-
ফরেক্স: পেশা নাকি শখ?
ফরেক্স একটি আন্তর্জাতিক কারেন্সি ব্যাবসা, ২৪ ঘন্টাই খোলা থাকে,সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার।অনলাইন নির্ভর এই ব্যাবসাটি যেকোন জায়গা থেকে নিয়ন্ত্রণ করা যায় বলে আজকাল অনেক চাকুরীজীবী, ছাত্রছাত্রী এবং কিছু ব্যাবসায়ী বাড়তি উপার্জনের জন্য এখান থেকে আয় করেন।
এখানে সময় এবং পরিশ্রমের বিনিময়ে অনেকে সফলতা অর্জন করতে পারেন এবং এটাকে পেশা হিসেবে গ্রহন করে নিজেকে ট্রেডার হিসেবে পরিচয় দিয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে পারেন।
তাই ফরেক্সকে পেশা বা শখ কি হিসেবে গ্রহন করবেন সেটা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয়াই আপনার জন্য মঙ্গল জনক।
-
ফরেক্স মার্কেট ২৪ ঘণ্টাই খোলা থাকে। ফলে যেকোনো কাজের পাশাপাশি ফরেক্স মার্কেটে ট্রেড করে নিজেকে দক্ষ ট্রেডার হিসাবে নিজেকে সমাজের বুকে স্থান লাভ করতে পারেন।
-
ফরেক্স কে আমি পেশা হিসেবে নিব , যেহেতু ফরেক্স থেকে টাকা আয় করা যায় তাই ফরেক্স পেশা হিসেবে বেছে নিব। ফরেক্স সব শ্রেণীর মানুস কাজ করতে পারে। আপনি ছাইলে ফরেক্স কে ফুল টাইম বা পার্ট টাইম হিসেবে নিতে পারেন ।
-
আমি ফরেক্সকে এখন পাট-টাইম আয়ের সুযোগ হিসেবে নিয়েছি । আমি ফরেক্স সম্পকে বেশি কিছু জানি না । আমি ডেমো ট্রেড করতেছি, সাথে সাথে শিখতেছি । আশা রাখি ভবিষ্যতে প্রফেশনাল ট্রেডার হিসেবে থাকব ।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা কেনা বেচার বাজার। এখানে ব্যবসা করে আপনি প্রচুর অর্থ উর্পাজন করতে পারবেন। কিন্তু তার জন্য আপনাকে ফরেক্স সম্পর্কে ভালো করে জ্ঞান অর্জন করতে হবে। ফরেক্স কে আপনি পেশা হিসেবে নেবেন না শখ হিসেবে নিবেন এটি নির্ভর করে আপনার উপর। আপনি চাইলে পেশা হিসেবেও নিতে পারেন আমার শখ হিসেবেও নিতে পারেন। তবে পেশা হিসেবে নিতে হলে আপনাকে অনেক পরিশ্রমী হতে হবে এবং ফরেক্স ভালো করে শিখতে হবে।
-
ফরেক্স পেশা হিসেবে নিলে অবস্যই ভাল ভাবে বুজে শিখে তার পর করে উচিত ।ফরেক্স ব্যবসা করা খুব কঠিন কাজ ।ফরেক্স সব শ্রেণীর মানুসই কাজ করতে পারে। আপনি চাইলে ফরেক্স কে ফুল টাইম বা পার্ট টাইম হিসেবে ব্যবসা নিতে পারেন । শখ করে করলে খতির সম্মুখিন হতে হয় ।
-
