৷১০#প্রত্যেক ব্যর্থতার পেছনে সফলতার সোপান লুকিয়ে থাকে৷১১#প্রত্যেকটি ভুল থেকে শিক্ষা গ্রহণ করা উচিত৷১২#প্রত্যেক কাজে নিজেকে দক্ষতার সাথে অভ্যস্ত করে নিতে হবে৷বাকীগুলো আসছে...
-
ট্রেডিং করার জন্য এত বিশাল কিছু প্রয়োজন নেই। আপনাকে নিয়ম মাফিক কাজ করে যেতে হবে সেটা হয়তো অনেক সময় বরিং লাগতে পারে কিন্তু করে যেতে হবে। আমার মনে হয় যদি কেউ ২ বছর লাগাতার একটি সিস্টেম প্রয়োগ করার জন্য লেগে থাকে তাহলে তার হবে। কারণ তার কাজই তাকে বলে দিবে সে পারবে। আর যদি কোন কাজে মনোযোগ না থাকে সে কখনও পারবে না। সব সময় লক্ষ্য রাখতে হবে শুধু লাভ করার জন্য ট্রেড করলে হবে না আপনাকে সিস্টেমকে ভাল লাগতে হবে। আর আমাদের ব্রেইন সেটাই পছন্দ আমরা যেটা বার বার করি।
-
ভাই এখানে সফল হতে হলে আপনাকে কিছু বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে যেমন- ইমোশোনাল হওয়া যাবে না, সঠিক জ্ঞান ও দক্ষতা অর্জনে সচেষ্ট ভূমিকা রাখতে হবে সার্বক্ষণিক। ধৈর্য মানুষের একট মহৎ* গুণ যেটা আপনোকে এখানে বজায় রেখ চলতে হবে। এছাড়াও ট্রেডিং- এ কোন জায়গায় কোন সমস্যা কিংবা অস্বচ্ছতা থাকলে সেগুলো নিজে নিজে সমাধান করার চেষ্টা করতে হবে। কেননা কষ্ট না করলে ভাই কেষ্ট মেলেনা, সুতরাং আপনার চেষ্টাটা যেন সঠিক প্রসেসে হয় সেদিক অবশ্যই খেয়াল রেখে কাজ করতে হবে।
-
ফরেক্স মার্কেটে সফলতা পেতে চাইলে আপনাকে মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে হবে্।বিশেষ করে মানি ম্যানেজমেন্ট শিখতে হবে।এরপর ধৈর্য সহকারে ট্রেড পরিচালনা করতে হবে তাহলে ফরেক্স মার্কেটে সফল হওয়া সম্ভব।
-
আমার মনে হয় অন্য যা কোন কিছু করে সফল হওয়া ও মনে হয় এত এত কঠিন নয় যতটা না এখানে সফল হওয়া কঠিন । তারপরও লেগে আছি দেখি আমার দ্বারা কিছু হয় কি না। তবে হয়ত বা হবে অথবা হবে না কিন্তু আমি চেষ্টা করেই যাব।
-
ফরেক্স মার্কেটে সফল হতে হলে অবশ্যই আপনাকে মার্কেেটর কলা- কৌশল সম্পর্কে অবগত হতে হবে।ফরেক্সের নীতিমালার প্রতি অবিচল শ্রদ্ধা রেখে কাজ করতে হবে।সর্বপরি অভিজ্ঞতা ও দক্ষতায় নিজেকে পরিপক্ক করতে হবে।তাহলে ফরেক্স মার্কেটে সফলতা লাভ করে প্রফিটের আশা করতে পারেন।
-
ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন ছাড়া কোনমতে সফলতা অর্জন করা সম্ভব নয়। তাই আমাদের যেভাবেই হোক ফরেক্স সম্পর্কে ভাল অভিজ্ঞতা অর্জন করতেই হবে। তার জন্য যত সময় ব্যায়হোক না কেন ব্যায় করতে হবে। বিভিন্ন ইন্ডিকেটর নিয়ে পড়াশোনা করতে হবে এবং যে কোন একটি ইন্ডিকেটর এ অভিজ্ঞ হতে হবে এর সাথে সাথে ফান্ডমেন্টাল এ্যানালিসিস ও করতে হবে। কারন ফান্ডামেন্টাল এ্যানালিসিস একটি মার্কেটকে অনেক বেশি মুভ করতে সাহায্য করে। তাই মার্কেট সম্পর্কে এ্যানালিসিস ও খুবই গুরুপ্তপূর্ণ একটি বিষয় ফরেক্স এ সফলতা অর্জন করতে।
-
