ভাই আমি মনে করি কেউ যদি সব সময় একটা পেয়ারেই ট্রেড করে তাহলে সেই পেয়ার সম্পর্কে তার অভিজ্ঞতাটা অনেক বেশি হয়ে যায় । আমিও একটা পেয়ারেই ট্রেড করি । কিন্তু যখন দেখি সেই পেয়ারে ট্রেড করতে সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে তখনই অন্য পেয়ারে ট্রেড করার চিন্তা করি । যদি আপনি একটা পেয়ারে ট্রেড করেন সেক্ষেত্রে আপনার মার্কেট আনাল্যসিস করতে খুব বেশি কষ্ট করতে হবে না , খুব বেশি ডেটা খোঁজার দরকার নাই । তাই আমি মনে করি সবচেয়ে ভালো হয় ১টা বা ২টা পেয়ারকে ট্রেড করার জন্য বেছে নেয়া ।