যেখানে আমরা টাকা উপার্জনের জন্য পরিশ্রম করি তাকে আমরা পেশা বলি। আর ফরেক্স ট্রেডিংয়ে যেহেতু অধিকাংশ ট্রেডারই উপার্জনের আশায় পরিশ্রম করে সেহেতু আমি বলবো ফরেক্স শখ না পেশা। তবে কেউ শখের বশে পার্ট টাইম হিসেবে ট্রেডিং করে আর কেউ স্থায়ীভাবে পেশা হিসেবে ফরেক্স ট্রেডিংকে বেছে নেয়।সবকিছু মিলিয়ে আমি মনে করি সবারই ট্রেডিং করার মূল উদ্দেশ্য থাতে উপার্জন করা।
-
যেকোনো জিনিস শখের বসে করলে তার প্রতি আলাদা আগ্রহ থাকে। তবে পেশাদারী মনোভাব নিয়ে করা অন্য জিনিস। পেশাদারী মনোভাব নিয়ে করলে সেই সেক্টরে ভালো করা যায়। ফরেক্সকে ৯৯% মানুষই পেশা হিসেবে নেয়। ফরেক্স অবশ্যই পেশা। যদি কেউ শখ হিসেবে নেয় তবে সেটি ব্যতিক্রম। ব্যতিক্রম কখনো উদাহরন নয়।
-
ফরেক্স আসলে অনেকেই শখ হিসাবে নিলেও পরেই পেশা হিসাবে গ্রহন করে। আমি এটাকে পার্ট টাইম জব হিসাবে নিয়েছি। আমার মনোভাব পেশাদারী । তবে কিছু কিছু লোক শখের বসে ফরেক্স করে থাকে।
-
আমি ফরেক্স ট্রেডিং শুরু করি পারটাইম আয় করার উদ্দেশ্যে। দিন যত যাচ্ছে ততই মনে হচ্ছে এটাকে পারটাইম না করে ফূল টাইম করার। আমার প্রয়োজনীয় অভিজ্ঞতা ও দক্ষতা পরিপূর্ণ হলে আমি ফরেক্সকে পেশা হিসেবেই গ্রহণ করে নিবো ইনশাআল্লাহ।
-
ফরক্স কেও পেশা হিসেবে আবার কেও নেশা হিসেবে ও বেছে নিয়েছে। প্রথমত যারা শুরুতে ফরেক্স শুরু করেছিল তারা মুলত তা জবের পাসাপাশি নিয়েছিল। তারপর দেখা গেল এই পার্ট টাইম জব তা এক সময় ফুল টাইম জব হিসেবে দারিয়ে গেল। তারপর আবার দেখা যায় ভাল কিছু পাওার পর তা আর পেশা তে সিমাবদ্দ রইল না । এখন এটা কারো কারো জন্য নেশা হয়ে দারিয়ে গেছে।
-
এখন ও আমি পড়ালেখা করছি। ফরেক্স কে আমি আমার বাড়তি আয়ের উৎস হিসেবে দেখছি। আমি স্টুডেন্ট থাকা অবস্থায় কমপক্ষে ৫০,০০০ টাকা আয় করতে চাই। এক্ষেত্রে ফরেক্স একটি উৎস হবে বলে আমি মনে করি।
-
যে কেউ ফরেক্সকে পেশা বা শখ হিসেবে নিতে পারে।এক দিনে কোন মানুষই অনেক টাকার মালিক হতে পারে না।তাকে অনেক দিন দরে কষ্ট করতে হয়।তার পর আসে সেই সুজগ।তেম্নি ফরেক্সেও এক দিনে অনেক টাকার মালিক হওয়া জয়ায় না।অনেক কষ্ট আর দরজের পর উপারজনের পথ সুগম হয়।ররেক্সের দারা টাকা উপারজন করাজায় কিন্তু তার জন্য বুদ্ধি আর অনুদিলনের দরকার হয়।ফরেক্স আমাদেরকে খুব সহজেই টাকা উপারজনের পথ দেখায়,জার কারনে আমারা খুব সহজেই অর্থ উপারজন করতে পারি।আমরা যদি নিওমিত ভাবে ফরেক্সে কাজ করতে পারি তাহলে তা সম্ভব।
-
