-
অ্যাকাউন্ট ভেরিফিকেশন
প্রায় সব ফরেক্স ব্রোকারের সাথেই আইডেনটিটি ভেরিফাই করতে হয়। ভেরিফাই মানে আপনি যে তথ্য দিয়ে তাদের কোম্পানিতে জয়েন করেছেন এবং ট্রেড করছেন তা আসলেই সঠিক কিনা। অধিকাংশ ব্রোকারেই ভেরিফাই করতে হয়। কিন্তু কিছু কিছু ব্রোকারে ভেরিফাই না করেও ট্রেড করা যায়।
ভেরিফাই করতে কি কি ডকুমেন্টস দরকারঃ
আপনার পাসপোর্ট/ ন্যাশনাল আইডি কার্ড/ ড্রাইভিং লাইসেন্স - এর কম্পিউটার স্ক্যান কপি
আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন ডকুমেন্টস:rules:
-
ভেরিফাই করা ছাড়া ট্রেডিং করতে অনেক অসুবিধা হয়। এমনকি লাভের অংশও উঠান যায় না। অনেকেই ১৮ বছরের নিচে আছেন। যারা ফরেক্সে দক্ষ হওয়া সত্তেও একাউন্ট ভেরিফাই করতে পারছেন না। আমি বলব তাদের পরিবারে যারা ১৮+ তাদের নামে যেমন বাবা, বড় ভাই তাদের নামে একাউন্ট করবেন। ধন্যবাদ
-
অধিকাংশ ব্রোকারেই আপনার আইডি ভেরিফাই করতে হয়। তা না হলে আপনার আয়কৃত অর্থ উত্তোলন করতে পারবেন না। আর আইডি ভেরিফাই করতে লাগে-
১। প্রথম লেবেল ভেরিফাই= ছবিযুক্ত ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি। অথবা পাসপোর্ট এর স্ক্যান কপি
২। *দ্বিতীয় লেবেল ভেরিফাই= ঠিকানা ভেরিফাই করার জন্য ব্যাংক স্টেটমেন্ট এর স্ক্যান কপি।
-
এমন একটা পোষ্ট এই মুহুর্তে আমার প্রয়োজন ছিল। ধন্যবাদ!
-
ফরেক্স করার জন্য যখন কোন ব্রোকারে রেজিস্ট্রেশন করবেন,তখন অবশ্যয় আপনার একাউন্টটি তাদের নির্দেশনা অনুসারে ভেরিফাই করে নিবেন।অন্যথায় পরবর্তিতে ঝামেলার সৃষ্টি হতে পারে।বিশেষ করে যখন আপনি কোন লাভ উত্তোলন করতে যাবেন।সুতারাং যেকোন ধরনের ঝামেলা এড়াতে একাউন্ট ভেরিফাই করে নেওয়া উত্তম।
-
আমার ন্যাশনাল আইডি কার্ড ছাড়া আর কিছু নাই। আমি কি করব কিছুই বুঝছি না। আড্র্যেস ভেরিফাই করার জন্য কনো ডকুমেন্ট আমার নাই। আমি একজন ভারসিটি স্টুডেন্ট।
-
অ্যাকাউন্ট ভেরিফিকেশনের মাধ্যমে সত্যতা নির্নয় করা হয়। অ্যাকাউন্ট ভেরিফিকেশন ছাড়া ট্রডিং শুরু করবেন না। এছাড়া যেসব ব্রোকার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে সেসব ব্রোকার তার ক্লাইন্টদের ভালো সার্ভিস দিয়ে থাকে।কিন্তু যেসব ব্রোকার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে না তাদের সার্ভিস ভালো হওয়ার সম্ভবনা খুবি কম। এজন্য সর্বোচ্চ সুবিধা পাওয়ার জন্যে হলেও অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা উচিত।
-
পোস্টি লিখার জন্য আপনাকে ধন্যবাদ। যারা ফরেক্স মার্কেট নতুন তার ভেরিফিকেশন বুঝে না। না বুঝেই ট্রেড শুরু করে দেয়া। যার ফলে পরবর্তীতে সমস্যায় পড়তে হয়। তাই বলছি একাউন্ট ওপনে করার পর ভেরিফাই করে নিবেন। এরপর টাকা বিনিয়োগ করে ট্রেড শুরু করবেন। ভেরিফাই ছাড়া ট্রেড শুরু করলে টাকা উঠাতে পারবেন না।
-
