বাংলা ফরেক্স করে সফল হয়েছেন কারা?
আজ ফেসবুকে প্রবেশ করেই একটা হোম পেজে একটা স্পন্সর পোষ্ট দেখতে পাই, আর সেটা হল এই "বাংলা ফরেক্স " এর।
শুধু "বাংলা ফরেক্স " নামটা দেখেই আমার ভিতর আগ্রহ তৈরি হল, তাই সাথে সাথে একটা একাউন্ট করে ফেললাম আর এটা হল আমার প্রথম পোষ্ট।
অনেকদিন যাবত এরকম একটা সুযোগ এর সন্ধানে ছিলাম যা আজ পেয়ে গেলাম। এতদিন ইংলিশে ফোরাম পোষ্টিং করতে যেয়ে কতকিছুই না ভাবতে হত, আর একটু এদিক ওদিক হলেই ব্যান করে দিত কিন্তু এখন আর সেই চিন্তা নেই। মনের খুশিতে বাংলায় ফোরাম পোষ্টিং করতে পারব।
এখন জানার বিষয় হল বাংলা ফরেক্স থেকে এ পর্যন্ত কারা কারা পেমেন্ট পেয়েছেন আর আমার এই ফোরামে যেই নাম দেয়া আছে ঠিক একই নাম কি আমার ফরেক্স একাউন্টেও থাকা লাগবে নাকি যে কোনো একাউন্টে এই বোনাস দিয়ে ট্রেড করতে পারব? জানালে খুব উপকার হত। আমার ইচ্ছে, গত ৩ বছর ফরেক্স করেও আমি যেই সফলতা অর্জন করতে পারিনি বাংলা ফরেক্স করে সেই সফলতা অর্জন করবই ইনশাআল্লাহ।। সবাইকে ধন্যবাদ এবং ধন্যবাদ তাদেরকে যারা এই সুন্দর উদ্যোগ টি নিয়েছেন।
কিভাবে ফোরাম পোস্ট করতে হয়
আমি এখানে নতুন তাই বুঝতে পারছি ফোরাম পোস্ট কোথায় কিভাবে করতে হয়.কেউ যদি একটু বুঝিয়ে বলতেন.
আগে ভাল ভাবে জানতে চাই, শিখতে চাই
গত কালই ফরামে একাউন্ট অপেন করেছি এখনো ট্রেড করি নি । আগে ভাল ভাবে জানতে চাই, শিখতে চাই । দেখি কে কোথায় কি ভাবে সফল হয়েছেন তারপর ট্রেড করতে শুরু করবো ।
না বুঝে আমি ট্রেড করবো না । আশা করি প্রথমে ডেমো দিয়ে শুরু করবো ।
বোনাস ডলার instaforex account তে add করার উপায়।
আমি আজ নতুন কিছু শিখিলাম। এই বোনাস $$ instaforex real account টি তে নিতে হলে আপনাকে অবশ্যই instaforex account লাইভ অ্যাকাউন্ট খোলার সময় affiliate code' এর শূন্যস্থানে 'portalforum' দিলে আপনার অ্যাকাউন্টটি বোনাস অ্যাকাউন্ট হয়ে যাবে।আর এই অ্যাকাউন্টটি ফরেক্স-বাংলা ফোরামে Attach করতে হবে।:dance: