-
লসও কি ট্রেডের অংশ?
অনেক ট্রেডার আছেন যারা লস করাকে মোটেই মেনে নিতে পারেন না। তারা তাদের ট্রেডিং কে লস শূন্য ভাবে পেতে চান। কিন্তু একটি কথা মাথায় রাখা উচিত ঐ লসও কিন্তু লাভের মত ট্রেডের অংশ। শুধুমাত্র লাভ দিয়েই যদি ফরেক্স গঠিত হত তাহলে তো এটা নিয়ে এত আলাপ আলোচনা কিংবা জ্ঞান অর্জনের প্রয়োজন ছিল না। লাভের মত লসকেও ট্রেডের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে জানা উচিত। কেননা লসই আপনাকে ভালো ট্রেডার হওয়ার সুযোগ বা আকাঙ্খার সৃষ্টি করে। কি বলেন?
-
অনেক ট্রেডার আছে যারা লসকে মেনে নিতে পারে না। কিন্তু ব্যাবসা মানে লাভ লস দুইই থাকবে। সুতারাং ফরেক্স করতে হলে যেমন লাভ আসবে তেমনি লসও হতে পারে। কিন্তু লসকে মেনে নিয়ে পুনরায় ট্রেড করতে হবে।
-
ব্যবসা মানেই লাভ আর লসের সমন্নয়। কোন ব্যবসায়ই নেই যেখানে লস শব্দটি নেই। ব্যবসা করলে লাভ লস দুটোই হবে। ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা এখানে আপনার লাভ এবং লস দুটোই হবে। তো লস অবশ্যই ট্রেড এর একটি অংশ।
-
অবশ্যয়,লাভ-লোকসান যেকোন ব্যাবসার অংশ।আর ফরেক্সের ক্ষেত্রে লস কথাটা একটু বেশি শুনা যায়,কারন এখানে বেশিরভাগ লোক লস করে।আর লস করে তাদের অজ্ঞতার জন্য।সুতারাং ফরেক্সে লস কে মেনে নিতে হবে,আবেগ তাড়িত না হয়ে লসের কারন খুজেঁ বের করতে হবে যাতে লস থেকে বের হওয়া যায়।
-
অবস্যই লসও ট্রেডের অংশ । ফরেক্স ট্রেড একটা অনলাইন ব্যাবসা যাতে আন্তর্জাতিক মুদ্রা বাজারে মুদ্রার ক্রয় এবং বিক্রয় হয় ।ফরেক্স করতে হলে যেমন লাভ আসবে তেমনি লসও হতে পারে। কিন্তু লসকে মেনে নিয়ে পুনরায় ট্রেড করতে হবে।ফরেক্স পেশা হিসেবে নিলে অবস্যই ভাল ভাবে বুজে শিখে তার পর করে উচিত ।
-
ব্যবসায় লাভ এবং লস দুটিই থাকবে। লাভ লস ছাড়া ব্যবসা হয় না। সেহেতু লসও ট্রেডের একটি অংশ এটি আমাদের মেনে নিতে হবে তা না হলে আমরা ফরেক্স এ টিকে থাকতে পারব না। আর আমাদের মনে রাখতে হবে প্রতিটি লস ই আমাদের একটি বড় শিক্ষা দেয়।
-
ট্রেড যেহেতু এক ধরনের ব্যবসা সেহেতু এখানে লাভ লস থাকবেই।শুধুমাত্র লাভই হবে এমন চিন্তা করলে এখানে টিকে থাকা সম্ভব নয়।ট্রেড মার্কেটে লসের কারন খুজে ট্রেড করলে নতুন অভিজ্ঞতা হয়।অনেক ট্রেডেই লস হয়ে থাকে।তাই বলা যায় যে ট্রেডে যে শুধু লাভই হয় এমন নয়,অনেক ট্রেড আছে যেগুলোতে অবশ্যই লসও হয়ে থাকে।
-
