আমি অনেক দিন ধরে ডেমো ট্রেড করতেছি কিন্তু এখন ও বুঝলাম না কিভাবে কেন লাভ লস হয় । অন্ধের মত খালি গুতা গুতি করতেছি eur/usd তে আমার ডেমো অ্যাকাউন্ট এর সব ডলার প্রায় গেছে। কেউ কি একটু হেল্প করবেন কিভাবে কেন লাভ লস হয় জানাবেন ??
Printable View
আমি অনেক দিন ধরে ডেমো ট্রেড করতেছি কিন্তু এখন ও বুঝলাম না কিভাবে কেন লাভ লস হয় । অন্ধের মত খালি গুতা গুতি করতেছি eur/usd তে আমার ডেমো অ্যাকাউন্ট এর সব ডলার প্রায় গেছে। কেউ কি একটু হেল্প করবেন কিভাবে কেন লাভ লস হয় জানাবেন ??
আমার একি অবস্থা কীভাবে যে ইম্প্রভ করি। ক কাওকে যদি পেতাম । আমার অনেক কিছু জানার বাকি এখনো ফরেক্সে।
আমি মনে কএরি মুটামুটি না জেনে ত্রেড করে লস করার ছেয়ে ভাল করে জেনে লস করা ভাল। জানি না কতদিন তাহকে হবে ডেমো ফরেক্স ত্রেডিন এ।
আপনি আন্দাজে ট্রেড করা বন্ধ করে আগে ফরেক্স শিখেন । গুগলে সার্চ করলে আপনি অনেক সাইট পাবেন সেখান থেকে আপনি আপনার পছন্দমত একটি সাইট থেকে ফরেক্স শেখা শুরু করুন । ফরেক্স এর বেসিক গুলো আগে ভালো ভাবে শিখে নেন তারপর আপনার অর্জিত জ্ঞান ডেমোতে প্রয়োগ করতে থাকুন । আর য়াপনি ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল দেখেও ফরেক্স শিখতে পারেন ।
ভাই শুধু ডেমো ট্রেড করলেই আপনি ফরেক্স শিখতে পারবেন না । ফরেক্সে কিভাবে লাভ হয় বা কিভাবে লস হয় তা যদি আপনি বনা বুঝে থাকেন তাহলে আমি বলব আমি ফরেক্সের এখনও কিছুই শিখেন নি । তাই আপনার উচিত হবে আপাতত ট্রেড করা বদ্ধ রেখে বা ট্রেড করার পাশা পাশি অন্তত ফরেক্স এর বেসিক বিষোয়গুলো সম্পর্কে ভালো ভাবে ধারনা নেয়া । এর জন্য আপনি যদি গুগল সার্চ করেন তাহলে অনেক বাংলা সাইট পাবেন । আর আপনি সেখান থেকেই ফরেক্সের অনেক কিছু শিখতে পারবেন ।
আমার মনে হয় আপনি ডেমো ট্রেড করা বাদ দিয়ে আপনি ইন্টারনেট থেকে সার্চ করে ফরেক্স সম্পর্কে সব ধরণা অর্জন করে কিছু দিন আবার ডেমো তে প্রেকটিস করেন ।তাহলে আপনি এর সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করতে পারবেন ।
ভাই আপনার জন্য প্রথম কাজ হচ্ছে আপনি আগে ডেমোতে ট্রেড না করে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে জানুন।তারপর আপনি ডেমোতে ট্রেড করুন আশাকরি আপনি ভালোভাবে ট্রেড করতে পারবেন।আপনি যদি ডেমোতে লস করেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এর রিয়েল একাউন্ট এ কিভাবে ট্রেড করবেন।তাই আগে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে জানুন তারপর ডেমো এবং রিয়েল একাউন্ট এ ট্রেড করুন।আসা করি আপনি উপকৃত হতে পারবেন।
