সিম্পল উত্তর কারেন্সি। যেহেতু আমরা বাস্তবে কিছু কিনছি না। তাই এই ধরনের ট্রেডিং কিছুটা বিভ্রান্তিকর মনে হতে পারে।
Printable View
সিম্পল উত্তর কারেন্সি। যেহেতু আমরা বাস্তবে কিছু কিনছি না। তাই এই ধরনের ট্রেডিং কিছুটা বিভ্রান্তিকর মনে হতে পারে।
আমার জান মতে ফরেক্স মার্কেট সেল বা বাই করা হয় ডলার,পাউন্ড,গোল্ড ও সিলভার।
এই মার্কেট অনেকটা শেয়ার মত ।
এই মার্কেটে ট্রেড গুল।
আমার জান মতে ফরেক্স মার্কেট সেল বা বাই করা হয় ডলার,পাউন্ড,গোল্ড ও সিলভার।
এই মার্কেট অনেকটা শেয়ার মত ।
এই মার্কেটে ট্রেড গুল হয়।
হ্যা আপনি ঠিকই বলেছেন...এটা শেয়ারের মতই। আমরা জাপানিজ ইয়েন কিনি, মুলত জাপানি অর্থনীতিতে একটি শেয়ারই কিনি আমরা। কারন আমরা মনে করি জাপানি অর্থনীতির উন্নতি হচ্ছে এবং ভবিষ্যতেও আরও উন্নতি হবে। এবং যখন আমরা ওই শেয়ারগুলো বিক্রি করে দেব, তখন আশা করি আমরা লাভ করব।
আমি শুনেছি ট্রেড হল বিভিন্ন দেশের মানি এক্সচেঞ্জ এর মত। আপনি এক সময়ে নির্দিষ্ট অর্থ দিয়া ইউরো কিনলেন।কিছু সময় বা দিন পর ইউরো দাম বেড়ে গেল তখন ওই বাড়তি দাম এ বিক্রি করলে লাভ হবে এমন ব্যাপার।
ফরেক্স একটি বিশাল অনলাইন মার্কেটপ্লেস। যেখানে বিভিন্ন দেশের মুদ্রা নিয়ে ট্রেডিং করা হয়। এখানে এক দেশের মুদ্রা দিয়ে অন্য আরেকটি দেশের মুদ্রা কিনে তার থেকে প্রফিট বের করতে পারবেন। আবার লসও হতে পারে। ধন্যবাদ
ফরেক্সে অনেক কিছ ট্রেড করা হয়।প্রথমত অনেক রকমের কারেন্সির ট্রেড করা হয়।মেজর কারেন্সির, ক্রস কারেন্সির ইত্যাদির ট্রেড করা হয়।আবার গোল্ড, সিলভার এমনকি ওয়েলের ও ট্রেড করা হয়।এসব কিছু সবকিছুই বাস্তবে নয় অনলাইনে ক্রয়-বিক্রয় এর মাধ্যমে ট্রেড সম্পন্ন হয়।তবে সচরারচর সবাইই কারেন্সির ট্রেড করে থাকে।
আমরা জানি ফরেক্স একটি মার্কেট পেলেস এখানে বৈদেশীক মুদা কেনা বেচা করা হয়। ফরেক্স এ টিকে থাকতে হলে ট্রেড করতে জানতে হবে। এখানে এক দেশের মুদ্রা দিয়ে অন্য আরেকটি দেশের মুদ্রা কিনে তার থেকে প্রফিট বের করতে পারবেন। আবার লসও হতে পারে। এখানে এভাবে কাজ করতে হয় । তাই আমি বলবো কাজ করতে হলে অবশ্যই আমাদের প্রথমতো ফরেক্স কি তা জানতে হবে তাহলে আমরা পারবো।
যেমন আমি eurusd buy করলাম, এর মানে হল আমি মোট usd er kicu ongsho te amar amar ongshidar ace, so eur er tulonay jodi usd bare tahole amar sei poriman lav, ami joto lote tader muddar ongshidar.
