বেশিরভাগ নতুনরা ডেমো একাউন্টে অনুশীলণ করতে অলসতা করে কেন?
যখন কোন ট্রেডার দীর্ঘদিন ডেমো একাউন্টে অনুশীলণ করে যখন তার রিয়েল একাউন্টে ট্রেড করতে যায় তখন সে মার্কেট সম্পর্কে ভাল বুঝতে পারে এবং সেই অনুপাতে ট্রেড করে সফলভাবে মুনাফা উপার্জন করতে পারে। কিন্তু বর্তমানে দেখা যায় যে অনেক নতুন ট্রেডাররা ডেমো একাউন্টে ট্রেড করতে অলসতা অনুভব করে। এটি আসলে কেন করে থাকে? যদিও তারা জানে যে ডেমোতে অনুশীলণ করলে তারা ভাল কিছু শিখতে পারবে যা তাদেরকে রিয়েল একাউন্ট হতে ভাল মুনাফা উপার্জন করতে সাহায্য করে থাকবে।
ডেমো একাউন্টে ৃঅনুশিলণ করতে অলসতা
বেশিরভাগ নতুনেরা ডেমো একাউন্টে ৃঅনুশিলণ করতে অলসতা করে কারণ ডেমো একাউন্টে কোন লাভ লস নেই যদিও অনেক শেখা যায়। তরপরে ও অনেকদিন ডেমো একাউন্টে অনুশিলণ করলে একগেঁয়েমি চলে আসে যার ফলে অনুশিলণে মনোযেগের ঘাটতি হয়।