Originally Posted by
SOMARANITHAKUR1995
ফরেক্স মার্কেটে ব্যর্থতার অন্যতম কারণ হল লোভ। লোভের কারণে অনেক দক্ষ মেম্বারদেরও রাতারাতি ফরেক্স মার্কেট থেকে বিদায় নিতে হয়। ফরেক্স মার্কেটে কিছু কিছু ট্রেডারদের লোভের মাত্রা এত পরিমাণ বেশি যে তারা মানি ম্যানেজমেন্ট না মেনে বেশি প্রফিট এর আশায় লট বেশি নিয়ে ট্রেড করে। এটা খুবই রিস্কি কারণ মার্কেট যখন তখন অতিরিক্ত লসে চলে যেতে পারে। এর কারণ ব্যালেন্স 0 হয়েও যেতে পারে। লোভের কারণে এই সমস্যাটা হয়। তাই সকল ফরেক্স মেম্বারদের লোভোকে নিয়ন্ত্রণ করা উচিত। বুঝতেই পারছেন ফরেক্স মার্কেটে লোভী ব্যক্তিদের কোন স্থান নেই। তাই লোভ কে নিয়ন্ত্রণ করে, ট্রেডিং এর সকল নিয়ম মেনে তারপর ট্রেড করুন।