ফরেক্স মার্কেটে কিছু নিয়ম কানুন ফলো করে কাজ করতে হয়। এখানে কাজ করার পূর্বশর্ত বা প্রফিট করার পূর্ব শর্ত হলো আপনাকে পরে সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে হবে। ফরেক্স বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে হবে। মার্কেট এনালাইসিস জানতে হবে। মানি ম্যানেজমেন্ট ভালোভাবে বুঝতে হবে। নিউজ বুঝতে হবে। সঠিক এন্ট্রি পয়েন্ট নির্ধারণ করতে হবে। এসব বিষয় লক্ষ্য রাখলে আপনি ভালো কিছু করতে পারবেন আশা করি।
-
ফরেক্সে ব্যাবসা শুরু করা যতটা সহয,ফরেক্স থেকে লাভ করা ততোটাই কঠিন,তবে কিছু কৌশল অবলম্বন করেকাজ করলে ফরেক্স থেকে সফল হোয়া যেতে পারে,তা হল:-
১/ফরেক্স সম্পর্কে ভালভাবে জ্ঞান অর্জন করুন,
২/অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগাকে হবে,
৩/লোভকে নিয়ন্ত্রন করে ট্রেড করতে হবে,
৪/ ধৈর্য সহকারে কাজ করতে হবে,
৫/ইমশোন কে নিয়ন্ত্রন করতে হবে,
৬/ মার্কেট এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট করতে হব,
৭/ছোট ছোট ট্রেডে লট করতে হবে।
-
আমি মনে করি শুধু ফরেক্স নয় যে কোন কাজে সফল হতে হলে প্রথমেই প্রয়োজন সেই কাজ সম্পর্কে ভালো করে দক্ষতা অর্জন করে সেই কাজ করা। তাহলে দেখা যাবে যে সেই কাজে সফলতা পাবেন। আর ফরেক্সে যদি আপনি দক্ষ ও অবিজ্ঞ না হয়ে ট্রেড করেন তাহলে কখনও সফল হতে পারবেন না। তাই আমি মনে করি আমাদের ফরেক্স ট্রেডিং এ সফল হতে হলে অবশ্যই দক্ষ ও অবিজ্ঞ এবং সেই সাথে পরিশ্রমী হয়ে ট্রেড করতে হবে। তাহলেই কেবল আপনি এখানে সফল হতে পারবেন। ধন্যবাদ
-
ফরেক্স মার্কেট এ সফল হওয়া অনেক বেশি কঠিন।ফরেক্স আমরা বাইরে থেকে যতটা সহজ ভাবি তেমনটা না।ফরেক্স শেখা অনেক কঠিন কিন্তু শিখতে পারলে আপনি সফল হতে পারবেন।ফরেক্স সফল হতে হলে কিছু নিয়ম কানুন মেনেই আপনার সফল হতে হবে।ফরেক্স এ সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হল ধৈর্য।আপনার প্রচুর ধৈর্য থাকা লাগবে ফরেক্স শিখতে হলে।কারণ এতে অনেক সময় লাগতে পারে ধৈর্য হারলে চলবে না।আপনার ফরেক্স শেখার জন্য ফরেক্স বাংলা ফোরামে এ নিয়মিত পোস্ট করতে হবে এবং ওখানে যে পোস্টগুলো আছে সেগুলো স্টাডি করতে হবে।মার্কেট এনালাইসিস করা শিখতে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করা শিখতে হবে।স্টপলস এবং টেকপ্রফিট নিয়ে ট্রেড করতে হবে।সবসময় নিউজফীড এ চোখ রাখতে হবে।আর উপরোক্ত বিষয়গুলো আপনি ডেমোতে প্র্যাকটিস করলে সব শিখতে পারবেন।এজন্য ফরেক্স মার্কেট এ সফল হতে হলে আগে ডেমোতে প্র্যাকটিস করে সফল হতে হবে।এভাবে ফরেক্স মার্কেট এ আপনি সফল হতে পারবেন।
-
আমি মনে করি যে সফল হওয়ার একমাত্র চাবিকাঠি হচ্ছে পরিশ্রম এবং ধৈর্য্যশীলতা।পরি ্রম সৌভাগ্যের প্রসূতি এটা আমরা সবাই জানি।জীবনে যে যতো পরিশ্রম করবে সে ততো বেশি উন্নতির দিকে অগ্রসর হবে।ফরেক্সে সফল হতে হলে প্রথমেই যেটা করতে হবে তা হলো লোভ মন থেকে মুছে ফেলতে হবে।ডেমো থেকে শিক্ষা নিয়ে তা রিয়েল ট্রেডের দক্ষতার সাথে প্রয়োগ করতে হবে।ফরেক্স খুবই ভাল একটি ব্যবসা কিন্তু ফরেক্স মার্কেটে টিকে থাকা অনেক কঠিন।তাই সফল হতে হলে ধৈর্য্য সহকারে কাজ করতে হবে।