ফরেক্স, ptc ইত্যাদি। যদি করেন, তবে ৯৯% নিশ্চিত থাকেন আপনি ধরা খাচ্ছেন। ... প্রত্যেকটা মানুষ দুইটা জিনিস কে বেশী ভালবাসে আর তা হল এক তার পেশা দুই তার নেশা । আপনি হয়ত গান শুনতে পছন্দ করেন কিন্তু গাইতে নয়
-
এটা বলার অবকাশ নেই যে বর্তমান যুগে ফরেক্স অনেক চমৎকার একটা ব্যাবসা এবং অনেকে এটাকে মূল পেশা হিসেবে নিয়েছে অনেকেই আবার অন্য কাজের পাশাপাশি বাড়তি আয়ের জন্য ফরেক্সকে বেছে নিয়েছে।তবে কেউ কেউ সখের বশে ফরেক্স করে কারন যে একবার ফরেক্স ট্রেডিং ভালোভাবে আয়ত্ত করতে পারবে তার অন্য কোন কিছুকে পেশা হিসেবে বেছে নেয়ার প্রয়োজন হবে না।
-
প্রিয় বন্ধু আমরা যদি শখ এবং পেশার প্রকৃতি বিশ্লেষন করি তবে আমরা ভাবেই বুঝতে পারবো ফরেক্সে কোন ভাবই শখ হিসাবে গ্রহন করা ঠিক না কারন এখানে অর্থ বিনিয়োগ করা হয় মুনা্ফা আয় করার জন্য শখ মেটাতে নয়। ধন্যবাদ।
-
ফরেক্স যেহেতু একটি ব্যবসা তাই আমি মনে করি এটাকে শখ বলা যাবে না, বরং ফরেক্সকে একটি পেশা হিসেবে দেখা উচিত। ফরেক্সকে শখ হিসেবে দেখলে আপনি ফরেক্সে এ কখনই ভালো করতে পারবেন না। তাই ফরেক্সকে পেশা হিসেবে দেখা উচিত।
-
ফরেক্স যারা করছে তাদের অধিকাংশই এখান থেকে কিছু পাওয়ার আশায় পদার্পন করে।সবাই চাই সিরিয়াসলি ট্রেড করে লাভ করতে। এজন্য সবাই খুব ভালো মনোভাব নিয়ে ট্রেড করে যায়।তাই ফরেক্স কে অধিকাংশ মানুষই পেশা হিসেবে নেয়।শখ হিসেবে এখানে খুব কম ট্রেডার রয়েছে।তাই বলবো ফরেক্স কোনো শখ নয় এটা একটা পেশা।
-
ফরেক্স পেশা নাকি সখ একথার উত্তর কি দেব ? আসলে বলতে গেলে কি ফরেক্স কোন ছেলের হাতের খেলনা যে আপনি না বুঝে না শুনে প্রফিট করতে পারবেন । আপনি যদি ফরেক্স থেকে লাভবান হতে চান তাহলে আপনাকে আগে ফরেক্স নিয়ে দীর্ঘদিন পরাশুনা করতে হবে । তারপরেই আপনি ফরেক্স এ ভালো করতে পারবেন । এখন আপনি বলুন কেউ আর যাই করুক না কেন সখ করে এতটা কস্ট কখনই করবে না । তাই ফরেক্স কে কেউ যদি সখ মনে করে গ্রহন করে তাহলে আর ফরেক্স থেকে কিছু করা লাগবে না ।
-
ফরেক্স কে আপনি শখ হিসেবে ধরলে আপনি অনেক বড় ভুল করবেন ।। কারন এখানে লস খাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে ।। তাই শখ করে কেও লস খাতে আশে না ।। তাই শখের বশে আস্লেও আপনি যত তারা তারি পারেন ফরেক্স থেকে বিদাই নেন ।। সেটাই আপনার জন্য ভাল ।।
-
