ফরেক্স ট্রেডারদের হতাশায় পড়া যাবে না
সব ট্রেড লসে যেমন ট্রেডাররা হতাশ হয়।
ঠিক চাওয়া মাত্র সব ট্রেডে প্রফিট পেলেও সে পাগল হয়ে যেত।
অতি আত্নবিশ্বাসী হয়ে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতো। ফলাফল লট এবং ওভার ট্রেডে ব্যলেন্স জিরো হয়ে যেতো।
একটু লস - প্রফিট মিলিয়ে ট্রেড করতে পারলেই আসলে ভালো ট্রেডার হওয়া সম্ভব। আপনি কিছু লস হলেও পজিটিভলি গ্রহন করুন। এবং আল্লাহ্*র পর ভরসা করূন। দেখবেন ট্রেডে উন্নতি হবে।
ফরেক্স ট্রেডারদের হতাশায় পড়া যাবে না
ফরেক্স হচ্ছে অনলাইন ও আন্তর্জাতিক ব্যবসা ।যেহেতু ফরেক্স একটি ব্যবসা সেহেতু এখানে লাভ লস উভয় আছে ।তাই ফরেক্স এ ট্রেড করে লস হলে কখনও হতাশ হওয়া যাবে না ।বরং লস হলে তা রিকভারি করার চেষ্টা করতে হবে ।
অবশ্যই ফরেক্স ট্রেডারদের হতাশায় পড়া যাবে না।
ফরেক্স ট্রেডিং যেহেতু একটি ব্যবসা, সেহেতু এর সাথে লাভ ও ক্ষতি দুটোই জড়িত।তাই কোন ট্রেডার লাভের পরিবর্তে কখনো কখনো লস ও করতে পারে। লাভ করলে যেমন আনন্দ হয় তেমনি ক্ষতিতে পড়লে হতাশা গ্রস্থ হওয়াটা স্বাভাবিক।কিন্তু একজন সফল ট্রেডার নিজের লক্ষ্যে পৌঁছাতে সামান্য হতাশাকে অবশ্যই তুচ্ছ মনে করা উচিত।কারণ সে যদি সামান্য হতাশার কারণেই তার বুদ্ধিমত্তা কে হারিয়ে ফেলে তবে পরবর্তী ট্রেড গুলি এর বিরূপ প্রতিক্রিয়া করতে পারে। তখন হতাশার কারণে পরবর্তী ট্রেড গুলিতে ও বিশাল ধরনের ক্ষতি হতে পারে।