আমরা ফান্ডামেন্টাল এনালাইসিস নিয়ে অনেক কথা জানি কিন্তু আমরা আসলেই জানি না কে এটা কত দরকারি । আপনারা জারা এর কাজ জানেন তারা এর সম্পরকে আমাদের জানান ।
কথা থেকে আমরা এর সম্পরকে ভাল তথ্য পাব ?
কত টুকু প্রভাব ফেলে ?
কেন আমরা এই নিউজ ফলো করব?
ইত্যাদি ।
Printable View
আমরা ফান্ডামেন্টাল এনালাইসিস নিয়ে অনেক কথা জানি কিন্তু আমরা আসলেই জানি না কে এটা কত দরকারি । আপনারা জারা এর কাজ জানেন তারা এর সম্পরকে আমাদের জানান ।
কথা থেকে আমরা এর সম্পরকে ভাল তথ্য পাব ?
কত টুকু প্রভাব ফেলে ?
কেন আমরা এই নিউজ ফলো করব?
ইত্যাদি ।
ফান্ডামেন্টাল এনালাইসিস টা হল কোন দেশের বর্তমান অবস্থার অপর এনালিসিস ।।
কোন দেশের অরথনিতিক অবস্থা সে দেশের কারেন্সির অপরে প্রভাব ফেলে।।
সুধুই যে অরথনইতিক অবস্থা তা না সারবিক অবস্থাই কারেন্সির অপরে প্রভাব ফেলে।।
টেকনিক্যাল এনালাইসিস এর পাশাপাশি আমাদের ফান্ডামেন্টাল এনালাইসিস ও করতে হবে । ফান্ডামেন্টাল এনাল্যসিস বলতে বিভিন্ন দেশের রাজনৈতিক, সামাজিক , ও অর্থনৈতিক অবস্থা কে বোঝায় । আমাদের কে ফান্ডামেন্টাল এনালাইসসি করার জন্য বিভিন নিউজ গুলো নিয়ে এনালাইসিস করতে হবে । একটি নিউজ মার্কেট এ অনেক প্রভাব ফেলে তখন কোন এনালাইসিস এ আর কাজ করে না ।
প্রিয়ো বন্ধু আপনি এটা জানেন যে আমাদের কাছে দুইটা হাতের ই সমান মরজাদা ।। আপনি যেমিন একটি হাতে কাজ করতে অশুবিধা ফিল করবেন তেমনি আপনি ফান্ডা মেন্টাল এনালিসিস ছাড়া ট্রেড করতেও
অশুবিধা ফিল করবেন।। ফরেক্স এ টেকনিকাল এনালাইসিস এবং ফান্ডামেন্টাল এনালাইসিস একটি অন্যটির সাথে পরিপুরক ।।
ফান্ডামেন্টাল এনালাইসসি করার জন্য বিভিন নিউজ গুলো নিয়ে এনালাইসিস করতে হবে। কোন দেশের অরথনিতিক অবস্থা সে দেশের কারেন্সির অপরে প্রভাব ফেলে। তাই সবাইকে ভাল করে এনালাইসসি করে ট্রেড করতে হবে।
ফরক্স করতে হলে দুইটি বিষয় ভাল ভাবে জানতে হয় তা হল ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস। এই দুটি বিষয় যত ভাল জানতে পারবেন, ফরেক্স মার্কেট এ আপনার সফলতা তত বেশি।
বেশ কিছু দিন আগে কোন একটা ওয়েব সাইটে দেখলাম কোন এক বিশেষজ্ঞ লিখেছেন যে, এই সব নিউজ নাকি কিছুই না( ব্যতিক্রম থাকতে পারে) সব কিছুই হল প্রাইস একশান। বিষয় আমাকে যারপর নাই ভাবিত করে রেখেছে। মনে হচ্ছে ফরেক্স ছেড়ে পালাব কারণ বুঝতে পারতেছি না কোন গুরুর কথা ঠিক। কেউ জানলে একটা বলবেন অনেক উপকৃত হব।
ফান্ডামেন্টাল এনালইসিস বলতে আমি বুঝি একটি দেশের সামগ্রিক অথনৈতিক ব্যবস্থা যেটি নিভর করে উক্ত দেশের রাজনৈতিক সামাজিক তথা দেশের সাবিকঅবস্থা উপর । আমাদেরকে এটি জানার জন্য বিভিন্ন নিউজগুলো ভালভাবে পযবেক্ষণ করতে হবে।
ফরেক্স এ ট্রেড করতে হলে অবশ্যই আপনাকে ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল এনালাইসিস করা যানতে হবে। ফান্ডমেন্টাল এনালাইসিস হচ্চে একটি দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা। যা তাদের ঐ দেশের কারেন্সির উপর ব্যাপক প্রভাব ফেলে। কিন্তু এর সাথে টেকনিক্যাল এনালাইমসিস ও ব্যপক ভাবে জড়িত আছে। ফান্ডমেন্টালর গুরুত্বি টেকনিকেল এর চেয়ও গুরুত্বপুর্ন।
