আমি সাধারনত ট্রেড করার সময় ইন্সটান্ট এক্সিকিউশান সিলেক্ট করি । এ জন্য শুরুতেই আমি লসে থাকি তারপরো লাভ করতে পারি । কিন্তু অনেক সময় লাভ হয় না লসেই ট্রেড ক্লোজ করতে হয় । পরামর্শ দিয়ে সহায়তা করুন ।
Printable View
আমি সাধারনত ট্রেড করার সময় ইন্সটান্ট এক্সিকিউশান সিলেক্ট করি । এ জন্য শুরুতেই আমি লসে থাকি তারপরো লাভ করতে পারি । কিন্তু অনেক সময় লাভ হয় না লসেই ট্রেড ক্লোজ করতে হয় । পরামর্শ দিয়ে সহায়তা করুন ।
ভাই ট্রেড অর্ডার দেওয়ার জন্য দুটি অপশন আছে একটি পেনডিং আর অপরটি ইন্সটান্ট এক্সিকউশন। যদি মার্কেট যেখানে আছে আপনি সেখান হতে ট্রেড নিতে চান তাহলে ইন্সটান্ট এক্সিকিউশন করতে আর যদি আপনি মনে করেন কোন বিশেষ জাইগা হতে ট্রেড নিবেন তাহলে পেনডিং অর্ডার করতে হবে। ধন্যবাদ।
ইন্সট্যান্ট এক্সিকিউশন খারাপ না । তবে যদি আপনার মনে হয়ে থাকে যে মার্কেট একটু নেমে তারপর আবার উঠবে তাহলে পেন্ডিং অপশন টা ব্যবহার করতে পারেন । পেন্ডিং অপশনে যেমন লাভ আছে তেমন লস ও আছে । তাই আমার মতে ইন্সট্যান্ট অপশন টা ব্যবহার করাই ভাল ।
খুব ভাল ইসিএন ব্রোকার ছাড়া ইনস্ট্যান্ট এক্সিকিউশন পাবেন না । আর এসব ব্রোকর এ মিনিমাম ডিপোজিট হাজার ডলার এর উপর । বেশিরভাগ ক্ষেত্রে কোন রকম বোনাস দেয় না । আপনি যদি মোটামুটি মানের ব্রোকরে যেমন ইনস্টাফরেক্স এ ট্রেড করে থাকেন তবে ইনস্টান্ট এক্সিকিউসন পাবেন না । এটা এরকম সব ব্রোকারের ক্ষেতেই সত্য যে যতই কথা বলুক ।
খুব ভাল ব্রোকার হাউজগুলো আপনাকে সেই সুবিধাটা দিয়ে থাকবে। আর এই ইন্সটেন্টা এক্সিকিউশনটা একমাত্র ভাল ব্রোকারগুলো দিয়ে থাকে। আপনি যদি একটি ভাল ব্রোকারে ট্রেড বা ভাল ব্রোকারে একাউন্ট করতে চান তবে আপনাকে কম করে হলেও ১০০০ ডলার পথম ডিপোজিট করতে হবে।
ফরেক্স মার্কেটে দুই ধরনের ট্রেড করা যায় ইনস্টেন্ট ট্রেড ও এক্সিকিউশান ট্রেড করা হয়। আমি মনে করি ফরেক্স মার্কেটে আমাদের কে দুই ধরনের ট্রেড সম্পর্কে ধারনা থাকতে হবে তাহলে নিউজ ট্রেড করতে আমাদের অনেক সহজ এবং ভাল প্রপিট করা যায়।
আমি জানি ট্রেড অর্ডার দেওয়ার জন্য দুটি অপশন আছে একটি পেনডিং আর অপরটি ইন্সটান্ট এক্সিকউশন। যদি মার্কেট যেখানে আছে আপনি সেখান হতে ট্রেড নিতে চান তাহলে ইন্সটান্ট এক্সিকিউশন করতে আর যদি আপনি মনে করেন কোন বিশেষ জাইগা হতে ট্রেড নিবেন তাহলে পেনডিং অর্ডার করতে হবে।
আমি আপনাকে।বলতে চাই নিজে ফরেক্স মার্কেটে এনালাইসিস করে ট্রেডিং করতে পারেন কিন্তু যদি রোবট অনুসরন করে থাকেন তা পরিহার করতে হবে সেখানে এমন একটি সিস্টেম দেওয়া থাকে তা অটোম্যাটিক ভাবে আপনার ট্রেড ওপেন আর ক্লোজ করে দিবে তাতে আপনার লাভ বা লস দুটিই হতে পারে।