ট্রেড করার মাধ্যমে লস বা লাভ হয় তাই আগে ভলোভাবে ট্রেডকরা শিখে তারপর ট্রেড করতে হবে যার মাধ্যমে আপনার লাভ হবে ।
আপনি স্টপ লস দিলে আপনার অ্যাকাউন্ট জিরো হত না। আপনি আগে ফরেক্স ভালভাবে শিখেন। একটা কাজ ভাল করছেন যে আপনি আগে ডেমোতে গেছেন। গুগুলে সার্চ দেন। আপনি ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন।
আসলেই শুধু ডেমো তে ট্রেড করলে কন লাভ হবেনা। আমাদের কে অবশ্যই ফরেক্স সম্পর্কে ভাল ভাবে জানতে হবে। তা না হলে অন্ধকারে লাভের প্রত্যাশা করার মতই এক টা ব্যপার অথচ লাভ কিভাবে হবে সেই পথ টাই চিনলাম না। অরথাত আমাদের কে আগে রাস্তা টা ভাল ভাবে চিনে নিতে হবে যদি ফরেক্স এ ভাল কিছু আশা করি।
ফরেক্স মার্কেটে একটি জিনিস সব সময় মনে রাখতে হয় সেটা হল অনুশীলন । ফরেক্সে প্রথম কাজ হল শুদ্ধ ভাবে অনুশিলন এবং ফরেক্সের নিয়মকানুন , বিষয়বস্তু সম্পর্কে সঠিক তথ্য আয়ত্ত করে নেয়া । এভাবে ফরেক্স সম্পর্কে সম্পূর্ণ ধারণা হলে ডেমু তে বিনে বিনিয়োগে ট্রেড করতে হবে । ট্রেড করার ফলে আপনার লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে তা ভাল ভাবে বুঝে নিতে হবে । এভাবে অনুশীলন এর মধ্য দিয়ে নিজেকে একজন ভাল ট্রেডার হিসেবে দক্ষ করে তুলতে সক্ষম হতে হবে । ধীরে ধীরে রিয়াল একাউন্ট খুলে প্রেয়ারে ট্রেডের মাধ্যমে নিজেকে দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে হবে ।।
আমাদের সবার একই সমস্যা, ফরেক্স সম্পর্কে কোন মাধ্যমে জানতে পারলেই আগে ট্রেড করা শুরু করে দিয়ে থাকি। আসলে আমাদের উচিৎ আগে ফরেক্স কি, কেন এটি হয়, কিভাবে হয়, কোথায় থেকে পরিচালিত হয়, লাভ কেন হয় লস কেন হয় ? এইসব প্রস্নের উত্তর খুজে জানা, এবং এইসব নিয়ে ব্যাপক পড়াশুনা করা। যেদিন মনে হবে আমি এইসব জেনেছি এখন ট্রেড করতে পারবো, তখন ডেমো ট্রেড একাউন্ত খুলে ডেমো ট্রেড শুরু করা। যখন ডেমোতে লস হবে তখন আবার ট্রেড কেন লস হল তা নিয়ে বিশ্লেষণ করা।
আমরা যারা ট্রেডার আছি তারা জানি যে এই মার্কেট খুবই ঝুকি পূর্ণ। তাই এখানে বনিয়োগ করার আগে আপনাকে দক্ষ হয়ে উঠতে হবে নতুবা আম ছালা দুটোই হারানোর সম্ভাটেবনা খুবই বেশি। আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের সিস্টেম এর বাইরে ট্রেড না করা। সব সময় নিজের সিস্টেম ফলো করে ট্রেড করুন আর প্রফিট উপভোগ করুন।
