আমাদের রোবট কম্পরকে সঠিক কিছু ধারনা থাকা দরকার ।
জাতে আমরা সহজেই তা আমাদের একাউন্টে ব্যবহার করে লাভ তুলতে পারি ।
আমাদের এই সম্পরকে কিছু তথ্য দিয়ে উপক্রিত করবেন ।
Printable View
আমাদের রোবট কম্পরকে সঠিক কিছু ধারনা থাকা দরকার ।
জাতে আমরা সহজেই তা আমাদের একাউন্টে ব্যবহার করে লাভ তুলতে পারি ।
আমাদের এই সম্পরকে কিছু তথ্য দিয়ে উপক্রিত করবেন ।
আসলে যারা ফরেক্সে নতুন তারা রোবট ব্যবহার না করাই ভাল । কারণ রোবট কয়েকটি কোড জানে । যার ধরুন সে সব কিছু বলতে পারেনা তাই আপনার উচিত ভাল করে মার্কেট এনালাইস করা ।
রোবট যে আপনাকে সবসময় লাভ এনে দিবে তা কিন্তু নয় । রোবট অনেক সময় ভুল সিদ্ধান্ত নিতে পারে । আর এসব চিন্তা বাদ দিয়ে আগে মার্কেট এনালাইসিস করুন । এটাই সব চেয়ে উওম । আর এ জন্য আপনি যে কাজটি করতে পারেন যে আপনি কয়েকটি নির্দিষ্ট পেয়ার এর মধ্যেই সীমাবদ্ধ থাকুন এবং সেটা নিয়েই এনালাইসিস করতে থাকুন ইনশাআল্লাহ খুব ভালো ফল পাবেন । আপনি যখন সব এনালাইসিস শিখে ফেলবেন তখন আপনি আগে ডেমো তে রোবট ব্যাবহার করতে পারেন ।
নতুন জারা তাদের জন্য রোবট ভাল হবে না । রোবট কিছু সঠিক বলে আবার ভুল ও বলে তাই নিজে চেষ্টা করেন হবে ।
ফরেক্স মার্কেট মুলত একটি ফিনান্সিয়াল মার্কেট .এই মার্কেট কখনো উপরে কখনো নিচে নামে. তাই এখানে সবসময়. থাকতে হয়. ওনেক অভিজ্ঞ. ট্রেডার রা সবসময় এখানে থাকতে পারে না তায় তারা রোবট ব্যবহার. করে থাকে তারা রোবট কে নির্দেশ. দেই রোবট সেভাবেই. কাজ করে
রোবট ব্যবহারে সুবিধা কি এবং অসুবিধা কি?
আমি ফরেক্স মার্কেটের একজন একেবারেই নতুন সদস্য। আমিও আপনার মত জানতে খুব আগ্রহি যে রোবট কিবাবে কাজ করে আর কিবাবে ট্রেড করে। তবে আমি মনে করি ফরেক্স মার্কেট রোবট দিয়ে না করে ফরেক্স সম্পর্কে ধারনা অর্জন করে নিজে নিজে ট্রেড করতে পারলে অনেক ভাল হবে।
বোবট দিয়ে ট্রেড করার চাইতে ডিফ্লট ইন্ডিকেটর দিয়ে ট্রেড করা ভালো একটু কষ্ট করলে তো রোবট দরকার হয়ন।ধোর্য ধরে শিখলে আরওও ভালো ফল পাওয়া যায়
আপনি চাইলেই যে রোবট ব্যবহার করতে পারবেন এমন নয় কারন আপনি যেই কোম্পানি তে ট্রেড করবেন তাদের সম্মতি অবশ্যই আনার প্রয়োজন আছে। বোনাস মানি দিয়ে রোবট ব্যবহার করা সমীচিন না কারন এই বোনাস মানি টা দেওয়া হয় শুধু মাত্র ট্রেড প্রাক্টিস করার জন্য আপনি যখন অনেক ইনভেষ্ট করবেন তখন চিন্তা করবেন রোবট ব্যবহার করার এখন ব্যবহার করলে কোম্পানি যদি বুযতে পাের তাহলে ব্যালেন্স জিরো করে দিবে তাই এই রিস্ক নেওয়ার কোন প্রয়োজন নেই
ফরেক্স মার্কেটে আমি নতুন ট্রেড করি কিন্তু নিজে নিজে ট্রেড করে তেমন লাভ করতে পারিনাই। তাই এখন চিন্তা করছি রোবট দিয়ে ট্রেড করার। কারন রোবট দিয়ে অনেক লেখা দেখি হয়ত রোবট ভাল কিছু করতে পারে। কিভাবে রোবট ব্যাবহার করতে পারি একটু জানান। সিনিয়রদের কাছে ফোরামের মাধ্যমে অনেক কিছু শিখেছি তাই রোবট সম্পর্কে জানাবেন।
রোবট যে আপনাকে সবসময় লাভ এনে দিবে তা কিন্তু নয়। কারন যদি রোবট দিয়ে সব সময় লাভ করা যেত তাহলে যারা রোবট বানিয়েছে তারা সবার আগে লাভ করত। আমি মনে করে ফরেক্সে টিকে থাকার জন্য রোবট নয় টেকনিক্যাল এনালাইসিস গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি ট্রে ডারকে রোবট বাদ দিয়ে ফরেক্স এনালাইসিস শিখা দরকার। তাহলে অনেকদিন এ বাজারে টিকে থাকা সম্ভব হবে।