স্প্রেডের কারণে ট্রেড কিছুটা লসে ওপেন হয়।ফরেক্স মার্কেটে ইনস্ট্যন্ট এবং পেন্ডিং এদুধরণের অডারের ভূমিকা রয়েছে।যেমন আমি নিজেও পেন্ডিং অর্ডারের মাধ্যমে ট্রেড করে থাকি।তবে যে মাধ্যমই ব্যবহার করেন না কেন আপনি স্প্রেডের হাত থেকে বাঁচবেন না।স্প্রেড থাকবেই।অর্ডারের কাজ হল বাই বা সেল অর্ডার ওপেন করা।
ইনস্টান্ট এক্সিকিউসন পাবেন না । এটা এরকম সব ব্রোকারের ক্ষেতেই সত্য যে যতই কথা বলুক । আপনি স্প্রেডের হাত থেকে বাঁচবেন না । স্প্রেড থাকবেই । অর্ডারের কাজ হল বাই বা সেল অর্ডার ওপেন করা । সফলকাম হতে হলে অবশ্যই আমরা ধৈর্য্যের সহিত থাকার চেষ্টা করব ।
ট্রেড সাথে সাথে নিতে পারেন আবার পেন্ডিং অর্ডার ও দেয়া যেতে পারে। ধরেন মার্কেট প্রচুর মুভ করছে সেই ক্ষেত্রে আপনি ইন্সট্যান্ট ট্রেড নিয়ে নিতে পারেন। আর যখন লং ট্রেড করতে চাইছেন তখন আপনি পেন্ডীং অর্ডার দিয়ে রাখতে পারেন।
আমরাও প্রায় অধিকাংশ ট্রেডার ইন্সট্যান্ট এক্সিকিউশান সিলেক্ট করেই ট্রেডে এন্ট্রী করে থাকি৷আমরাও অনেকেই আপনার মতো লস দিয়ে শুরু করলেও শেষে কিছু কিছু প্রফিটও করি৷তবে লাভ ও লস নির্ভর করবে আপনার/আমার এনালাইসিসের উপর৷এনালাইসিস সঠিক তো প্রফিট আসবেই আর এনালাইসিসে ভূল মানেই লস দিয়ে ট্রেড ক্লোজ করতে হবে৷
মার্কেট প্রচুর মুভ করছে সেই ক্ষেত্রে আপনি ইন্সট্যান্ট ট্রেড নিয়ে নিতে পারেন।আর যখন লং ট্রেড করতে চাইছেন তখন আপনি পেন্ডীং অর্ডার দিয়ে রাখতে পারেন।তবে লাভ ও লস নির্ভর করবে আপনার/আমার এনালাইসিসের উপর৷এনালাইসিস সঠিক তো প্রফিট আসবেই আর এনালাইসিসে ভূল মানেই লস দিয়ে ট্রেড ক্লোজ করতে হবে৷
ইন্সট্যান্ট এক্সিকিউশন
সুবিধা
১। আপনি অর্ডার প্লেস করার সময় আপনার স্টপ লস এবং ট্রেক প্রফিট সেট করতে পারবেন। এর মানে হল যে আপনি "বাই" বা "সেল" অর্ডারটি ক্লিক করার আগে স্টপ লস বা ট্রেক প্রফিট সেট করতে পারবেন।
২। স্ট্র্যাডিডলিং দ্বারা নিউজ ট্রেডিং সম্ভব কারণ আপনি "বাই স্টপ" এবং "সেল স্টপ" স্থাপন করতে পারেন যা সংবাদ প্রকাশের সময়ের কিছু মিনিটে সেট করতে পারবেন।
৩। EA এর মধ্যে স্টপ লস এবং ট্রেক প্রফিট দিয়ে অর্ডার স্থাপন করা যায়
অসুবিধাঃ
১। আপনার অর্ডার এক্সিকিউ হতে কয়েক সেকেন্ডের বিলম্ব হতে পারে।
২। আপনি সরাসরি ব্রোকারের সাথে ডিল করছেন মার্কেটের সাথে নয়।
৩। হাই ভোলাটিলিটি মার্কেট রিকোট Requotes হওয়ার সম্ভবনা থাকে।