আপনি কি দেখে ট্রেড এ এন্ট্রি নেন?
অনেকেই ট্রেড করার জন্য উন্মুখ হয়ে বসে থাকে ( সাধারণত নতুন ট্রেডাররা)। মার্কেট কোন দিকে গেল বা যাবে বা এনালাইসিস কি বলে তা নিয়ে ভাবার কোন সময়ও নেই - খালি ট্রেড নিলেই হল। এক সময় আমিও করেছি। এখন অনেক সংযত হয়ে গেছি। তারপরও মাঝে মধ্যে হুতাশে ভূল করে বসি। আপনি কি করেন একটা ট্রেড এ এন্ট্রি নেবার আগে।
আপনি কি দেখে ট্রেড এ এন্ট্রি নেন?
আমি মার্কেট দেখে ট্রেড ও এন্ট্রি করি আগে মার্কেট দেখি যে মার্কেট কোন দিকে আছে যদি মার্কেট উপর দিকে থাকে তাহলে সেভাবে উপরের *দিকে ট্রেড করি।