ট্রেডিং কি ভাবে শুরু করব।
Printable View
ট্রেডিং কি ভাবে শুরু করব।
প্রথমে আপনার ট্রেডিং একাউন্টে টাকা জমা করুন । এবং ট্রেডের জন্য একটি প্লাটফর্ম নির্বাচন করুন তারপর ট্রেড শুরু করুন ।
একাউন্ট না থাকলে ভাল ব্রোকারে একটি একাঊন্ট ওপেন করুন ।
ট্রেডিং কিভাবে শুরু করবেন? প্রথমে ছয় মাস ডেমোতে ট্রেড করবেন। তারপর লাইফ ট্রেড করবেন। যেকোন একটি ব্রোকারে একটি লাইভ একাউন্ড খোলে আরাছে ট্রেড করা শুরু করবেন।
আচ্ছা আমি কি এখান থেকে Post for bonus এর টাকা দিয়ে ট্রেড করতে পারব?এবং সেই টাকা উত্তোলন করতে পারব?
আপনার যেভাবে ইসসা শুরু করেন আপনার যদি কোন সাহায্য লাগে বলবেন এই ফরামে প্রস্নের মাধ্যমে ।
এতে অন্যকে যেমন সাহায্য করবেন আপনিও লাভবান হবেন ।
আপনি ট্রেড করা শুরু করবেন? আমার আপনার কাছে প্রশ্ন, আপনি কি ভালভাবে ট্রেড করা শিখেছেন? যদি উত্তর না হয়। তাহলে আগে ডেমোতে ভাল ভাবে প্রাকটিচ করেন। ওখানে ভাল করলেই কেবল রিয়ালে যাবেন। টাকা আপনার, বুঝে-শুনে ব্যয় করবেন। ভাল লাগলে Thanks দিতে ভুলবেন না কিন্তু।
সর্বনিম্ন কত টাকা মুলধন নিয়ে ট্রেড শুরু করা যাবে? কি ভাবে আমি লাইভ একাউন্টে টাকা ডিপজিট করব?
প্রথমে আপনাকে ফরেক্স সম্পর্কে ভাল করে শিখতে হবে । প্র্যাক্টিকালি শিখার জন্য ডেমো ট্রেড করতে হবে । যত দিন না আপনি ডেমো ট্রেডিং করে সফল না হতে পারছেন তত দিন করুন । এর পর ভাল একটি ব্রোকার দেখে একটি একাউন্ট খুলন । তার পর ট্রেড করতে পারবেন ।
নিরানব্বই ভাগ ব্যর্থতা তাদের জীবনেই আসে, যারা অজুহাত দেখাতে খুবই পারদর্শী।বড় বড় কথা বলাটাই পূর্ণ বয়স্ক হওয়া নয়, আপনি তখনই পূর্ণ বয়স্ক হবেন যখন ছোট ছোট বিষয়গুলো বুঝতে পারবেন।গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার সময় আবেগকে প্রশ্রয় দেয়া উচিৎ না।
নিরানব্বই ভাগ ব্যর্থতা তাদের জীবনেই আসে, যারা অজুহাত দেখাতে খুবই পারদর্শী।বড় বড় কথা বলাটাই পূর্ণ বয়স্ক হওয়া নয়, আপনি তখনই পূর্ণ বয়স্ক হবেন যখন ছোট ছোট বিষয়গুলো বুঝতে পারবেন।গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার সময় আবেগকে প্রশ্রয় দেয়া উচিৎ না।
নতুন ত্রেদাররা তারাতারি লাভের চ্চিন্তা করেই সাধারণত ফরেক্স এ লস করে থাকে, তারা ফরেক্স মার্কেট এর বেসিক টা না শিখে বিভিন্ন ইনডিকেটর এবং রোবট এর পিছনে দৌড়াদৌড়ি করে আর সবচে ভয়ঙ্কর বিষয়টা হল তারা ইনডিকেটর এবং রোবট এর ব্যাবহার টাও ভালমত করে না শিখে মার্কেট এ ট্রেড করে থাকে।
ত্রেদিং সবাই করতে পারে কিন্তু ট্রেডিং করে মার্কেট থেকে প্রফিত সবাই করতে পারেন না। আগে ট্রেড করা শিখুন পরে আসল টাকা ফরেক্স এ ইনভেস্ত করুন।
আপনি যদি ফরেক্স এ নতুন হন তাহলে প্রথমে মেটাট্রেডার ৪ ট্রেডিং প্লাটফর্ম তা ডাউনলোড করে ইনিস্টল করতে হবে তার পর ডেমো একাউন্ট খুলে ফরেক্স ট্রেড শুরু করতে পারেন। তার পর ডেমো অভিজ্ঞ হওয়া পর একটা ভালো ব্রোকারে একাউন্ট অপেন করে ডলার ডিপোজিট করতে হবে তখন থেকে আপনি রিয়েল ট্রেড করতে পারবেন।
আপনার উচিত ফরেক্স নিয়ে আরো লেখা পড়া করা। যখন আপনি ফরেক্স এর মুল ব্যাপার গুলো আয়ত্ত করে নিতে পারবেন তখন বুঝতে পারবেন কি ভাবে ট্রেডিং করবেন।