ফরেক্সে কিভাবে লাভ হয় বা কিভাবে লস হয় তা যদি আপনি বনা বুঝে থাকেন তাহলে আমি বলব আমি ফরেক্সের এখনও কিছুই শিখেন নি । তাই আপনার উচিত হবে আপাতত ট্রেড করা বদ্ধ রেখে বা ট্রেড করার পাশা পাশি অন্তত ফরেক্স এর বেসিক বিষোয়গুলো সম্পর্কে ভালো ভাবে ধারনা নেয়া । এর জন্য আপনি যদি গুগল সার্চ করেন তাহলে অনেক বাংলা সাইট পাবেন । আর আপনি সেখান থেকেই ফরেক্সের অনেক কিছু শিখতে পারবেন ।
আমাদের নতুনদের সবার একই সমস্যা । আমরা মার্কেটে এসেই কিছু না জেনে আগে ট্রেড শুরু করে দিই । আমরা মনে করি ফরেক্সে ট্রেড শিখতে পারলেই লাভ করা যায় । আসলে আমরা বোকার স্বর্গে বাস করছি । আমদের উচিৎ ট্রেড শিখার আগে ট্রেড কথায় থেকে পরিচালিত হয়, কেন হয়, কেন মার্কেট উঠানামা করে এক কথায় ফরেক্স কি, তার প্রাথমিক অবস্থা থেকে জানা ।
ফরেক্স মার্কেটে আসার আগে ইন্টারনেট থেকে ফরেক্স সম্পর্কে ভাল করে জানুন, তাপর ছয় মাস ডেমোতে প্রেকটিস করতে হবে, নিউজ ট্রেড সম্পর্কে ভাল করে জানা প্রয়োজন। এনালাইসিস করে ট্রেড করতে হবে।
আপিনি ডেমো ট্রেড করে যাচ্ছেন অনেক দিন ধরে কিন্তু আপনি এটা এখনো শিখতে পারেন নাই। আমি মনে করি আপনার ফরেক্স মার্কেটে আর মনসংযো ভাড়ানো দরকার। লাভ লস কিভাবে হয়আমি যতটুকু জানি যে আপনি যদি একটি আয়টেম বাই দেন আর এটা যদি আপনার কিনা দামের ছেয়ে কমে যায় তাহলে আপিনার লস হবে আর যদি কিনা দামের ছেয়ে বেশি হয় তাহলে লাভ হবে।
স্টপ লসের বিকল্প নেই একসময় স্টপ লস না দেওয়া দেখবেন লস ১০০-২০০ডলার (যদি পযাপ্ত থাকে) শূণ্য হয়ে যাবে। আমার মতে ৬০-৭০ পিপস স্টপ লস দেওয়া উচিত কারণ মার্কেট ১০-১৫ পিপস আপডাউন কওে, আর যদি ৭০-৮০ পিপস নেমে যায় তা উঠা অনেক দিনের ব্যাপার।
ট্রেড ওপেন করার আগে আপনাকে বিভিন্ন ইন্ডিকেটরের ব্যাবহার জানতে হবে। এক এক ধরনের ইন্ডিকেট্র এক এক ধরনের বাজার নির্দেশ করে। যখন বাজার নিচের দিকে নামতে থাকে তখন সেল ট্রেড এবং বাজার যখন উপরের দিকে উঠতে থাকে তখন বাই ট্রেড ওপেন করবেন।
আপনি আসল অযথা সময় নস্ত করছেন এইভাবে । আপনাকে অবশ্যই ফরেক্স সন্মধে ভাল ভাবে জানতে হবে । তারপর না হয় আপনি ডেমোতে ট্রেড করেন। ডেমোতে ত্রে ট্রেড করে দক্ষ হওয়ার পর আপনার তখন উচিত রিয়াল ট্রেড শুরু করা। এইজন্য আপনাকে গুগলে সার্চ দিয়ে দেখতে হবে । অথবা ইউটিউবে দেখতে হবে ফরেক্স শিক্ষার বিষয় গুলু । আর যদি কোন দক্ষ ট্রেডার পান তাহলে তো আরও ভাল।
