আমাদের অনেক নতুন ট্রেডার আছে যারা মার্কেট এ ইন হবার প্রথম সপ্তাহে একাউন্ট ৫/৬ গুণ করার স্বপ্ন দেখে।খুবই স্বাভাবিক একটা বিষয়। আমি ও এক সময় দেখেছি। দেখে দেখে আজ এই পর্যন্ত এসেছি। এখানে আমি দোষের কিছু দেখি না। এটা হবেই হবে। এক সময় সেও ঠিক হয়ে সঠিক পথে ফিরে আসবে। কিভাবে টার্গেট সেট করব? এই প্রশ্ন আমাদের অনেক ট্রেডারের মনে আসে বা আসতে বাধ্য। আমি একটা থিওরী দেখেছিলাম যে -৩০% প্রফিট করা সেইফ। আপনি আপনারটা সেট করেন।