Originally Posted by
Mamun13
ফরেক্স ট্রেড আমরা কেন করব ? আমার কাছে মনে হয় এটা একটা চমৎকার প্রশ্ন৷এতো এতো চাকরি,ব্যবসা,এতো পেশা,কতো কাজ,অনলাইনে বিভিন্ন ধরনের আউটসোর্সিং কাজ রয়েছে...৷অনলাইনে বিভিন্ন সাইটে আয় রোজগারের অনেক অনেক সুযোগ-সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা কেন ফরেক্স মার্কেটে ব্যবসা করতে আসব ?? আর আমার মত অনেকেই বিভিন্ন ওয়েতে আয়-রোজগার করার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়েছেন৷প্রকৃতপক ষে ফরেক্স মার্কেটে ট্রেড করা তাদের জন্য বেশ সম্ভাবনাময়৷প্রথ ত একটি পিসি এবং নেট কানেকশন হলেই আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য সহজেই সুযোগ পেয়ে যাচ্ছেন৷এই মার্কেটে ট্রেড করতে হলে সারাদিন আপনাকে পিসির সামনে বসে থাকতে হবে না৷অন্যান্য যেকোন কাজ বা পেশার পাশাপাশি এই মার্কেটে আপনি আপনার সুযোগ-সময় এবং ইচ্ছামতো ব্যবসা করার চেষ্টা করতে পারেন৷পরিবারের যে কেউই এই মার্কেটে নির্দিষ্ট সময়ে বসে কিছু কিছু আয় রোজগার করতে পারেন৷এটা অসম্ভব কিছু নয় বরং খুবই সম্ভব৷আর এই মার্কেটে ব্যবসা করার জন্য তেমন কোনো পরিশ্রম করতে হয় না বরং অন্যান্য পেশার তুলনায় এই মার্কেটে ব্যবসা করা বিভিন্ন দিক থেকে সহজ বলা যায়৷