ফরেক্স ট্রডিং এ ফান্ডামেন্টাল এনালাইসিস বলেত কোন দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থাকেই বুঝায়। এতে একটি দেশের উৎপাদনশীলতা (কৃষি বা শিল্প), চাকুরির বর্তমান বাজার, রিয়েল এষ্টেট ব্যবসা, জি.ডি.পি, ব্যাংকের সুদের হার সহ নানাবিধ বিষয় বিবেচনা করা হয়। ফান্ডামেন্টাল এনালাইসিস করার জন্য শুধুমাত্র বর্তমান অর্থনৈতিক অবস্থাাই না বরং এর বিগতদিনের অর্থনৈতিক অবস্থাকেও বিবেচনা করা হয়। টেকনিক্যাল এনাল্ইসিসে সাধারনত:বর্তমান অর্থনৈতিক অবস্থাাকেই বেশি গুরুত্ব দেয়া হয় তার ইনেট্রিসক (অর্ন্তনিহীত ক্শতার) ক্ষমতার চেয়ে।
এই ভাবে ব্যাখ্যা দেয়া যেতে পারে: একটি দেশের অর্থনৈতিক অবস্থাা বিগত ২০ বছর ধরে ক্রমাগত ভালোর দিকে যাচ্ছে। হঠাৎ কোন কারনে যেমন যুদ্ধ বা মহামারি বা অন্য কোন কারনে এর টাকা মান হারাতে শুরু করে তাহলে তৎক্ষসাত টেকনিক্যাল এনাল্ইসিসে সেল করতে বলবে। তখন ফান্ডামেন্টাল এনালাইসিস এর গুনগত মান বিবেচনা করবে।
এক কথায় বললে: ইনভেষ্টমেন্ট টাইপের ব্যবসা করলে ফান্ডামেন্টাল এনালাইসিস বেশ গুরুত্বপূর্ণ কিন্তু ডে ট্রেডারদের জন্য টেকনিক্যাল এনাল্ইসিস বেশি গুরুত্বপূর্ণ।
এনালাইসিস মুলত ৩ ধরনের হয়ে থাকে ১ ফান্ডামেন্টাল এনালাইসিস, ২ টেকনিক্যাল এনালাইসিস, ৩ সেন্টিমেন্টাল এনালাইসিস এখন ফান্ডামেন্টাল এনালাইসিস কি এটা হল আপনি যেই দেশের কারেন্সি পেয়ার দ্বারা ট্রেড শুরু করতে যাচ্ছেন তার অবস্থা মানে রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, এবং অর্থনৈতিক অবস্থাকে বুঝায়। আর এটা মুলত গত কয়েক বছরের অর্থনৈতিক অবস্থা কি ভালোর দিকে যাচ্ছে নাকি খারাপ এর দিকে যাচ্ছে যদি ভালোর দিকে যায় তাহলে বাই নির্দেশ করে আর যদি খারাপ এর দিকে যায় তাহলে সেল নির্দেশ করে।
ফান্ডমেন্টাল এনালাইসিস হল কোন দেশের অর্থনৈতিক , সামাজিক এবং পারিপাশ্বিক অবস্থার সমন্বয়ে গড়ে উঠা একটা পরিস্থিতি । একটা দেশের অর্থনৈতিক অবস্থা কেমন শুধুমাত্র তার উপরে নির্ভর করেই এই ফাণ্ডামেন্টাল এনালাইসিস করা হয় । আমরা যে টেকনিকেল এনালাইসিস করি তার পাশাপাশি আমাদের উচিত হল ফান্ডমেন্টাল এনালাইসিস কে গুরুত্ব্ প্রদান করা । ধন্যবাদ ।
কোন দেশের বর্তমান অথবা ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থা যদি ভাল হয়, তবে ঐ দেশের কারেন্সি শক্তিশালী হবে। একটি দেশের অর্থনীতি যত ভাল হবে, বিদেশি বিনিয়োগকারিরা তত ঐ দেশি বিনিয়োগ করতে আগ্রহী হবে। সুতরাং তাদের ঐ দেশের কারেন্সি কিনতে হবে এবং ঐ দেশের কারেন্সির ভ্যালু আরো বৃদ্ধি পাবে। বাংলাদেশের অরথনিইতিক অবস্থা যদি আরও ভাল হত তবে আরও বিদেশি বিনিয়গকারি এই দেশে বিনিয়োগ করতে ও ব্যবসা সম্প্রসারন করতে আগ্রহী হত। ফলশ্রুতিতে বাংলাদেশের টাকার ভ্যালু অনেক বেরে জেত। অন্যান্য কারেন্সির ক্ষেত্রেও একই রকম।
ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ফরেক্স ট্রেডারদের জন্য অনেক কার্যকরি অ্যানালাইসিস পদ্ধতি। সামাজিক, অর্থনৈতিক এবং রাষ্ট্রীয় অবস্থার প্রক্ষিতে যে অ্যানালাইসিস করা হয় তাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলে। যেমন অর্থনৈতিক একটা ফান্ডামেন্টাল নিউজ হচ্ছে বেকারত্ব হারের পরিসংখ্যান যা ফরেক্সে মার্কেটের পরিবর্তনে অনেক ভূমিকা পালন করে।
ফান্ডামেন্টাল এনালাইসিস বলতে মূলত কোন দেশের কারেন্সির অবস্থা কে বোঝায়। আপনি যখন ট্রেড করার জন্য আসবেন তখন টেকনিকাল এনালাইসিস এর পাশাপাশি আপনাকে ফান্ডামেন্টাল এনালাইসিস ও করতে হবে। আর এক্ষেত্রে আপনাকে নিউজ এর উপর চোখ রাখতে হবে।।
ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আপনাকে লক্ষ্য করতে হবে যে কোন দেশের অর্থনীতি ভাল করছে এবং কোন দেশের অর্থনীতি খারাপ দিকে যাচ্ছে। বেকারত্বের পরিমান বৃদ্ধি সহ বিভিন্ন ইভেন্ট কিভাবে কেন এবং কিভাবে দেশের অর্থনীতিতে ভুমিকা রাখে এই সকল বিষয় গুলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আপনাকে গুরুত্ব দিতে হবে।
ফান্ডামেন্টাল এনাল্যসিস বলতে বিভিন্ন দেশের রাজনৈতিক, সামাজিক , ও অর্থনৈতিক অবস্থা কে বোঝায় । আমাদের কে ফান্ডামেন্টাল এনালাইসসি করার জন্য বিভিন নিউজ গুলো নিয়ে এনালাইসিস করতে হবে । এই সব নিউজ নাকি কিছুই না( ব্যতিক্রম থাকতে পারে) সব কিছুই হল প্রাইস একশান। বিষয় আমাকে যারপর নাই ভাবিত করে রেখেছে। মনে হচ্ছে ফরেক্স ছেড়ে পালাব কারণ বুঝতে পারতেছি না কোন গুরুর কথা ঠিক।
ফান্ডামেন্টাল এনাল্যসিস বলতে বিভিন্ন দেশের রাজনৈতিক, সামাজিক , ও অর্থনৈতিক অবস্থা কে বোঝায় । আমাদের কে ফান্ডামেন্টাল এনালাইসসি করার জন্য বিভিন নিউজ গুলো নিয়ে এনালাইসিস করতে হবে । কোন দেশের অরথনিতিক অবস্থা সে দেশের কারেন্সির অপরে প্রভাব ফেলে। তাই সবাইকে ভাল করে এনালাইসসি করে ট্রেড করতে হবে।
ফরেক্স মার্কেটে মার্কেট এ্যনালাইসিস অত্যান্ত গুরুত্বপূর্ণ বিষয় । সাধারনত মার্কেটে তিন ধরনের এ্যনালাইসিস রয়েছে যথা ১। ফান্ডামেন্টাল এ্যনালাইসিস ২। টেকনিক্যাল এ্যনালাইসিস ও ৩। সেন্টিমেন্টাল এ্যনালাইসিস । এদের একটিকে বাদ দিলে আপনার মার্কেটে লস করার সম্ভাবনা থেকে যায় । ফান্ডামেন্টাল এ্যনালাইসিস হচ্ছে একটি দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ইত্যাদি অবস্থার উপর ভিত্তি করে এনালাইসিস করা।
এককি দেশের অর্থনৈতিক দিকগুলো বিবেচনা করে যে অ্যনালাইসিস করা হয় তাই ই ফান্ডামেন্টাল অ্যনালাইসিস।এই অ্যনালাইসিসগুলো নিউজের মাধ্যমে করা হয়।বিভিন্ন নিউজ রিলিজ সাইট তাদের দেশের অবস্থার উপর নির্ভর করে নিউজ রিলিজ করে।এর মাধ্যমে আমরা বাই বা সেল দিই।
ফান্ডমেন্টাল এনালাইসিস একটা ভাল এনালাইসিস। ফান্ডামেন্টাল এনালাইসসি করার জন্য বিভিন নিউজ গুলো নিয়ে এনালাইসিস করতে হবে। কোন দেশের অরথনিতিক অবস্থা সে দেশের কারেন্সির অপরে প্রভাব ফেলে। তাই সবাইকে ভাল করে এনালাইসসি করে ট্রেড করতে হবে।