-
ঈদে ভ্রমন
প্রতি ঈদের ছুটিতে বন্ধুরা সবাই মিলে বাংলার রূপবৈচিত্রে ঘুরে ঘুরে সমুদ্র, পাহাড়, নদী, নিদর্শন এবং স্থাপনাসহ আকর্ষণীয় জায়গাগুলো ঘুরে দেখেছি, আর এই ঘুরে বেড়ানোর মজাই অন্য রকম। ঈদে এটা আমার সব থেকে ভাললাগা যা প্রায় বিগত সবগুলোর সবগুলো ঈদের ছুটিতে ঘুরে আসছি। যার মধ্যে সুবিশাল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে শুরু করে সেন্টমার্টিন দ্বীপ, নীলগিড়ি, নীলআচল, সাজেক, বগা লেক, কিওক্রাডং পর্বত, রাঙ্গামাটি, দিনাজপুর রয়েছে। এবার ঈদে যাব সুন্দরবন।
বাংলাদেশের দর্শনীয় স্থান
-
ঈদ মানেই তো আনন্দ।ঈদে ভ্রমন করতে কার না মন চায় ? ছাত্র জীবনে কত ভ্রমন করেছি তার কোন ইয়াত্বা নেই।কিন্ত সংসার জীবনে এসে ব্যবসা, পারিবারিক সমস্যার জন্য ঈ ভ্রমন এখন আমার জীবনে স্বপ্ন আর স্বপ্ন।এখন পরিবার ছেলে মেয়ে নিয়েই আমার ঈদ ভ্রমন।ঈদ মোবারাক।।
-
ঈদ মানেই তো আনন্দ।ঈদে ভ্রমন করতে কার না মন চায় ? ছাত্র জীবনে কত ভ্রমন করেছি তার কোন ইয়াত্বা নেই।কিন্ত সংসার জীবনে এসে ব্যবসা, পারিবারিক সমস্যার জন্য ঈ ভ্রমন এখন আমার জীবনে স্বপ্ন আর স্বপ্ন।এখন পরিবার ছেলে মেয়ে নিয়েই আমার ঈদ ভ্রমন।ঈদ মোবারাক।।
-
রোজার শেষ এ ঈদ একটি খুশির অনুভূতি,ঈদ মানেই আনন্দ,প্রতেক ঈদ এ আমি বাড়ি যাই,আব্বু আম্মু ভাই বোন সকল কে নিয়ে ঈদ এর আনন্দ উপভোগ করি,এবং তাদের নিয়ে ভ্রমণ যাই,এই ঈদে আমরা আমার বড় আপুর বাড়ি সবাই মিলে ভ্রমণ এ যাব,সবাই কে ঈদ মোবারক।
-
এই ঈদে ঢাকা চিড়িয়াখানা ঘুরতে গেলাম। যদিও শুনেছিলাম জাতীয় চিড়িয়াখানা বা ন্যাশনাল জু নাম হতে যাচ্ছে। কিন্তু সাইনবোর্ডে এখনো ঢাকা চিড়িয়াখানা নামটিই লেখা আছে। ঈদে ছুটিতে চিড়িয়াখানায় অনেক ভীড় কম থাকে। তাই ভীড় এড়াতে ঈদে ছুটিকেই বেছে নিলাম। ঢুকেই প্রথম যে অনুভূতি হলো তা হলো সবকিছু ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন। আমি সকাল ১১টার দিকে প্রবেশ করি যদিও তখনো মানুষ তেমনটা আসেনি; কেবল আসা শুরু করেছে। এরই মধ্য চিড়িয়াখানা যেন ধুয়ে মুছে সবকিছু দর্শনার্থীদের জন্য প্রস্তত করে রেখেছে। কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সবার প্রতি মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করলাম।
-
এই ঈদে ঘুরে এলাম হাম হাম ঝর্না। ঈদের পরের দিন রাতে বাসে করে ভোর ৬ টার দিকে শ্রীমঙ্গলে নামি। তারপর একটা সিএনজি নিয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানে কিছুটা সময় কাটাই, এসময় আশেপাশের চা বাগান ও গাছপালা ও পাহারের সমিশ্রনে দেখে চোখ জুরিয়ে যায়। তারপর কলাবনপাড়ায় পৌছে ওখানে থেকে হাম হাম এর উদ্দেশ্যে ট্রেকিং শুরু করি। পৌছাতে ২ থেকে ৩ ঘন্টা সময় লাগে, প্রথমে পরবে চা বাগান পরে পরে একটা পাড়া পরে শুধূ পাহাড়ে উঠা আর নামা আর একটু ঝিরিপথ তার পর দেখা পাবেন হাম হামের। আর হাম হাম ঝর্নার দেখার পর আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে। একি পথে আবার ফিরলাম। দুপুরের খাবার খেয়ে লাউয়াছড়ি জাতীয় উদ্যান গেলাম সেখানে ঘুরে বিকেলে ফিরলাম শ্রীমঙ্গল। বাসে টিকেট করে,বাস দেরিতে তাই শ্রীমঙ্গল ববধ্যভূমি সময় কাটালাম। রাত ১২টার বাসে সায়দাবাদ আসলাম।
-
ঈদে ভ্রমন খুবই আনন্দ দায়ক বিষয় এটা সত্য কিন্ত আমার জীবনে ভ্রমন সেটা সুথুই স্বপ্ন ।আমার জীবন এখন শুধু ব্যস্ততা আর ব্যস্ততা এ থেকে মুক্তি শুধুমাত্র পরপার এ ছাড়া আর কোন পথ খোলা নেই আমার জন্য।
-
সাজেক আমার অনেক পছন্দের একটি জায়গা । গত ঈদে আমি গিয়েছিলাম ।
-
আমার খুব পছন্দের জায়গা হচ্ছে সিলেটের রাতারগুল,ঈদের ছুটিতে ঘুরতে যাওয়ার খুব ইচ্ছা আছে।
-
ঈদে সকলের ইচ্ছা থাকে ভ্রমন করার। ঈদ বছ্ররে ২ বার আসে। ঈদে ভ্রমন করতে অনেকের ইচ্ছা করে আবার অনেকে আছে যারা বাড়ির কাজে ব্যস্ত থাকে তবে আমার মতে ঈদে দুরে ভ্রমন না করে বাড়ির আসে পাশে থাকা পাক্য বা চিড়িয়াখানা ভ্রমন করায় ভালো।
ধন্যবাদ
-
ঈদে আমি আনন্দ করি
ঈদে আমি চট্ট গ্রাম থেকে আমি বাড়ি যায় । আমি বাড়ি গেয়ে আমার বুন্দদের সাথে আনন্দ ভাগ করি । আমার বুন্দদের সাথে আমরা এলা কার সব জাযগা ঘুরে বেড়ায় । আমড়া খুব মজা করি ।
-
ঈদে ভ্রমনঃ ঈদে ভ্রমন হলো অনেক আনন্দের আবার অনেক কষ্টের। ঈদে যদি ট্রেনে যাই তাহলে পা রাখার জায়গা পাওয়া জায়না।আর বাছে কোন ছিট পাওয়া যায় না।মানুষ যে তার পরিবারকে কত ভালোবাসে সেটা ঈদে যারা ভ্রমন করে তারা বেশি বুঝতে পারে।তবে কষ্ট হলেও বাসাই গেলে সব কষ্ট দূর হয়ে যায়।