লাভ যদি ট্রেড এর অংশ হয় তবে লস ও ট্রেড এর অংশ। লাভ এবং লস ২ টা ই মুদ্রার এ পিঠ ও পিঠ। কারণ কেউ যখন ট্রেড করে হয় লাভ হবে না হয় লস হবে। লাভ হলে যেমন আনন্দ লাগে তেমনি লস হলেও হতাশ না হয়ে সাধারণ ভাবে নিতে হবে। লস হলে হতাশ না হয়ে বরং আপনি কি কারণে লস করেছেন তা বের করার চেষ্টা করুন এটা ভবষ্যিতে আপনাকে আরও বেশি বেশি লাভ করার পাথেয় হবে।
-
যেকোনো ব্যবসার দুটো অংশ থাকে, একটি হচ্ছে লাভ অন্যটি হচ্ছে লস। অনুরূপ ভাবে ফরেক্স মার্কেট এ লাভ এবং লস দুটোই আছে, এবং দুটোই হচ্ছে ফরেক্স মার্কেটে অভিচ্ছেদ অংশ। আপনি ফরেক্স মার্কেটে এ লাভ লস দুটোই করবেন।
-
ফরেক্স হচ্ছে এক ধরনের বিজনেস। আর এই বিজনেস এ লাভ এর সাথ সাথে লস ও থাকবে সেটা স্বাভাবিক। ফরেক্স এ যে আমরা শুদু লাভ ই করে যাব তা নয়। অনেক সময় আমাদের কে লস ও পুহাতে হবে। কেন না লাভ আর লস উভয়ে আমাদের ফরেক্স ট্রেড এর পরিপূরক। তাই আমি মনে করি আমাদের সবাই কে লাভের পাশাপাশি লস কে ট্রেড এর অংশ হিসেবে মেনে নিতে হবে। কেন না লস ও ট্রেড এর একটা অংশ।
-
হ্যা অবশ্যই লসও ট্রেডের অংশ।আমরা সকলেই জানি ফরেক্স ব্যবসা বলে এখানে লাভ-লসের ই খেলা।লাভ প্রতিটি ট্রেডারকেই খুশি করে বলে লাভকে আমরা ট্রেডের অপরিহার্য উপাদান বিবেচনা করি।আর লস হলে আমরা খুবই দু:খিত হই।কিন্তু দ:খ পেলে হবে না।কেননা লাভের মতো লসও ট্রেডের অংশ।তাই লসকে ট্রেডের অংশ হিসেবে মেনে নিয়ে ট্রেড করতে হবে।
-
হ্যাঁ অবশ্যই লস ও ফরেক্স ট্রেডিং এর একটা অংশ । আপনি যদি ফরেক্স করতে থাকেন তাহলে আপনার লস হবেই সেটা কম হোক আর বেশি হোক । লস না করলে আপনি আপনার ভুল গুলো কখনই বুঝতে পারবেন না । তাই আপনি যদি লস করে থাকেন তাহলে মন খারাপ করার কোন দরকার নাই । আপনি কখনই লস করে হতাশ হলে চলবে না আপনাকে আপনার ভুল গুলয় শুধরে নিয়ে আবার ট্রেড করতে হবে । আপনাকে আপনার ভুল গুলয় বুঝতে হবে ।
-
এমন কোন বেবশা কি আসে যেখানে লস হয় না । ফরেক্স এ লস ত হবেই তবে খেয়াল এটা রাখতে হবে যে আপনার লস বেশি হচ্চেহ না কি লাভ । যদি আপনার লাভ এর পরিমান বেশি থাকে তবে আপনি সঠিক পথে আগচ্ছেন আর যদি লস বেশি হয় তবে আরও ভাল করে এই বিশয়ে পরাশুনা করুন । মনে রাখবেন কিছু পেতে হলে কিচু দিতে হয় ।
-
এক টি ব্যবসায় সব সময় ২ টা দিক থাকে। লাভ আর লস। ফরেক্স যেহেতু এক টি ব্যবসা সেহেতু ফরেক্স লাভ লস হতেই পারে। অনেকে এই লস কে মেনে নিতে পারে না, কিন্তু তাদের মনে রাখা উচিত লাভ তখনই সম্ভব যখন লস আসবে আগে। তাই আমি মনে করি লস ও ফরেক্স ট্রেডিং এর এক টি অংশ।
