Originally Posted by
Mamun13
ফোরামে আমার দীর্ঘদিনের সংযুক্ত ট্রেডিং একাউন্ট - 1558731, এটি ডিজেবল করা হয়েছে কী কারণে বুঝলাম না৷আমি ফোরামে দীর্ঘদিন যাবৎ নিয়মিত একটানা এই একাউন্টে পোষ্টিং বোনাস দিয়ে ট্রেড করে আসছিলাম৷আমার টোটাল প্রফিট হয়েছে ৩৬০০+ ডলার৷এর মধ্যে মাত্র ১১১ ডলার উইথড্রো রিকোয়েষ্ট পাঠাইছিলাম গেল সপ্তাহে৷তাতেই একাউন্ট ডিজেবল ? এখানে আমার দোষটা কী ছিল ? জানতে চেয়েছি ইন্সটাফরেক্সের এন্টিফ্রড ডিপার্টমেন্টে৷ কিন্তু তারা কোনোও ব্যাখ্যা দেয়নি৷আমি আমার জানামতে কোথাও কোনোও শর্তখেলাপ করি নাই৷তাহলে আমার দোষ কী ? এই সমস্যার কোনোও কারণও আমি জানতে পারবো না কেন ? শাস্তি পেলাম অথচ আমার অপরাধ কী ছিল তাও জানতে পারলাম না !!ফোরামেও জানিয়েছি অথচ মডারেটরগনও আমাকে আমার দোষ বলে না৷এই শাস্তি আমি কী ভাবে মেনে নিবো ? আমার একাউন্ট ডিজেবল হওয়ার বিষয়ে জানালে সন্তুষ্ঠ হতে পারতাম৷আমি ফোরামে সকল সদস্যের উদ্দেশ্যে সর্বদাই নিয়মিত প্ররণা দায়ক,বাস্তব সম্মত,উৎসাহপূর্ণ,ত থ্যবহুল ও কার্যকরী পোষ্ট লিখে থাকি৷এই জন্য আমার সুনাম ও সুখ্যাতিও রয়েছে৷অথচ আমার ট্রেডিং একাউন্টই এখন ডিজেবল !! এটাই কী আমার পুরষ্কার !!!