সম্মানিত মডিরেটর স্যার আমি বোনাস পোস্টিং ক্যাম্পেইনের নতুন নীতিমালাটি পরেছি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপডেটটি দেয়া হয়েছে গতাকাল সে কারনে আমি কি গত মাসের মানে জানুয়ারি মাসের ফোরাম বোনাস এ মাসে এখনো পাইনি, গত মাসের পোস্টিং বোনাস টা কি এ মাসে দেয়া হবে?
Printable View
সম্মানিত মডিরেটর স্যার আমি বোনাস পোস্টিং ক্যাম্পেইনের নতুন নীতিমালাটি পরেছি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপডেটটি দেয়া হয়েছে গতাকাল সে কারনে আমি কি গত মাসের মানে জানুয়ারি মাসের ফোরাম বোনাস এ মাসে এখনো পাইনি, গত মাসের পোস্টিং বোনাস টা কি এ মাসে দেয়া হবে?
সন্মানিত মডারেটর মহোদয়, আমি গত জানুয়ারী মাসে ফোরামে পোস্ট করার মাধ্যমে যে বোনাস অর্জন করতে সক্ষম হয়েছি তা এখনো আমি আমার ইন্সটা ফরেক্স অ্যাকাউন্টে পাইনি সচারাচর আমরা মাসের ১১ তারিখের মধ্যে ফোরাম থেকে বোনাস পেয়ে থাকি কিন্তু আমি যতদূর জানি এ মাসে আমার ন্যায় কেউই এখন প্রর্যন্ত ফোরাম থেকে পোস্ট বাবদ কোন বোনাস পাইনি। তাই আপনার নিকট অতি বিনয়ের সাথে জানতে চাই গত মাসের পোস্টিংয়ের বোনাস কি আমি পাব নাকি পাব না? আমার মনে হয় আমার মত অনেকেই এটি জানার অপেক্ষায় রয়েছে। আশা করি এ বিষয়ে আপনার কাছ থেকে সহসা একটি সঠিক জবাব পাব।
অনুগ্রহ করে পোস্টিং ক্যাম্পেইনের বোনাস সম্পর্কিত নীতিমালা-০১(২৫শে সেপ্টেম্বর ২০১৮ তারিখে হালনাগাদ করা) থ্রেড দুটি পুনরায় দেখুন এবং আপনাদের প্রোফাইলের বোনাস ফর পোষ্ট থেকে পরিসংখ্যান দেখুন।
নতুন নীতিমালা ৫.২ অনুসারে গত সপ্তাহের ফলাফলের ভিত্তিতে, বোনাস অংশগ্রহণকারীর সংযুক্ত ট্রেডিং অ্যাকাউন্টে প্রতি সাপ্তাহে বোনাস জমা দেওয়া হবে।
আপনার সহযোগীতার জন্য অবশ্যই আপনার ট্রেডিং অ্যকাউন্ট নম্বরটি প্রদান করুন এবং আপনার সমস্যাটির কোন স্ক্রিন শর্ট, error মেসেজ বা সমস্যাটির বিস্তারিত বর্ণনা করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ
গত সপ্তাহ বলতে ফেব্রুয়ারী মাসের শুরু থেকের কথা বলা হয়েছে কিন্তু গত মাসের পোস্টিং বোনাস কবে প্রদান করা হবে? এটা কি সাপ্তাহিক প্রথম বোনাসের সাথে দেওয়া হবে নাকি অন্যভাবে? আর সপ্তাহের বোনাস কি বার থেকে কি বার পর্যন্ত গণনা করা হবে এবং সেটা কি বারে প্রদান করা হবে?
আলহামদুলিল্লাহ, আমি প্রতি মাসে পাচ্ছি, কোনো কোনো মাসে কম আবার কনো কনো মাসে বেশি। তবে পাওয়া নিশ্চিত। জানুয়ারর পেয়েছি ৪৮ ডলার এর মতো আর ডিসেম্বর এর পাইছি ১০০ ডলার। তাই ফোরাম পোস্ট করে জান বোনাস নিয়ে চিন্তা করবেন না।
আমি ফোরামে আছি দীর্ঘদিন ধরে তাই ফোরামের সকল নতুন সদস্যদের কে বলতে চাই বোনাস নিয়ে কোন প্রকার টেনশন না করে তথ্যবহুল পোষ্ট করার জন্য বিশেষভাবে অনুরোধ করতি কারন আপনি যখনই তথ্য বহুল পোষ্ট করবেন তখনই ভাল বোনাস পাবেন আর বোনাস নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন ফোরামের বোনাস কোন কোন মাসে দেরি হলেও এমন কোন মাস যাইনি যে মাসে বোনাস প্রদান করা হয়নী। তাই এই বিষয়ে কোন চিন্তা না করে পোষ্ট ভাল করার জন্য অনুরোধ জানাচ্ছি।
আমাদেরকে সাপ্তাহিকভাবে বোনাস দেওয়ার কথা ছিল এটা কবে থেকে কার্যকর হবে কেউ কি বলতে পারবেন?