ফরেক্স কে আমি আমার পেশা হিসেবেই নিয়েছি ।। এবং ফরেক্স কে পুজি রেখেই সামনে এগিয়ে জেতে চাই ।। আর ফরেক্স পেশা হিসেবেও খারাপ্না ।। যে যাই বলক না কেন আমি সরেক্স কে টাকা বানানর মেশিন ই বলব ।। কারন ফরেক্স থেকেই আপনি অল্প ইনভেস্ট করেই অনেক কিছু করতে পারেন ।।
-
আমি মনে করি যে এটি ব্যক্তির উপর নির্ভর করে যে সে ফরেক্সকে পেশা হিসাবে নিবে না ব্যবসা হিসাবে নিবে । আর আমার মতে ফরেক্সকে পেশা হিসাবে নিলে ভাল হয় । কারণ এতে করে আপনি যেমন লাভের কথা চিন্তা করবেন সাথে সাথে লস কভাবে এড়াবেন সেই দিকেও নজর রাখবেন । আর এভাবে আপনার দক্ষতার যথারত প্রতিফলন ঘটবে ।
-
আপনি যে ব্যবসায় করতে চান ঐ ব্যবসাটাকে আপনার পেশা হিসেবে নিতে হবে । শখ হিসেবে ব্যবসা করলে কোন উন্নতি হবে না বরং লস হবে । তেমনি ফরেক্স ব্যবসাটাও আপনি যদি শখ হিসেবে নেন তাহলে আপনি কখনো সাফল্য অর্জন করতে পারবেন না বরং লস করতে হবে অনেক । তাই আপনি যদি ফরেক্স ব্যবসা টাকে ভালো ভাবে শিখে পেশা হিসেবে করেন তাহলে এই ব্যবসা অনেক মুনাফা অর্জন এর সুযোগ দিবে ।
-
আমি যখন প্রথম ফরেক্স এ আশি তখন আমি ফরেক্স সম্পর্কে তেমন কিছু জানতাম না , আমার ইচ্ছা ছিল পড়া-লেখার পাশা-পাশি ফরেক্স আমি শিখতে থাকব পরে আমি পুরাপুরি ফরেক্স কে আমার জীবনের একটি অংশ বানিয়ে ফেলেছি , ফরেক্স আমার রক্তের সাথে মিশে গেছে । ফরেক্স আমার পেশা ।
-
আসলে ফরেক্স একটি আন্তরজাতিক ব্যবসা যা থেকে অনেক লভ করা যায় ।তার জন্য ভাল করে ব্যবসা সিকতে হবে জাতে কন লস হতে পারেনা সেদিকে খেয়াল রাখতে হবে তাহলে সফলতা আসবে ।
-
শখ কখন ও টাকা দিতে পারে না বরং শখ এর পেছনে টাকা ব্যয় হয়। তাই আমি মনে করি ফরেক্স শখ হতে পারে না। ফরেক্স এক টি আধুনিক স্মাট অনলাইন ব্যবসা। যেখান থেকে ঘরে বসেই টাকা আয় করা সম্ভব এক টু বুদ্ধি খাটিয়ে। আর ফরেক্স যে শুধু লাভ হয় তা না, ফরেক্স এ মাঝে মাঝে লস ও হয় যা পেশা জীবিরা মেনে নেয়। তাই ফরেক্স এক টি পেশা শখ না।
-
ফরেক্স আমার কাছে এখন একটি শখের বিষয় কিন্তু আমি চাচ্ছি এটাকে পেশা হিসেবে নিতে কারণ আমি বিশ্বাস করি যে যেটা আপনার নেশা সেটা যদি কোন দিন পেশা হয় তাহলে আপনি ১০০ তে ১০০ মনোযোগ দিতে পারবেন কাজের পতি প্রচুর এনার্জি পাবেন আর যদি পেশা হিসেবেও আপনি নেন তাহলে আপনি হবেন এ সময়ের সবচেয়ে আধুনিক বাবসায়ি যাহা অন্য কোন বাবসা তে এ রকম সুযোগ-সুবিদা পাবেন না, তাই আমি মনে করি ফরেক্স নেশা হোক আর পেশা হোক এটা আমাদের জন্য আশীর্বাদ ।