আপনি যে ব্রোকারেই আপনার রিয়াল একাউন্ট করেন না কেন সব ব্রোকারই আপনার কাছে আপনার নাম এবং অ্যাড্রেস ভেরিফাই করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট চাইবে । অনেক ব্রোকারেই আপনি আপনার ভেরিফিকেশন ছাড়া ট্রেড করতে পারবেন । যেমন ধরেন আপনি ইন্সটাফরেক্স ব্রোকারে ভেরিফিকেশন ছাড়া ট্রেড করতে পারবেন কিন্তু আপনি যখন টাকা উঠাতে যাবেন তখন আপনার কাছে ব্রোকার অবশ্যই ভেরিফিকেশন এর জন্য বলবে । আর আপনার একাউন্ট ভেরিফাই না হওয়া পর্যন্ত আপনি টাকা উঠাতে পারবেন না ।
-
আপনি যদি সাপোর্ট এবং রেসিসটেন্স বুঝতে পারেন তবে আপনি বুঝতে পারবেন ফরেক্স মার্কেট কিভাবে কাজ করে।আমি কাজ করে আমার অনেক বড় উপকার পাইছি আপনি যে ব্রোকারেই আপনার রিয়াল একাউন্ট করেন না কেন সব ব্রোকারই আপনার কাছে আপনার নাম এবং অ্যাড্রেস ভেরিফাই করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট চাইবে । অনেক ব্রোকারেই আপনি আপনার ভেরিফিকেশন ছাড়া ট্রেড করতে পারবেন
-
একাউন্ট ভেরিফাই করা জরুরী। আপনি একাউন্ট ভেরিফাই নাকরেন টাকা উঠানো যায়না। একাউন্ট ভেরিফাই করার জন্য আপনার ভোটার আইডি বা পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করা যায়।
-
যারা ফরেক্সে ট্রেড করেন বা যাদের ফরেক্স ব্রোকারে একাউন্ট আছেও আমি মনে করি তাদের ট্রেড করার আগেই ট্রেডিং একাউন্ট ভেরিফাই করে নেয়া উচিত । ট্রেডিং একাউন্ট যদি ভেরিফাই করার না থাকে তাহলে আপনি ট্রেড করতে পারবেন কিন্তু আপনি আপনার প্রফিট উঠাতে পারবেন না । একাউন্ট ভেরিফাই করার জন্য আপসার বাসার বিদ্যুৎ বিল এর স্ক্যান কপি এবং আপনার ন্যাশ্নাল আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাস্পোর্ট থাকলেই আপনি আপনার একাউন্ট ভেরিফাই করতে পারবেন ।
-
ভেরিফিকেশন মানে হচ্ছে আপনার তথ্য দিয়ে একাউন্ট খোলা । ফরেক্স মাকেটে যে সব ভেরিফিকেশন লাগে তা হল আপনার পাসপোর্ট/ ন্যাশনাল আইডি কার্ড/ ড্রাইভিং লাইসেন্স - এর কম্পিউটার স্ক্যান কপি ফরেক্স ব্রোকার সাইটে আপলোড করতে হবে। আপনি পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স স্ক্যান করে তা ইমেজ ফরম্যাটে সেভ করে তা আপলোড করতে পারেন। আপনার যদি পাসপোর্ট/ ন্যাশনাল আইডি কার্ড/ ড্রাইভিং লাইসেন্স না থাকে, তবে আপনি ভেরিফাই করতে পারবেন না। ফরেক্স ব্রোকাররা স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে না। কিন্তু কেউ কেউ বলেছে তারা নাকি ইউনিভার্সিটির আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করেছে। সবচেয়ে ভাল হয় পাসপোর্ট থাকলে। কারন পাসপোর্ট আপনার সবসময়ই কাজে লাগবে। তাছাড়া বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ডের অনেক তথ্য বাংলায় থাকায় অল্প কিছু ব্রোকার তা গ্রহন করে না।
-
একাউন্ট ভেরিফিকেশন খুব একটা কঠিন কাজ বলে আমি মনেবকরি না। কারন আপনার যদি সব থাকে অর্থাৎ কম্পানি যা যা চায় তা দিয়ে দিলে দেখবেন আপনার সব কিছু সবমিট করলে আপনার একাউন্ট ভেরিফাই হয়ে যাবে তারপর আপনার ইচ্ছে মতে আপনি ট্রেড করতে পারবেন।