আমার মনে হয় ফরেক্স মার্কেট সেল বা বাই করা মুথ্য উদ্দেশ্য নয় উদ্দের্শ্য হল ডলার,পাউন্ড,গোল্ড ও সিলভার আর্ন কর। আর একটি কথা হল ফরেক্স মার্কেট সেল বা বাই করা হয় ডলার,পাউন্ড,গোল্ড ও সিলভার দিয়ে কোন প্রকার টাকা দিয়ে নয়।
আমার জান মতে ফরেক্স মার্কেট সেল বা বাই করা হয় ডলার কারেন্সি,পাউন্ড কারেন্সি,গোল্ড কারেন্সি ইত্যাদি । মেজর কারেন্সির, ক্রস কারেন্সির ইত্যাদির ট্রেড করা হয়।এসব কিছু সবকিছুই বাস্তবে নয় অনলাইনে ক্রয়-বিক্রয় এর মাধ্যমে ট্রেড সম্পন্ন হয়>>>>>>>>>>>>>>>>>
ফরেক্স এ কারেন্সি ট্রেড করা হয়। ফরেক্স মার্কেট এ বিভিন্ন দেশের কারেন্সি পেয়ার আছে। আমরা এক দেশের কারেন্সির বিপরীতে অন্য এক দেশের কারেন্সি ট্রেড করি। তবে ফরেক্স মার্কেট এ কিসু জনকপ্রিয় কারেন্সি আছে যা বেশি ভাগ ট্রেডার ট্রেড করে।
আমরা ফরেক্স মার্কেটে মূদ্রা কেনাবেচা করে থাকি । ফরেক্স মার্কেটে আমরা মূদ্রা কেনা বেচা করার মাধ্যমেই আমরা লাভ করতে পারি । মার্কেট এনালাইসিস করে আমাদেরকে বুঝতে হয় যে কোন কারেন্সির দাম কমবে না বাড়বে । যদি দাম কমে তাহলে আমরা সেই মুহূর্তে আমরা সেল দিব এবং কারেন্সির দাম সত্যি কমলে আমরা লাভ করতে পারব । আর যদি দাম বাড়ার সম্ভাবনা থাকে তাহলে আমরা সেই মুহূর্তে আমরা বাই দিব এবং কারেন্সির দাম সত্যি বাড়লে আমরা লাভ করতে পারব ।
ফরেক্স মার্কেট হল মুদ্রা কেনাবেচা করার একটা মার্কেট বা প্লাটফর্ম ।। এখানে বিভিন্ন্য দেসের কারেন্সি আছে ।। আমরা জানি সময়ের সাপেক্ষে , দেশের অবস্থানেরচিত্তিতে , দেসের আরথসামাজিক অবস্থার উপর ভিত্তি করে সেই দেশের মুদ্রার দাম কমে বা বাড়ে ।। ফরেক্স এ অনেক ধরনের কারেঞ্চসি পেয়ার আছে , এই যেমন ইউরো/ ইউএসডি , এইউডি / ইউএসডি ইত্যাদি ।। এখানে একটি পেয়ারে একটি কারেন্সিরসাপেখে অপর কারেন্সির দাম কমে বা বাআড়ে ।। আর আমরা এই সুযোগ তা কাজেলাগিয়েই মার্কেট এপ্রফিট করি ।।
ফরেক্স মার্কেট এ যেটা ট্রেড করা হয় তা হল কারেন্সি।শেয়ার মার্কেট এ যেমন বিভিন্ন পন্য এর ট্রেড করা হয় তেমনি ফরেক্স এ বিভিন্ন দেশের কারেন্সি যেমন ডলার,পাউন্ড,ইউরো ইত্যাদি আপনি একটার বিপরীতে আরেকটি বাই বা সেল করতে পারবেন।
আমরা ফরেক্সে একটি কারেন্সির সাথে অপর কারেন্সি বিনিময় করি। আর এই ক্রয় বিক্রয় এর পার্থক্যইই হল লাভ বা লস। এখানে পেয়ার হিসেবে ট্রেড বানানো হয়েছে।এক্টি পেয়ারের বাম পাশের কারেন্সিকে বলে বেজ কারেন্সি আর আদান পাশের কারেন্সিকে বলে কাউন্টার কারেন্সি। বেজ এর ১ এককের তুলনায় কাউন্টার এর কত একক পাওয়া যাবে তাই চার্টে দেখা যায়।