-
হ্যা বন্ধ ফরেক্স মার্কেটে অবশ্যয় লস এবং লাভ উভয়ই ফরেক্স ট্রেডের অংশ কারন এটা একটা ব্যবসা তাই প্রতিটা ব্যবসায়ই লস এবং লাভ ব্যবসায়ের সাথে ওতোপ্রোতো জড়িত তাই আপনি কোন ভাবেই ফরেক্স ব্যবসায়ে এসে বিনা লসে ব্যবসাকে কল্পনা করতে পারবেন না কারন আপনি যেখানে লাভের দেখা পাবেন সেখানে লস দেখাটাও স্বাভাবিক। ধন্যবাদ।
-
অবশ্যই লস ট্রেডের অংশ । কারণ আমরা জানি যে ফরেক্স একটি ব্যবসা । আর ব্যবসায় লাভ লস উভয়টি থাকে । তাই লস হলেও মেনে নেওয়া উচিৎ । তবে কেউই চায় না যে নিজের ব্যবসায় লস হউক । অনাকাঙ্ক্ষিত ভাবে এটি ঘটে । তাই আমরা সব চাই যাতে লভ হউক । এর জন্য আমাকে ফরেক্স সম্পর্কে ভালভাবে জানতে হবে । বুঝতে হবে ফরেক্স কি জিনিস । তবেই বেশিরভাগ লস এড়ানো সম্ভব ।
-
প্রতেক ব্যবসায় লাভ লস আছে তাই লস কে মেনে নিতেই হবে । আপনি ফরেক্স ভালো করে না শিখে ট্রেড করলে আপনার লস মেনে নিতেই হবে । লস ট্রেড না করার জন্য আপনাকে আগে ফরেক্স ভালো ভাবে শিকতে হবে । সব সময় মার্কেট আপনার আয়ত্তে নাও থাকতে পারে এই সময় আপনার লস হতে পারে তাই এই লস টাকে মেনে নিতেই হবে । তাই ব্যবসায় লাভ লস থাকবেই এবং মেনে নিতে হবে ।
-
হ্যাঁ, আপনি বলতে পারেন লস ট্রেডিং এর একটি অংশ। কারণ, ভুল না করলে যেমন কিছু শেখা যায় না ঠিক তেমনি লস না দিলে বা খেলে আপনি কখনই লাভ করতে পারবেন না। তাই আমার দিক থেকে আমি যেটা বলব যে, লসও ট্রেডিং এর অংশ।
-
যে কোন ব্যবসাতে আমরা যদি ভাল ফলাফল করতে চাই তো আমাদের আগে জানতে হবে যে ফরেক্স হচ্ছে একটি ইন্টারেস্টিং ব্যবসা তো আমরা সবাই জানি যে যে কোন ব্যবসাতে যদি আমরা করি তা হলে আমাদের লাভ এবং লস দুটোই হতে পারে । তো ফরেক্স যে হেতু একটা ব্যবসা তো এখানেও আমরা লাভ ও করতে পারি আবার লস ও করতে পারি আবার লাভ ও করতে পারি । কারন লস এবং লাভ ফরেক্স এর একটি অংশ।
-
আপনি কথাও না ঠেকলে শিখতে পারবেন না। তাই, লস ট্রেডের একটি অংশ আমরা বলতে পারি। লস করা ভাল। এটা এক থেকে ২ বার। কিন্তু আপনি সবসময় একই জায়গায় লস বা একই ভুলের জন্য বার বার লস খাবেন টা ঠিক না। যেখানে বা যে ভুলের জন্য আপনি লস খেয়েছেন সে জায়গা খুজে বের করে ভুল গুলো এড়িয়ে চলতে চেষ্টা করুন। এতে আপনার উপকারই হবে। ধন্যবাদ
-