ভাই শুধু ডেমো ট্রেড করলেই আপনি ফরেক্স শিখতে পারবেন না । ফরেক্সে কিভাবে লাভ হয় বা কিভাবে লস হয় তা যদি আপনি বনা বুঝে থাকেন তাহলে আমি বলব আমি ফরেক্সের এখনও কিছুই জানেন নি । তাই আপনার উচিত হবে আপাতত ট্রেড করার পাশা পাশি অন্তত ফরেক্স এর বেসিক বিষোয়গুলো সম্পর্কে ভালো ভাবে ধারনা নেয়া । আপনি গুগল করতে পারেন।
ফরেক্স ট্রেডিং সম্পূর্ণ সিস্টেম নির্ভর। আপনি যতক্ষণ পর্যন্ত প্রফিট করার সিস্টেম না শিখবেন ততক্ষণ পর্যন্ত ফরেক্স মার্কেটে লস দিতে থাকবেন। এক সময় বিরক্ত কিংবা ক্লান্ত অথবা নিঃস্ব হয়ে মার্কেট থেকে বিদায় নেবেন। আর ফরেক্সের জন্য কিছু দোয়া রেখে যাবেন। যা আমার মুখে আসবে না। দয়া করে এমন ফরেক্স কেহ শিখবেন না। ভাল করে ট্রেড শিখবেন।
লাভ লস হওয়ার বিভিন্ন কারন আছে । মার্কেটে বিভিন্ন কারনে প্রাইস আপ ডাউন করে । এ বিষয়ে জানতে হলে আপনাকে প্রচুর পড়াশুনা করতে হবে । আপনি গুগলে সার্চ দিলে ফরেক্স ট্রেডিং শেখার অনেক ভাল রিসোর্স পাবেন ।
না বুষে ট্রেড করা বন্ধ করে আগে ফরেক্স ট্রেডিং শিখুন । নেট হতে অনেক সাইট পাবেন সেখান থেকে আপনার পছন্দমত একটি সাইট থেকে ফরেক্স শেখা শুরু করুন । ফরেক্স এর বেসিক আগে ভালো মতো শিখে তারপরে অর্জিত জ্ঞান ডেমোতে প্রয়োগ করতে থাকুন । ইউটিউব থেকে ভিডিও টিউটোরিয়াল দেখেও ফরেক্স শিখতে পারেন ।
ফরেক্স মার্কেটের সুবিধার ও লাভের গল্প শুনে অনেকেই এই মার্কেটে ট্রেড করতে আসেন। কিন্তু এই মার্কেটে না জেনে ট্রেড করলে লাভ করা সম্ভব নয় বলে আমি মনে করি। ফরেক্স মার্কেটে যারা নতুন ট্রেডার তাদের উচিত মার্কেট সম্পরকে ভালভাবে জ্ঞান অর্জন করে তারপর ট্রেডিং শুরু করা। ইন্টারনেটের সাহায্যে ফরেক্স বিজনেস শেখা যায়। গুগলে খুজলেই অনেক অনেক সাইট পাওয়া যাবে যেখানে ফরেক্স বিজনেস শেখান হয়।এছাড়া ইউটিউবের সাহায্য নেয়া যেতে পারে।
ডেমো অ্যাকাউন্ট এ অন্ধের মত খালি গুতা গুতি বন্ধ করে ফরেক্স এর উপর পড়া শুরু করে দেন, এই ফোরামের সকল প্রকার পোস্টগুলো ভালো করে পড়ুন, অনলাইন এ বাংলা লেখা ফরেক্স এর এডুকেশন সাইট থেকে বিস্তারিত জানতে, বুঝতে ও শিখতে পারবেন,
ভাই আপনাকে ধৈর্যধারন করতে হবে।আপনাকে ডেমো ট্রেডের পাশাপাশি ফরেক্ বিষয়ে প্রচুর বই পরতে হবে এবং য ট্রেডিং কৌশল গুলো জানতে পারবেন তা ডেমো ট্রেড করার সময় প্রয়োগ করতে হবে।আপনাকে ভালোভাবে মানিম্যানেজ মেন্ট শিখতে হবে এবং প্রতিটি ট্রেড এনাাইসিস করে করতে হবে।