আমি যদি সহজে বলি উত্তর হবে কারেন্সি। কারণ আমরা বাস্তবে কিছু কিনছি না। তাই এই ধরনের ট্রেডিং কিছুটা বিভ্রান্তিকর মনে হতে পারে।আমরা যখন একটি কারেন্সি কিনি তখন আমরা একটি দেশের কিছু শেয়ার কিনছি , একটি প্রতিস্থানের শেয়ার কেনার মত। কারেন্সির দাম হল ওই দেশের বর্তমান এবং ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থার প্রতিচ্ছবি।যখন আমরা জাপানিজ ইয়েন কিনি ,আমরা মুলত জাপানি অর্থনীতিতে একটি শেয়ার কিনি। আমরা মনে করি জাপানি অর্থনীতির উন্নতি হচ্ছে এবং ভবিষ্যতেও আরও উন্নতি হবে। যখন আমরা ওই শেয়ারগুলো বিক্রি করে দেব, আশা করি আমরা লাভ করব।
ফরেক্স মার্কেটে বিভিন্ন দেশের মুদ্রা ক্রয়- বিক্রয় করা হয়। এখানে প্রতিটি ট্রেড দুইটি দেশের মুদ্রার একটি পেয়ার এ ট্রেড এন্ট্রি নিতে হয়। ফরেক্স এ একটি মুদ্রা ক্রয় এর পাশাপাশি আরেকটি মুদ্রা বিক্রয় করতে হয়।
ফরেক্স হচ্ছে এক ধরনের ব্যবসা যার মাধ্যমে আপনি বিভিন্ন দেশের মুদ্রার ক্রয় বিক্রয় করতে পারবেন আর এটা করতে হলে আপনাকে কোন না কোন একটা ব্রোকারে একাউন্টে আপনাকেভডলার ইনভেস্ট করতে হবে। তাই আপনাকে অই একাউন্টে ডলার দিয়ে আপনি ট্রেড করতে হবে আর লাভ করতে হবে।
সহজ উত্তর কারেন্সি। কারণ আমরা বাস্তবে কিছু কিনছি না। তাই এই ধরনের ট্রেডিং কিছুটা বিভ্রান্তিকর মনে হতে পারে। যখন একটি কারেন্সি কিনি তখন আমরা একটি দেশের কিছু শেয়ার কিনছি , একটি প্রতিস্থানের শেয়ার কেনার মত। কারেন্সির দাম হল ওই দেশের বর্তমান এবং ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থার প্রতিচ্ছবি।
শেয়ার বাজারের মতই ফরেক্স মার্কেট শেয়ার বাজারে পন্যের স্বত্ব কেনা বেচা হয় এবং ফরেক্স মার্কেটে এক দেশের মূদ্রার বিনিময়ে অন্য দেশের মূদ্রা কেনা বেচা করা যায়। যেমন এখানে পেয়ার রয়েছে সেগুলোর মধ্যে euro/usd ,gpb/usd,euro/gpb ইত্যাদি অন্যতম ।আমি এগুলো পেয়ারে ট্রেড করি ।
ফরেক্স মার্কেটে আমরা বিভিন্ন কারেন্সিতে বাই সেল করি। প্রত্যেক দেশের একটা মুদ্রা আছে সে মুদ্রা দিয়ে আমরা ট্রেড করি। ফরেক্স মার্কেটে দুইটি মুদ্রা মিলে কারেন্সি পেয়ার তৈরি হয়। প্রথম টাকে বলা হয় বেস কারেন্সি দ্বিতীয় টিকে বলা হয় কাউন্টার কারেন্সি। আমরা কাউন্টার কারেন্সির বিপরীতে বেস কারেন্সি বাই করি আবার বেস কারেন্সির বিপরীতে কাউন্টার কারেন্সি বাই করি।
ফরেক্স মার্কেটে আমরা একটি মুদ্রার বিপরীতে অন্য একটি মুদ্রা ক্রয় বা বিক্রয় করে থাকি।মূলত আমরা একটি কারেন্সির বিপরীতে অন্য কারিন্সির ক্রয় এর মাধ্যমে ট্রেড করে থাকি।
আমরা সব সময় কারেন্সী দিয়ে ট্রেড করতে হবে । ফরেক্স এ টিকে থাকতে হলে ট্রেড করা জানতে হবে । এখানে এক দেশের মুদ্রা দিয়ে অন্য দেশের মুদ্রা কিনে তার থেকে প্রফিট বের করার একটি উপায় মাত্র । আমরা ধৈর্য্যের সহিত ফরেক্স মার্কেটে কাজ করতে হবে তাহলেই আমরা লাভবান হতে পারব ।