হাঁ লস ও ট্রেড এর অংশ, আমি মনে করি লাভ এবং লস বাবসায়ে একটি মুদ্রার এপিট/ওপিট এটা আপনি যে কোন বাবসায়ে খুঁজে পাবেন না যে লস হয় না, তাই আমি বলব যে অবশ্যই লস ট্রেড এর গুরুত্বপুণ্য অংশ আর ফরেক্স এমন একটি প্লাটফর্ম যে প্রথম আপনাকে লস মেনে নেওয়ার মন মানিসিকতা ও শক্তি থাকতে হবে।
-
আমি মনে করি প্রতিটি ব্যবসাতে লস এবং লাভ বিদ্যমান এবং যেহেতু পৃথিবীর মধ্যে এটি অনলাইন ভিত্তিক শ্রেষ্ট ব্যবসা তো ব্যবসার নিয়ম অনুযায়ি লস এবং লাভ আপনার ফরেক্স জিবনেও বিদ্যমান থাকবে এই নিয়ে আপনার চিন্তার কোন কারন নেই । লস হলে আপনাকে আরও বেশি করে সাবধানতা অবলম্বন করে আস্তে আস্তে এই ব্যবসাতে এগিয়ে যেতে হবে । আর লস করলে আপনাকে আপনার লস এর কারন বের করতে হবে।
-
মইনুদ্দিন আহ্মেদ
সব বেবসাতে যেমন লাভ / লোকসান আছে ফরেক্স বেবসা তে ও সেটা আছে। এতা সব বেবসার ই অংশ। তাই বেবসা করতে গেলে লাভ যেমন হবে লস ও তেমনি। লস হলে হতাশ না হয়ে কি কারনে বা কি ভুলের জন্ন লস টা হোল সেটা বের করা উচিত যাতে সেটা আর না হয়। ফরেক্স ও সেরকম, লস হলে কেন হল, কোথায় ভুল হোল সেটা বের করে যারা ভাল তেরেদার তাদের সাথে এ বেপারে পরামর্শ নিয়ে ও সমাধান করা যায়। তাই লস কে সহজ ভাবেই নিতে হবে এবং হতাশ না হয়ে তেরেদ চালিয়ে যেতে হবে।
-
লস হলো ট্রেডের একটা অংশ। কারন সকল ব্যবসায়ই লস ও লাভ থাকে আর ফরেক্সও একটা ব্যবসা। লস হতেই পারে তাই বলে কী ট্রেড করা বন্ধ করে দিবেন আমি মনে করি না। কারন লস মেনেনিতে হবে আর ভাল ভাবে ট্রেড করার চেষ্টা করতে হবে। তাহলেই আপনি লাভের মূখ দেখবেন।
-
ফরেক্স একটি আন্তর জাতিক মুদ্রা কেনা করার মার্কেট । যেকোনো বিজনেস এর মত ফরেক্স মার্কেটে লাভ লস হতে পারে । ফরেক্স মারকেটে লাভ এবং লস ও ট্রাডিং এর অংশ ।
আপনি যদি ফরেক্স মার্কেট সম্পরকে প্রচুর জ্ঞান অরজন করেন তাহলে আপনি ট্রাডিং ভুল কম করবেন এতে আপনার লস কম হবে আপনি লাভবান হবেন ।
-
ফরেক্স একটি মানি ব্যবসা আর ব্যবসায় লাভ লস উভয়ই আছে। আর লসকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাবার প্রবনতা থাকতে হবে। আপনি যখন ট্রেড করবেন তখন প্রতি ট্রেডেই লাভ হবে না। ক্ষেত্র বিশেষ লস ও হয়ে যেতে পারে। লসটাকে সহজ ভাবে নিতে শিখুন। একটা কথা মনে রাখবেন লস ব্যবসারই অংশ। লসটাকে মনে না রেখে লসের কারণটাকে মনে রাখুন এবং ভবিষ্যতে ট্রেড করার ক্ষেত্রে পূর্বের ভুল পরিহার করুন।
-
