ট্রেড এ লাভ হলে কি করবেন....
আমরা সবাই ফরেক্স ট্রেড করি লাভ করার জন্য। কিন্তু লাভ হলে আমরা কি করি? আরও বেশী রিস্ক নেই পরবর্তী ট্রেড এর জন্য এবং ওভার কনফিডেন্ট হয়ে যাই মনে করি যে, মার্কেট এর সব বিদ্যা শেখা হয়ে গেছে এবং আমরা তখন কোন রকমের মানিম্যানেজমেন্ট এর তোয়াক্কা না করে ট্রেড করা শুরু করি এবং ফলাফল আরও বড় লস। আমাদের যা করা উচিত, লাভ হলে প্রাথমিক ভাবে অন্তত ২৪ ঘন্টা ট্রেড থেকে বিরতি নিতে হবে কারন আপনি যদি তখন মার্কেট সামনে থাকেন তাহলে আপনি আরও বড় লটে ট্রেড করতে চাইবেন। সুতরাং কিছু নিয়ম কানুন আছে যে গুলো আমাদের মেনে চলা উচিত সফলতার জন্য। লাভ হলে বেশী খুশি হওয়ার কিছু নেই কারন পরবর্তীতে লসও হতে পারে সুতরাং সিস্টেম এর দিকে নজর দিন।