নতুন ট্রেডারদের জন্য রোবট ব্যবহার না করাই ভালো । কেননা তাদের হয়তো ধারণাই থাকেনা কিভাবে রোবট প্রপারলি ব্যবহার করতে হয় । তাছাড়া রোবট নিদিষ্ট একটা স্ট্যাটেজি দিয়ে কোডিং করে তৈরি করা । তাই মার্কেট যখন ঐ স্ট্যাটেজি এর বাইরে গিয়ে থাকে তখন রোবট আর কিছু বুঝতে পারেনা । ব্যালেনস্ জিরো করে দেয় ।
আমার যে টুকু জানা আছে তা হল রোবট হচ্ছে অটো ট্রেডিং যা বিভিন্ন ব্রোকারে ডিফল্ট হিসেবে দেয়া থাকে ।আবার অনলাইনে বিভিন্ন এক্সপার্ট অ্যাডভাইজার কিনতে পাওয়া যায় ।তবে রোবট ব্যবহারে সাবধান হতে হবে ।নতুন অবস্থায় না বুঝে রোবট ব্যবহার করা ভাল নয় ।
রোবট ব্যবহার করলে সফলকাম হওয়া সম্ভব নয় । কারন ফরেক্স মার্কেটে নিজের ট্রেড নিজেই করলেই যথেষ্ট । কারণ ফরেক্স মার্কেটে রোবট দ্বারা ট্রেড করলে লাভ ছাড়া লসের হারটাই বেশী । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য আগে দক্ষতা অর্জন করতে হব তারপর ট্রেড করব ।
রোবট যে আপনাকে সবসময় লাভ এনে দিবে তা কিন্তু নয় । রোবট অনেক সময় ভুল সিদ্ধান্ত নিতে পারে । আর এসব চিন্তা বাদ দিয়ে আগে মার্কেট এনালাইসিস করুন । এটাই সব চেয়ে উওম। মার্কেট এনালাইসিস এ আপনি অনেক দিক দিয়ে লাভবান হবেন। রোবট এর উপর নির্ভরশীল হওয়া মানে আপনার ফরেক্স থেকে বিদায় এর আগাম বার্তা দিয়ে দেওয়া।
রোবট যে আপনাকে সবসময় লাভ এনে দিবে তা কিন্তু নয় । রোবট অনেক সময় ভুল সিদ্ধান্ত নিতে পারে । আর এসব চিন্তা বাদ দিয়ে আগে মার্কেট এনালাইসিস করুন । এটাই সব চেয়ে উওম । আর এ জন্য আপনি যে কাজটি করতে পারেন যে আপনি কয়েকটি নির্দিষ্ট পেয়ার এর মধ্যেই সীমাবদ্ধ থাকুন এবং সেটা নিয়েই এনালাইসিস করতে থাকুন ইনশাআল্লাহ খুব ভালো ফল পাবেন ।
আমি সুনেছি রোবট অনেক সময় লস করে । তাই রোবটে আমি নিরভর করতে চাইনা । আমি নিজেই একজন ভাল ট্রেডার হতে চাই তাই লস হলেও নিজেই চেস্টা করছি ।
রোবট হচ্ছে অটো ট্রেডিং যা বিভিন্ন ব্রোকারে ডিফল্ট হিসেবে দেয়া থাকে ।আবার অনলাইনে বিভিন্ন এক্সপার্ট অ্যাডভাইজার কিনতে পাওয়া যায়। তবে রোবট ব্যবহারে সাবধান হতে হবে। নতুন অবস্থায় না বুঝে রোবট ব্যবহার করা ভাল নয়। এতে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
নিজের কষ্টার্জিত অর্থ রোবটের হাতে ছেড়ে দেয়া বুদ্ধিমানের কাজ হবেনা। ফরেক্স মার্কেট বিষয়ে আগে জানতে হবে। কেন প্রাইস উঠানামা করে সেটা জানার পাশাপাশি কখন বাই ও সেল দিতে হবে সেটাও জানতে হবে। আগে জ্ঞান অর্জন করে মার্কেট এনালাইসিস করে অভিজ্ঞতা অর্জন করে তার পরে রোবট নিয়ে ভাবা যেতে পারে।
রোবট দিয়ে ট্রেড় করলে ফরেক্স শেখা যাবেনা । ফরেক্স কে প্রফেশনাল হিসাবে নিতে চাই বা ফরেক্সে দীর্ঘ মেয়াদি লাভ চাইলে আমার মানে হয় রোবট নিয়ে চিন্ত না করাই ভাল।
ফরেক্স মার্কেটে আমার কাছে সবচেয়ে বিরক্তিকর কিছু থাকলে সেটা হল রোবট দিয়ে ট্রেড করার চিন্তা করা কারন নিজের যোগ্যতা দিয়ে প্রপিট করতে না পারলে রোবট দিয়ে কখনো ভাল প্রপিট করতে পারবেনা।তাই আমাদের কে নিজের এনালাইসিস এর উপর জোর দিতে হবে।
যারা ফরেক্স এ নতুন তাদের জন্য প্রথম রোবট ণিয়ে চিন্তা না করে টেকনিকাল এনালাইসিস ভাল ।তা নাহ হলে ফরেক্স এ পরবতিতে টিকা টা কঠিন
এটি ব্যভহার করতে হলে অনেক আভিঘতার দরকার আছে
ফরেক্স মার্কেট রোবট দিয়ে না করে ফরেক্স সম্পর্কে ধারনা অর্জন করে নিজে নিজে ট্রেড করতে পারলে অনেক ভালো হবে । কারন রোবট দিয়ে অনেক লেখা দেখি হয়ত রোবট ভাল কিছু করতে পারে । কিভাবে রোবট ব্যাবহার করতে পারি একটু জানান । বোবট দিয়ে ট্রেড করার চাইতে ডিফ্লট ইন্ডিকেটর দিয়ে ট্রেড করা ভালো একটু কষ্ট করলেই লাভবান হওয়া সম্ভব ।