ফরেক্স মার্কেটের মুভমেন্টের উপর ভিত্তি করেই আমরা লাভ বা লস করে থাকি। যেমন ধরুন -eurusd কারেন্সি পেয়ারটিতে আমরা ট্রেড করে থাকি। কারেন্সি পেয়ারের প্রথমে আছে ইউরো জোন এবং শেষে আছে আমেরিকা। যদি ইউরো জোনের উপর আমেরিকা অর্থনৈতিক ভাবে প্রভাব বিস্তার করে তবে এই কারেন্সি পেয়ারটি ডাউন হতে থাকবে। অনুরূপভাবে ইউরোজোন আমেরিকার উপর প্রাধান্য বিস্তার করলে কারেন্সি পেয়ারটি আপ হবে অর্থাৎ বাই মুডে থাকবে। যখন আমরা ট্রেড ওপেন করি তখন মার্কেট গতি বা মুভমেন্ট ট্রেডের অনুকূলে গেলে লাভ হতে থাকে আর প্রতিকূলে গেলে লস হতে থাকে।
ফরক্স মার্কেটে বিশ্বের সকল বড় বড় প্রধান কমর্সিয়াল ও সেন্ট্রাল ব্যাংকগুলো এক দেশের মুদ্রার বিনিময়ে অন্য দেশের মুদ্রা পাইকারী দরে ক্রয় বিক্রয় করছে৷আমাদের বাংলাদেশ ব্যাংকও বৈদেশিক মুদ্রা এমনি ভাবেই ক্রয় বিক্রয় করছে৷অনলাইনের সুবাদে আমরা সাধারণ মানুষও তাদের সাথে সাথে অতি খুচরা দরে ক্রয় বিক্রয় করছি মা্ত্র৷যেমন আপনি ঢাকার কাওরান বাজার থেকে ভোর ৫ টায় ১০০ কেজি আলু ১১ টাকা দরে ক্রয় করে নিয়ে রায়ের বাজারে সারাদিন ব্যাপী বিক্রী করলেন ১৩ টাকা দরে৷রাত ১১ টায় ২০০ টাকা প্রফিট পকেটে নিয়ে আনন্দে বাড়ী আসলেন৷ঠিক একই রকমে আমরা EURO বিক্রী করে usd ডলার কিনি আবার JPY বিক্রী করে GBP কিনি অথবা GOLD বিক্রী করে আমরা USD ডলার কিনি৷
ফরেক্সে সাধারণত বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে আরেক দেশের মুদ্রা কেনাবেচা হয়। ফরেক্স এর পুর্নরুপ হচ্চে ফরেন এক্সচেঞ্জ। এখানে সারাবিশ্বের মানুষের পাশাপাশি আমাদের বাংলাদেশের মানুষেরাও অংশ গ্রহন করে ভাল উপার্জন করে থাকে। যেখানে আমাদের অনেক বেকারেরা ভাল উপার্জন করে সাবলম্বী হয়েছে।
ফরেক্সে অনেক কিছ ট্রেড করা হয়।প্রথমত অনেক রকমের কারেন্সির ট্রেড করা হয়।মেজর কারেন্সির, ক্রস কারেন্সির ইত্যাদির ট্রেড করা হয়।আবার গোল্ড, সিলভার এমনকি ওয়েলের ও ট্রেড করা হয়।এসব কিছু সবকিছুই বাস্তবে নয় অনলাইনে ক্রয়-বিক্রয় এর মাধ্যমে ট্রেড সম্পন্ন হয়।তবে সচরারচর সবাইই কারেন্সির ট্রেড করে থাকে।
আমরা ফরেক্স মার্কেটের সাধারণত কারেন্সি ট্রেড করে থাকি। কিন্তু কারেন্সি এছাড়াও আমরা অনেক সময় গোল্ড, অয়েল সিলভার এসব ম্যাটেরিয়াল দিয়েও ট্রেড করি। আমরা কারেন্সিগুলো বাই দেয় এবং পরবর্তীতে তা দাম বেড়ে গেলে সেল দিয়ে আমরা প্রফিট করতে পারি। মেটারিয়াল গুলোর ক্ষেত্রেও আমরা একই ভাবে বাই এবং সেলের মাধ্যমে প্রফিট অর্জন করতে সক্ষম হয়।
আমি শুনেছি ট্রেড হল বিভিন্ন দেশের মানি এক্সচেঞ্জ এর মত। আপনি এক সময়ে নির্দিষ্ট অর্থ দিয়া ইউরো কিনলেন।কিছু সময় বা দিন পর ইউরো দাম বেড়ে গেল তখন ওই বাড়তি দাম এ বিক্রি করলে লাভ হবে এমন ব্যাপার।
ফরেক্সে অনেক কিছ ট্রেড করা হয়।প্রথমত অনেক রকমের কারেন্সির ট্রেড করা হয়।মেজর কারেন্সির, ক্রস কারেন্সির ইত্যাদির ট্রেড করা হয়।আবার গোল্ড, সিলভার এমনকি ওয়েলের ও ট্রেড করা হয়।এসব কিছু সবকিছুই বাস্তবে নয় অনলাইনে ক্রয়-বিক্রয় এর মাধ্যমে ট্রেড সম্পন্ন হয়।তবে সচরারচর সবাইই কারেন্সির ট্রেড করে থাকে।