ভাই আপনার উচিৎ হবে আপনি এখন ফরেক্স মার্কেট সম্পর্কে কারো কাছ থেকে শিক্ষা নেয়া।না হয় আপনি আপনার সব পুঁজি হারাবেন।তাই আগে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো ভাবে যেনে শুনে ট্রেড করুন।এতে আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারবেন।ভাই আমার ওঁ আপনার মত এই সমস্যা হত।কিন্তু তারপর আমি আমার এক বড় ভাই থেকে ফরেক্স মার্কেট সম্পর্কে শিক্ষা গ্রহণ করি।তারপর আমি ফরেক্স মার্কেট এ সফল ভাবে ট্রেড করে আয় করতে পেরেছি।
আমার মনে হয় আপনার স্ট্রাটেজিটা তেমন কার্যকরী না।আপনি ডেমোতে আগে একটি ভালমানের স্ট্রাটেজি তৈরী করুন।তারপর আপনি ট্রেড করুন।আর আপনার যদি লস হয় তাহলে লসের কারণগুলো বের করুণ।আমার মতে আপনার হয়তো অজানতে ট্রেডিংগুলো হচ্ছে।তাই আরেকটু ভালভাবে চেষ্টা করুন।
ফরেক্স শিখতে হলে আমরা একে অপরের সহযোগিতাই ফরেক্স শিখতে হবে কারন ফরেক্স মার্কেট সম্পর্কে আপনি অনলাইনে যা শিখেন না কেন কারো মাধ্যমে আপনাকে ফরেক্স সম্পর্কে ভাল করে জানতে হয়। সেই কাজটা কিছুটা ফোরাম করে যাচ্ছে।তাই ফোরামের মাধ্যমে আমরা একে অপর কে সাহায্য করতে পারি।
ফরেক্স মার্কেটে যারা নতুন ট্রেডার তারা পুরাতন দক্ষ ফরেক্স ট্রেডারের কাছে সাহায়্য নিয়ে ভাল করতে পারেন,তাই যদি কিছু না বুঝেন সে সময় যারা বুঝে তাদের সহযোগীতা নিয়ে ভাল ট্রেডার হতে পারা যার,সব ট্রেডার যে সব কিছু জানতে পারে এটা মোটেও ঠিকনা,তাই আমাদের এভাবে করতে হবে।
ফরেক্সের দক্ষতাবান ট্রেডাররা যদি আমাদের ট্রেড করার জন্য সাহায্য করে থঅকে তাহলে অামরা যদি আমাদের লক্ষ্যে পৌছাতে পারি । দক্ষথাবান ট্রেডারের সংস্পর্শে গিয়ে আমাদের এই ফরেক্স ব্যবসা শিখতে হবে তারপর এই ফরেক্স ব্যবসা শিখতে হবে । তাহলেই আমরা সকলেই এই ব্যবসা করে জীবনে উন্নতি করতে পারব । আর সকলকেই এই ট্রেড ব্যবসার যদি অভিজ্ঞতা অর্জন করা না যায় তাহলে কখনোই তারা জীবনে উন্নতি করতে পারবে না ।
ভাই ফরেক্স মার্কেট অতটা সহজ না আপনি যেমনটি ভেবেছিলেন।আপনি ডেমো একাউন্ট খুলে না বুঝে ট্রেড করবেন তাতো হবেনা।আপনাকে ফরেক্স বিষয়ে বিভিন্ন ধরনের বই পরতে হবে।প্রতিটি ট্রেড এনালাইসিস করে করতে হবে এবং সঠিক ভাবে মানিম্যনেজমেন্ট করা শিখতে হবে।
ভাই ফরেক্স মার্কেটে লস হবার ২ টি কারন আছে।এক হল লোভ করা আরেকটা হল মার্কেটে ট্রেড করে ধৈর্যহারিয়ে ফেলা।আপনি যদি মার্কেট এনালাইসিস করে ট্রেড ওপেন না করেন তাহলে আপনাকে লস করতে হবেই।
ফরেক্স এর বেসিক গুলো আগে ভালো ভাবে শিখে নেন তারপর আপনার অর্জিত জ্ঞান ডেমোতে প্রয়োগ করতে থাকুন । ট্রেড করার ফলে আপনার লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে তা ভালো ভাবে বুঝে নিতে হবে । এভাবে অনুশীলন এর মধ্য দিয়ে নিজেকে একজন ভালো ট্রেডার হিসেবে দক্ষ করে তুলতে সক্ষম হতে হবে ।