ফরেক্স ব্যবসা আপনি যদি ট্রেডিং করতে চান তবে আমি মনে করি প্রথম ছয় মাস আগে ডেমো ট্রেড করে ফরেক্স ব্যবসা সম্পর্কে জ্ঞান লাভ করে তার পর আপনি ফরেক্স মার্কেটে ট্রেড শিখে ফরেক্স ট্রেড করতে পারেন। আর আপনি কার সহযোগিতা নিয়ে আপনি ফরেক্স ট্রেড শুরু করতে পারেন।
আমরা ফরেক্স ট্রেডিং করতে হলে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে । যার যত বেশী দক্ষতা রয়েছে সে তত বেশী সফলকাম হতে পেরেছে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ভালোভাবে ট্রেডিং শিখব তাহলেই লাভবান হতে পারব ।
প্রথমে ডেমোতে ট্রেড করবেন। তারপর লাইফ ট্রেড করবেন। যেকোন একটি ব্রোকারে একটি লাইভ একাউন্ড খোলে আরাছে ট্রেড করা শুরু করবেন। আপনি তখনই পূর্ণ বয়স্ক হবেন যখন ছোট ছোট বিষয়গুলো বুঝতে পারবেন।গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার সময় আবেগকে প্রশ্রয় দেয়া উচিৎ না।
না শিখে ফরেক্স একাউন্ট করলে ফরেক্স এ লসের সম্ভাবনা বেশি। তাই প্রথমে আপনাকে ফরেক্স সম্পর্কে ভাল করে শিখতে হবে । প্র্যাক্টিকালি শিখার জন্য ডেমো ট্রেড করতে হবে । যত দিন না আপনি ডেমো ট্রেডিং করে সফল না হতে পারছেন তত দিন করুন । এর পর ভাল একটি ব্রোকার দেখে একটি একাউন্ট খুলন । তার পর ট্রেড করতে পারবেন ।
ফরেক্স সম্পর্কে ভালভাবে পড়পশোনা করতে হবে। জানতে হবে ট্রেডিং কি িএবং তা কিভাবে করকত হয়? আমি ফরেক্স মার্কেটে বায় বা সেল ট্রেড ওপেন করাকেয় ট্রেডিং মনে করি।
ট্রেডিং করে সফলতা পেতে হলে আপনাকে ট্রেডিং এর কৌশল গুলো জানতে হবে। অনেক কৌশল আয়ত করতে হবে। কারন যত কৌশল আয়ত করবেন আপনার ভালো করার সম্ভাবনা তত বাড়বে। কিছু কৌশল থাকবে আপনার নিজস্ব। নিয়মিত নিউজ ফলো অরা, মার্কেট এনালাইসিস করা, সাপোর্ট রেসিসট্যান্সদেখে ট্রেড করা ইত্যাদি ট্রেডিং কৌশল।
ট্রেড শুরু করার আগে আপনাকে ব্রোকার হাউজ পছন্দ করতে হবে। ট্রেডিং সফটওয়্যার মেটাট্রেডার ৪ এর গুরুত্বপূর্ণ টুলসগুলো ভালভাবে শিখতে হবে। তারপর রয়েছে আরো কিছু প্রস্তুতি। কারেন্সি পেয়ার পছন্দ করা। টাইমফ্রেম ঠিক করা।এনালাইসিস করা ট্রেড ওপেন করা।লসের জন্য প্রস্তুত থাকা এবং লাভের জন্য প্রত্যাশা করা।
ফরেক্স মার্কেট এ আপনাকে টেড করতে হলে আপনি আগে একটা ডেমো অ্যাকাউন্ট করুন তার পর ডেমো টেড করুন আর ফরেক্স মার্কেট এ টেড শিখতে থাকুন । ফরেক্স মার্কেট এ টেড করতে হলে আপনাকে ফরেক্স মার্কেট সম্পরকে জানতে হবে আপনি যত ভাল টেড করতে পারবেন তত আপনি ফরেক্স মার্কেট এ লাভ করতে পারবেন । তাই ডেমো টেড অনেক জরুরী ।
যারা আপনার মতো একদম নতুন শিক্ষার্থী তাদের জন্য আমি অধম আমার গত ৪ বছরের তীক্ত অভিজ্ঞতা থেকে একটু একটু করে এখানে ধারাবাহিক পর্ব আকারে ট্রেডিংএর সম্পূর্ণ বেসিক লেসন লিখে দিয়েছি৷আমার এই ধারাবাহিক পর্বগুলো বা লেসনগুলো ধীরে ধীরে মনোযোগের সাথে পড়তে থাকুন৷আশা করি মোটামুটি নতুন অনেক সঠিক,বাস্তব সম্মত ও কার্যকরী কলাকৌশলগুলো জানতে পারবেন,শিখতে পারবেন,বুঝতে পারবেন৷নিশ্চিন্তে ট্রেডিং শুরু করতে পারবেন৷আর কোনোও প্রাসঙ্গিক প্রশ্ন থাকলে অবশ্যই সংশ্লিষ্ট থ্রেডে লিখতে পারেন৷আমি যতটুকু জানি তা বলার চেষ্টা করেছি কারন আমিও গত ৪ বছরে বিভিন্ন ফোরাম থেকেই শিখেছি৷