-
অ্যাঅ্যাকাউন্ট ভ্যারিফিকেশন হচ্ছে আপনার পরিচয় ও অ্যাড্রেস ভ্যারিফাই করা। আপনি যখন কোন ব্রোকার সাইট এ একাউন্ট ওপেন করবেন তখন আপনার পরিচয় ও অ্যাড্রেস ভ্যারিফাই করতে প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করে একাউন্ট ভেরিফাই করে নিবেন। তা না হলে কিছু দিন পর আপনার একাউন্ট বাতিল করে দিতে পারে।
-
অ্যাকাউন্ট ভ্যারিফিকেশন এর জন্য দুটি ভিন্ন লেভেলে ডকুমেন্ট সাবমিট করতে হবে।প্রথম লেভেলে পরিচয় ভ্যারিফাই করতে হবে। সেজন্য পাসপোর্ট/ ন্যাশনাল আইডি কার্ড/ ড্রাইভিং লাইসেন্স - এর স্ক্যান কপি ফরেক্স ব্রোকার সাইটে আপলোড করতে হবে। 72 ঘন্টার মধ্যে ব্রোকার আপনার একাউন্ট এর প্রথম লেভেল ভ্যারিফিকেশন সম্পুর্ন করবে।
-
প্রথম লেভেলে পরিচয় ভ্যারিফাইড হওয়ার পর দ্বিতীয় লেভেলে অ্যাড্রেস ভ্যারিফাই করতে হবে ।সেজন্য ব্যাংক একাউন্ট এর বিগত ছয় মাসের স্ট্যাটমেন্ট /বিদ্যুৎ বিল/ ওয়াসা বা পানির বিল এর স্কেন কপি সাবমিট করতে হবে । অ্যাকাউন্ট ভ্যারিফিকেশন কমপ্লিট হলে আপনার একাউন্ট বাতিল হওয়ার আর কোনো ভয় থাকবে না ।
-
একাউন্ট ভেরিফাই করা জরুরী। আপনি একাউন্ট ভেরিফাই নাকরেন টাকা উঠানো যায়না। একাউন্ট ভেরিফাই করার জন্য আপনার ভোটার আইডি বা পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করা যায়।
-
যে কোন ব্যাংক একাউন্ট করত হলে আপনাকে ডুকুমেন্ট দিয়ে একাউন্ট করতে হবে।ফরেক্স মার্কেটে আপনাকে টাকা তুলতে হলে ডুকুমেন্ট দিয়ে ভেরিপাই করা লাগবে। ভেরিপাই করা চাড়া কিছু ব্রোকারে ট্রেড করতে পারবেন তবে আপনার কাছে যে কোন সময় ডুকুমেন্ট চাইতে পারে।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের একাউন্ট ভেরিফাই করে নিতে হবে কারন ভেরিফাই ছাড়া একাউন্ট যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে,তাই আমাদের ভেরিফায়ের জন্য ন্যাশনাল আইডি কার্ডের স্ক্রেন কপিদুই পাপার্শেরএবং ঠিকানা ভেরিফাই করার জন্য ব্যাংক স্ট্রেটমেন্টের কপি স্ক্রেন করা,এই ডকুমেন্ট গুলিকে আপলোড দিলে একাউন্ট ভেরিফাই হয়ে যাবে।
-
ইন্সটা ফরেক্স এ আপনার একাউন্ট ভেরিফিকেশন করার জন্য প্রথম ধাপে আপনার জাতীয় পরিচয়পত্রের দুই সাইডই স্কেন করে এবং আপনার ফেইস এর সাথে বুক বরাবর জাতীয় পরিচয় পত্রটি রেখে একটি ছটি আপলোড করতে হবে । ২য় স্থরে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট আপলোড করতে হবে । উল্লেখ্য যে আপনার জাতীয় পরিচয় পত্রের নাম এবং *ঠিকানা অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট এর নাম ঠিকানার সাথে মিল থাকতে হবে । ধন্যবাদ ।
-
নতুন ট্রেডারগণ প্রায়ই একাউন্ট ভেরিফাই না করেই ট্রেড করা শুরু করে দেন যা একদম ভূল৷একাউন্ট ভেরিফাই করা খুবই জরুরী বিষয়৷ভেরিফাই করার পর আপনার একাউন্ট সম্পূর্ণ নিরাপদ থাকবে৷আপনার পুজিঁ এবং সকল তথ্য নিরাপদ থাকবে,সংরক্ষিত থাকবে৷তাই একাউন্ট ভেরিফাই না করে কখোনোই ট্রেড করা উচিৎ নয়৷