আমি নিম্নের বিষয় সম্পর্কে ঠিকমত বুঝি নাই
গত সপ্তাহের ট্রেডের ফলাফল ভিত্তিতে নাকি অন্য কিছু বোঝানো হয়েছে?Quote:
নতুন নীতিমালা ৫.২ অনুসারে গত সপ্তাহের ফলাফলের ভিত্তিতে, বোনাস অংশগ্রহণকারীর সংযুক্ত ট্রেডিং অ্যাকাউন্টে প্রতি সাপ্তাহে বোনাস জমা দেওয়া হবে।
এই ফোরামের নতুন রুল অনুযায়ী বোনাস প্রতি সপ্তাহে যোগ হয়ে যায়। তার মানে আপনি গত সপ্তাহের পোস্টিং বোনাস তার পরে সপ্তাহে পেয়েছে যাবেন। আর ফোরামের বোনাসের তিনটি অংশ আছে একটি হল,
১। প্পোস্টের জন্য বোনাস
২। লাইকের জন্য বোনাস
৩। রেফারেল এর জন্য বোনাস
এই তিনটি বোনাস আলাদা আলাদা ভাবে ট্রেডিং অ্যাকাউন্টে যুক্ত হয় যা ট্রেডিং প্লাটফর্ম থেকে দেখা যায়। অনুগ্রহ করে প্লাটফর্মে লগইন করে সর্বশেষ বোনাস কোন তারিখে ডুকেছিল তা চেক করুন। আর যদি বোনাস আসে তাহলে মডারেটর এর সাথে যোগাযোগ করুন।
আমি অনেক পোষ্ট করেছি কিন্তুু টাকাও পেয়েছি। কিন্তুু দুই দিন ধরে এখুন পযন্ত ৮ টি পোষ্ট থেকে কোন টাকা আয় করতে পরছিনা কেন।আমি কি ভাবে পোষ্ট করলে টাকা পাব।কেন আমি পোষ্টের জন্য টাকা পাচ্ছিনা আমার মাথাই কাজ করছে না।আমি এখুন কি করব।
আপনি যে পোষ্ট করেছেন সেটার জন্য এখনি আপনি কোন বোনাস পাবেন না, আপনার অবতারের নীচের সংখ্যাটি সঞ্চিত বোনাস শূন্য দেখাবে। এজন্য আপনাকে মাস শেষে বোনাস পরিসংখ্যান দেখতে হবে আর এটাই আপনার অ্যকাউন্টে যোগ করা হয়ে।
মুলত সম্প্রতি প্রাপ্ত বোনাস তহবিলের পরিমান লাইক পরিসংখ্যানের জালিয়তি প্রতিরোধের জন্য দেখানো হয় না।
চিন্তা করার কোন কারন নাই। জানুয়ারি মাসের পোস্টিং বোনাস এখনো প্রদান করা হয় নাই। তবে খুব শিগ্রই প্রদান করা হবে। আপনি নিশ্চিন্তে ফোরামের সাথে সংযুক্ত থাকুন।আমি ফোরামে আছি দীর্ঘদিন ধরে তাই ফোরামের সকল নতুন সদস্যদের কে বলতে চাই বোনাস নিয়ে কোন প্রকার টেনশন না করে তথ্যবহুল পোষ্ট করার জন্য বিশেষভাবে অনুরোধ করতি কারন আপনি যখনই তথ্য বহুল পোষ্ট করবেন তখনই ভাল বোনাস পাবেন আর বোনাস নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন ফোরামের বোনাস কোন কোন মাসে দেরি হলেও এমন কোন মাস যাইনি যে মাসে বোনাস প্রদান করা হয়নী। তাই এই বিষয়ে কোন চিন্তা না করে পোষ্ট ভাল করার জন্য অনুরোধ জানাচ্ছি।