-
ফরেক্স যেহেতু সবাই করতে পারে এবং এটি ইন্টারনেটের সবচাইতে জনপ্রিয় ব্যবাসা তো্ এই ব্যবাকে আপনি আপানর ফুল টাইম পেশা হিসেবে গ্রহন করতে পারেন আবার এই ব্যবসাকে আপনি পার্টটাইম ব্যবসা হিসেবে গ্রহন করতে পারেন আবার যদি আপনি চান এই ব্যবসাকে আপনার সখ হিসেবে নিতে চান তো অবশ্যই তা করতে পারেন।
-
আমি প্রথমে ফরেক্সকে শখ হিসেবেই নিয়েছিলাম তারপর থেকে আস্তে আস্তে ফরেক্স আমার পেশা হয়েগেছে। ফরেক্স হলো উন্নত মানের একটা ব্যবসা। এ ব্যবসা অনেক ভাল একটা ব্যবসা যা কেউই করতে পারে। কিন্তু তার জন্য প্রয়োজন অনেক অভিজ্ঞতা এবং অনেক দক্ষতা।
-
ফরেক্স একটা পেশা।প্রতিটি ট্রেডার খুব মনযোগী হয়ে লাভের আশায় ফরেক্স করে।সর্বোচ্চ মনযোগী হয়ে ট্রেড করার চেষ্টা করে।অন্য কোনো উদ্দেশ্য থাকে না।প্রধান একটা উদ্দেশ্য তথা আয় করার উদ্দেশ্য নিয়েই ফরেক্স ট্রেডিং করে।তবে দুএকজন হয়তো শখের বসে ফরেক্স ট্রেডিং করতে পারে।এই দুএকজন শখের বসে ফরেক্স করলেই তো আর ফরেক্স ট্রেডিং শখ হতে পারে না।সুতরাং ফরেক্স কোনো শখ নয় একটা পেশা।
-
ফরেক্স একটি বাবসা। এটিকে প্রায়ই পেশা হিসেবেই নিয়ে থাকেন। খুব কম সংখ্যক মানুষ রয়েছেন যারা কিনা ফরেক্সকে তাদের শখ হিসেবে নিয়ে থাকেন। তাই আমি বলব এই একটি পেশা। যার থেকে আপনি অনেক কিছু করে নিতে পারবেন। ধন্যবাদ
-
ফরেক্স একটি মার্কেট পেলেস এখানে বিজনেস করা হয় । এ ফরেক্স একটি বিজনেস প্রতিষ্ঠান যেখানে প্রচুর মানুষ অনলাইনে কাজ করে টাকা উপাজন করে থাকে । দেখা যায় অনেকে ফরেক্সকে পেশা হিসেবে নেয় আবার অনেকে আছে এ ফরেক্সকে শখ হিসেবে নেয়। আমার মনে হয় যে যেভাবে ফরেক্সকে মনে করে থাকতে পারে । কিন্তু *আমার মনে হয় ফরেক্স একটি পেশা মধ্যে পড়ে।
-
ফরেক্স কে আমি ব্যবসা হিসেবে নেব। কারন ফরেক্স থেকে আয় করা সম্ভব । তাহলে কেনই বা আমি পেশা হিসেবে নেবনা । যারা নতুন তারা প্রথমে হয়ত সখ বা ইসছা করে ট্রেড করে কিন্তু যখন প্রফিত অর্জন হয় তখন তার মনে পেশার দিকে হাত বারাই ।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক কারেঞ্ছি মার্কেট এই মারকেটকে শখ হিসাবে কল্পনা করা যায় না এটি একটি পেশা হিসাবে ধরা জেতে পারে ফরেক্সকে মানুষ জীবন নির্বাহী হিসাবে নিয়ে অনেকে নিত্য জিবনের চাহিদা মিটাছে অন্যান্য পেসা বা কাজের পাসা পাশি ফরেক্সকে পার্ট টাইম হিসাবে বেছে নিয়েছে।
