সফল ট্রেডাররা কেন অন্যকে শিখাতে চায় না?
আমরা সকলেই জানি যে ফরেক্স ব্যবসা খুবই ঝুকিপূর্ণ ব্যবসা আর এখানে সফলতার জন্য অনেক কঠোর পরিশ্রম এবং সঠিক পথে এগোতে হয়। যদি কোন ট্রেডার সঠিকভাবে পরিশ্রম না করতে পারে তাহলে তার সফলতার জন্য অনেক সময় ব্যয় করতে হয়। তবে কোন সফল ট্রেডার যদি একজন নতুনকে গাইডলাইন দিয়ে থাকে তাহলে সে খুব সহজেই সফলতার দিকে এগোতে পারবে। কিন্তু দুখের বিষয় হলো যে কোন সফল ট্রেডার কাউকে গাইডলাইন দেয় না এটার আসলে কারণটা কি?
সফল ট্রেডাররা কেন অন্যকে শিখাতে চায় না :-
কথাটা কতটুকু সত্য সেটা বলতে পারব না। তবে শেখাটি আপনার উপর নির্ভর করে। আপনি সফল হতে চাইলে আপনার নিজের শ্রম দিতে হবে। মনে রাখবেন যে সফল ট্রেডার সেও একটি সময় অনেক চেষ্টায় সফল ট্রেডার হয়েছে। আপনাকেও সফল হতে হলে আপনার নিজেরই চেষ্টা করতে হবে। নিজে চেষ্টা করলে আপনিও একদিন সফল হবেন। তাই কোন সফল ট্রেডার আপনাকে শিখিয়ে সফল করতে পারবে না তারা শুধু সামান্য উপদেশই দিতে পারবে। তবে আদর্শ সফল ট্রেডার সবাইকেই শিখাথে সাহায্য করবে।