অস্থির হওয়া যাবে না৷ আমিও তো নিজে ব্যক্তিগতভাবে খুবই সাংঘাতিক অস্থির প্রকৃতির ছিলাম৷ জন্মগতভাবেই যেকোনো কাজেই আমি খুব দ্রুততার সাথে সম্পন্ন করে থাকি এবং আমার মন প্রাণ ছিল অত্যন্ত অস্থির প্রকৃতির৷কিন্তু আশ্চর্য হলেও সত্যি যে ফরেক্স মার্কেটে আসার পর আমি আমার নিজেকে ধীরে ধীরে ধৈর্যশীল রূপে পরিণত করতে পেরেছি৷এজন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে,অনেক লস করতে হয়েছে,নগদ টাকা,অনেক সময় ব্যয় করতে হয়েছে,অনেক ত্যাগ-তিতীক্ষা পার করে আসতে হয়েছে৷আমার এই অধৈর্য্যের কারণে অস্থিরতার কারণে আমি প্রথম দিকে প্রচুর লস করেছি,নিয়মিত একটানা লস করেছি,অসংখ্য বার একাউন্ট জিরো করেছি,কিন্তু সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করেছি৷এখন আর আগের মতো অস্থিরতা আমার মধ্যে কাজ করে না,আগে যেমন মার্কেট দেখলেই অস্থির হয়ে এন্ট্রি করতাম কিন্তু এতদিন পর এখন আর সেই ধরনের অস্থিরতা কাজ করে না ৷খন নিজেকে যথেষ্ট ধৈর্যশীল হিসেবে দেখতে পাই৷