আমরা সবাই ফরেক্সে ট্রেড করি মূল ইনকাম করার জন্য । এজন্য ইনভেস্ট করি ,বিভিন্ন কৌশল প্রয়োগ করি,অনবরত চেষ্টা করি প্রফিট করার জন্য । অনেক সময় প্লান করে ১০ বা ২০ডলার প্রতিদিন ইনকাম করা যায় আবার অনেক সময় প্রফিট করতে গিয়ে লোকসান হয়ে যায় । প্রতিদিনই লস হয় । তবে পরিকল্পিতভাবে ট্রেড করলে অধিকাংশ সময় প্রফিট করা যায় কিন্তু বেশী প্রফিট করতে গেলেই লোকসান হয়ে যায়। বন্ধুরা শেয়ার করলে আমরা উতসাহিত হবো।