কোন টাইম ফেম এ ট্রেড করবো
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য অনেক গুল টাইম ফেম আছে যারা লং টাইম এ ট্রেড করে তারা বড় টাইম এ ট্রেড করে যারা ফরেক্স মার্কেট এ সর্ট টাইম এ ট্রেড বন্ধ করে দেই তারা ফরেক্স মার্কেট এ সর্ট টাইম এ ট্রেড করে থাকে । তবে অনেক ট্রেডার আছে যারা লং টাইম ফেম এ সর্ট ট্রেড করে অনেক লাভ করে থাকে ।
যে যেই টাইমফ্রেমে ট্রেড করাকে সুবিধাজনক মনে করেন।
ফরেক্স মার্কেট প্লেসে বিভিন্ন টাইম ফ্রেমে ট্রেড করে প্রফিট করা যায়। কোন কোন ট্রেডার তাদের ট্রেডিং স্ট্রাটেজি অনুযায়ী শর্ট টাইমফ্রেমে ট্রেড করা কে সুবিধাজনক মনে করেন, আবার কোন কোন ট্রেডার তাদের অভ্যাস অনুযায়ী লং টাইম ফ্রেম এ ট্রেড করাকে সুবিধাজনক মনে করেন। আমি লং টাইম ফ্রেম এ ট্রেড করা সুবিধাজনক মনে করি। কারণ এই টাইম ফ্রেমে মার্কেটের ওঠানামা বা মুদ্রার মান পরিবর্তন খুব ভালো ভাবে এনালাইসিস করা যায়। ফলে সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে সুবিধাজনকভাবে প্রফিট অর্জন করা সম্ভব হয়।তবে প্রতিটি ট্রেডারের অবশ্যই একটি নিজস্ব ট্রেডিং স্ট্রাটেজি থাকে যার উপর ভিত্তি করে তারা লং টাইম ফ্রেম বা শর্ট টাইম ফ্রেম ট্রেড নির্বাচন করেন। এজন্য আমি মনে করি, প্রত্যেকেরই নিজস্ব দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী নিজের জন্য সুবিধাজনক একটি ট্রেডিং স্ট্রাটেজি উন্নয়ন করে প্রফিট করার জন্য ওই স্ট্র্যাটিজিকে অনুসরণ করে সব টাইম বা লং টাইম ট্রেড নির্ধারণ করা গুরুত্বপূর্ণ।