-
আপনি বলুন তো? ফরেক্স পেশা নাকি শখ আপনার কাছে? ফরেক্স যদি পেশা হয় তাহলে এখান থেকে একটা ভাল ইনকাম দরকার। আর যদি শখ হয় তাহলে ২ দিন এখানে আসুন দেখুন আর কেটে পরুন। ফরেক্স কে শখ হিসাবে নিলে সে কোন্দিন ফরেক্স থেকে কিছু করতে পারবে না। আর ফরেক্স কে পেশা হিসেবে নিলে সে সিরিয়াসলি এটা সম্পর্কে বেশি বেশি জেনে শুনে এগোতে থাকবে।
-
ফরেক্স কা আপনি পেশা বা সখ ২ টাই বলতে পারেন ।কারন এতে কাজ করা যেমন সহজ তেমনি আবার মজার। তাই এতে কেও সখের বসে কাজ করে টাকা ইনকাম করে কেও আবার ফরেক্স কে পেশা হিসাবে নিয়া কাজ করে কারন এ থাকা সহজাই অনেক টাকা ইনকাম কুরা যাই
-
অামি প্রথমে ফরেক্স কে শখ হিসেবে নিয়েছিলাম এখন অামি ফরেক্স কে পেশা হিসেবে নিতে চাই। কারন প্রথমে অামি ফরেক্স সম্পর্কে জানতে চাইতাম ফরেক্স সম্পর্কে সবার কাছ থেকে অনেক কিছু শুনতাম তারপর থেকে আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে অনেক কিছু শিখলাম এবং বাংলা ফরেক্স ফোরামে পোস্টিং করেও অনেক কিছু জানতে পারলাম। তারপর থেকে আমার ইচ্ছা হলো ফরেক্সকে নিজের পেশা হিসেবে নেওয়া অার আমি নিতেও চাই ফরেক্সকে পেশা হিসেবে।
-
ফরেক্স একটি অনলাইন বিজনেস। এটি শখ হতে পারে না ফরেক্স একটি ভাল বিজনেস।ফরেক্সবিজনেস করে আমরা প্রতি মাসে ভাল প্রফিট করতে পারি। ফরেক্স মাকে'ট থেকে যদি আমরা আয়ের চিন্তা করি তা হলে ফরেক্স এর পিছনো আমাদের প্রচুর সময় দেওয়া উচিৎ। কারন ফরেক্স মাকে'টে সময় দিতে পারলে আমরা এখানে সফলতা পাব।
-
ফরেক্স অবশ্যই ভালো একটা পেশা। তবে কিছু মানুষ শুধু ফরেক্স পেশা হিসেবে নিয়েছে আর কিছু মানুষ অন্য কাজের পাশাপাশি ফরেক্স করে থাকে। ফরেক্স মার্কেট ভালো একটা পেশা হবার কারণ ফরেক্স অনেক লাভজনক বিজনেস। আর আমরা যেকোনো সময় ফরেক্স করতে পারি। কারন ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন ২৪ ঘণ্টা খোলা থাকে। তাই আমার মনে হয় ফরেক্স অনেক ভালো একটা পেশা।
-
ফরেক্স আপনি পেশা বা শখ দুটি হিসেবেই নিতে পারেন । এটা একান্তই আপনার ব্যাপার । তবে শখ একসময় প্রফেশনাল হিসেবে আপনা হতেই হয়ে যেতে পারে । এটা আপনা হতেই অকেসময় চলে আসে । বিশেষ করে শখ যখন আমাদের প্রয়োজন মেটায় এবং প্রয়োজন মেটাতে গিয়ে প্রতিদিনের কার্যে পরিনত হয় তখনই তা প্রফেশনাল হয়ে যায় ।