মার্কেটে টিকে থাকতে হলে লোভ বর্জন করতে হবে।ব্যবসা বলতেই লাভ লস হবেই।কাজেই লসের সময় নিজের ইমোশনকে কন্ট্রোলে রাখতে হবে।ফরেক্স করতে যে এনালাইসিসগুলো করা দরকার সেগুলো যথাযথভাবে পালন করতে হবে।নিয়মিত প্রাক্টিস করতে হবে এবং ফরেক্সের খুটিনাটি বিষয়গুলো জানতে হবে।রিস্ক নিয়ে অধিক লটে ট্রেড করা যাবে না।মনে রাখবেন ফরেক্স খুবই ঝুঁকিপূর্ণ একটি ব্যবসা যর একটু ভুল আপনার বহুদিনের সাধনাকে শেষ করে দিতে পারে।সর্বোপরি নিজের প্রতি আত্মবিশ্বাস নিয়ে কাজ করলে আপনি সফল হবেন ইনশাআল্লাহ।
-
ফরেক্সে সফল হতে হলে প্রথমেই ফরেক্স ভালভাবে শিখে দক্ষ হতে হবে। কারণ দক্ষতা ছাড়া ফরেক্স মার্কেটে টিকে থাকা খুবই কঠিন। তাই দক্ষতা অনায়নের জন্য প্রাথমিক দিকে আপনাকে মিনিমাম ছয় মাস ডেমোতে ট্রেড প্রাক্টিস করতে হবে। এরপর ট্রেডিং এর সকল নিয়ম মেনে আপনাকে ট্রেড করতে হবে। যেমন সঠিকেভাবে মার্কেট এনালাইসিস করে তারপর ট্রেড ধরা, মানি ম্যানেজমেন্ট মেনে কম ঝুঁকি নিয়ে ট্রেড ধরা, অল্প মূলধন বিনিয়োগকারীদের একাউন্টের সেফটির জন্য টেক প্রফিটের পাশাপাশি অবশ্যই স্টপ লস ব্যাবহার করা ইত্যাদি। মনে রাখতে হবে প্রত্যেক ট্রেডারদের ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় ধৈর্য্যশীল হতে হবে। কখনো রেগুলার ট্রেড করার জন্য বেশি এক্সাইটেড হওয়া যাবে না। কেবল ট্রেড করার জন্য যখন মার্কেট অনুকূলে ঠিক ও-ই মুহূর্তেই ট্রেড ধরুন। কখনো লোভ করা যাবে না। লস হলে ভেঙে পড়া যাবে না। লস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যাতে ভবিষ্যতে লস না হয়। এইগুলি মেনে চললে আশা করি আপনি সফল হবেন।
-
বেশী করে পরিশ্রম করা
কৌশলগত ভাবে কাজ করা
সৃজনশীল ভাবে ট্রেড করা
অাপডেট সব তথ্য ব্যবহার করা
ধের্য্যশীল হওয়া
নিজের গোল সেট করা
যেকোন মূল্যে সেটাকে এচিভ করুণ
নিজেকে মূল্য দিতে শিখুন
অযথা সময় নষ্ট করবেন না
বেশী করে প্র্যাকটিস করুণ
নিজের জ্ঞানের পরিমাণ বাড়ান
আাবেগ নিয়ণ্তণ করুণ
বিবেককে জাগ্রত করে কাজ করা
সময়কে ভালো করে কাজে লাগানো
আত্ম বিশ্বাসী হওয়া
হেরে যাওয়ায় মানে সবকিছু শেষ না
ভুলথেকে শিক্ষা নেয়া
প্রত্যেক কাজে নিজেকে দক্ষ করে তোলা
পরনির্ভর শীল না হওয়া
-
শুধু ফরেক্স মার্কেটে নয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনাকে সফল হতে হলে কিছু দিক নির্দেশনা মেনে চলতে হবে।
ফরেক্স মার্কেটে সফল হওয়ার জন্য আপনাকে( ১) স্থির চিন্তা ধারা এবং প্রবল ইচ্ছা শক্তির অধিকারী হতে হবে( 2 )কটুর পরিশ্রমী হতে হবে( 3 )প্রতিনিয়ত ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করার ইচ্ছা শক্তি থাকতে হবে ।(4) ট্রেড ওপেন করার পূর্বে যা অবশ্যই সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করে নিতে হবে। (5 )অতিরিক্ত রিক্স নিয়ে ট্রেড করা যাবে না।(5) লোভ থেকে দূরে থাকতে হবে। উপরোক্ত সকল কাজ যদি আপনি সঠিকভাবে করতে পারেন তবে অবশ্যই আপনি ফরেক্স মার্কেটে সফল হতে পারবেন।