ফরেক্স ট্রেডিংএর বেসিক কৌশল শিখার জন্য বিভিন্ন ফোরামে স্টাডি করতে পারেন৷ইউটিউব বা বিডি পিপস,বেবি পিপস ইত্যাদি অনলাইন স্কুলেও লেখাপড়া করতে পারেন৷আবার আমাদের এই ফোরামে ধীরে ধীরে ঠান্ডা মাথায় সকল বিষয় গুলো পড়ুন ও মূল লেখাগুলো নোট করে আস্তে আস্তে ডেমো ট্রেডিং এ প্র্যাকটিস শুরু করতে পারেন৷প্রত্যেক ব্রোকারই ডেমো ট্রেডিং এর এই ভার্চুয়াল ব্যালেন্স বিশেষ সুবিধা দিচ্ছেন যেন আপনার নিজের পুজিঁ দিয়ে ট্রেডিং শিখতে না হয়৷তাই ইচ্ছামত ভার্চুয়াল ব্যালেন্স বা পুজিঁ নিয়ে দীর্ঘদিন ১০০ ভাগ রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিতে হবে৷
ফরেক্সে প্রথম কাজ হল শুদ্ধ ভাবে অনুশিলন এবং ফরেক্সের নিয়মকানুন , বিষয়বস্তু সম্পর্কে সঠিক তথ্য আয়ত্ত করে নেয়া ।আপনি আগে ফরেক্স ভালভাবে শিখেন।
অন্ধকারে ডিল মারা বন্ধ করেন আগে। কারন আপনাদের মত কিছু ট্রেডারদের জন্য ফরেক্স এর দূর্নাম। আগে ভাই ফরেক্স শিখুন। শিখে প্রাক্টিস করুন। প্রাক্টিস এর সাথে মিলাই নিন যা যা শিখছেন। এতেও যদি না পারেন ভিডিও দেখুন। সিনিয়রদের হেল্প নিন। তবে আন্দাজে ডিল মারতে যাবেন না। এতে পুরা ফরেক্স এর বদনাম।
কোন দক্ষতা ছাড়া ট্রেড করা কখনও উচিত নয়।ট্রেডিং এর দক্ষতা জ্ঞান এবং কৈৗশলের উপর।জরুরি।ফরেক্স মার্কেটে প্রাইস বাড়বে না কমবে তা মাের্কট এনালাইসিস এর মাধ্যমে বের করা যায়। কোন দক্ষতা ছাড়া বাই সেল জেনেই ট্রেডিং এ আসা উচিত কখনও উচিত নয়।
আপনি যদি ফরেক্স না বুঝে সারাদিন অন্ধের মতো ট্রেড করে যান তাহলে আপনার কোন লাভই হবে না। বরং আপনি আরো লসের সম্মূখীন হয়ে পরবেন। আপনি ধৈর্য সহকারে ফরেক্স শিখুন, ফরেক্স সম্পর্কে জানুন তারপর ট্রেড ওপেন করুন। আর হ্যা, অবশ্যই ডেমো প্রাকটিস করুন। রিয়েল একাউন্টে ভুলেও ট্রেড নিবেন না, যতদিন না আপনি ফরেক্স সম্পর্কে ভালো জানবেন।
ফরেক্স মার্কেট এটা আন্তর্জাতিক মুদ্রা বিনিময়ের বাজার। এখানে ট্রেডিং করতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতেই হবে না হলে আপনি এর কিছুই পারবেন না। এখানে মনের ইচ্ছায় মুদ্রার মান নির্ধারণ হয় না। এখানে সব সময়ই একটি দেশের মুদ্রার বীপরিতে আরেকটি দেশের মুদ্রার মূল্য নির্ধারণ হয়ে থাকে। তাই ফরেক্সে সম্পর্কে বিস্তারিত অভিজ্ঞতা নিয়ে কাজ করলে ভাল ফলাফল আশা করা যায়।