লাভ কিংবা লস প্রত্যেকতা ব্যবসাতেই আছে। লাভ লস ছাড়া কোন ব্যবসাই সম্ভব না। ফরেক্সও একটি ব্যবসা। ফরেক্সেও লাভ লস আছে। লাভ লস ছাড়া ফরেক্স ট্রেড সম্ভব না। সেই হিসেবে লস অবশ্যই ট্রেডের অংশ। প্রত্যেক টা ট্রেডারই লস করে থাকেন। বিশেষ করে নতুন অবস্থায় প্রচুর লস করে থাকেন। এই লস কে সাথে নিয়েই ট্রেড করে যেতে হবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করলে লস হতেই পারে। তবে হতাশ হওয়া যাবে না। কারন সব ট্রেডার ফরেক্স মার্কেটে লস করে। আমি অনেক লক্ষ করেছি যারা ফরেক্স সম্পর্কে ভালভাবে না যেনে ট্রেড করে তারাই ফরেক্স মার্কেটে লস মেনে নিতে পারে না। তবে আমাদের উচিৎ যখন লস হয় তখন খুজে বের করা উচিৎ কি জন্য লস করলাম। আমরা যদি আমাদের লস করার কারন খুজে বের করতে পারি তাহলে আস্তে আস্তে আমাদের লস অনেক কম হবে।
-
হা লস ট্রেডের এক টি অংশ। লস যদি না হত তাহলে লাভ আশত না। লস ও লাভের সমন্বয় লাভের উতপত্তি। লস কে ছারা যেমন লাভ আশা করা যাই না তেম্নি লাভ ছারা লস্কে চলা যাই না। লস ট্রেডের এক টি আংশ।
-
অবশ্যই লস ট্রেডের অংশ। কারণ, ফরেক্স ট্রেডিং একটি বাবসা। এখানে লাভ লস দুটোই থাকে। ফরেক্সে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে লসকে হাসি মুখে মেনে নেওয়া। আপনি যদি ফরেক্সে আপনার লসকে হাসি মুখে মেনে নিতে পারেন তাহলে আপনি অনেক প্রফিট করতে পারবেন। ধন্যবাদ
-
ফরেক্স মার্কেট বাই সেল ফরেক্স মারকেটের দুতি আংস একানে বাই সেল দুটিতে লাভ করা জায় ।আর লস একানে এক্তি আংস লাভ যেমন টিক তেমনি এক্তি আংশ লস একানে ট্রেড করলে যেমন লাভে হবে আবার লস ও হতে পারে ।
-
হ্যাঁ লস ট্রেডেরই একটি অংশ। কারণ, আপনি কোন একসময় ভুল এনালাইসিস পূর্বক ট্রেড ওপেন করে রাখলেন। কিন্তু আপনি কিছুক্ষন পর দেখলেন আপনার এনালাইসিস কোন কাজ করছে না। আপনি যদি তখন ট্রেড গুলো বন্ধ করে দেন তাহলে আপনি তার বিপরিতে ট্রেড ওপেন করে দিলে আপনার প্রফিট হবে। তাই আমি মনে করি আপনাকে লস মেনে নেওয়ার মন থাকতে হবে। ধন্যবাদ
-
ফরেক্স ট্রেড একটা অনলাইন ব্যাবসা যাতে আন্তর্জাতিক মুদ্রা বাজারে মুদ্রার ক্রয় এবং বিক্রয় হয় ।ফরেক্স করতে হলে যেমন লাভ আসবে তেমনি লসও হতে পারে। কিন্তু লসকে মেনে নিয়ে পুনরায় ট্রেড করতে হবে।ফরেক্স পেশা হিসেবে নিলে অবস্যই ভাল ভাবে বুজে শিখে তার পর করে উচিত
-
ট্রেড এ লস থাকবে এটাই সাভাবিক। কোন ব্যবসায় যে শুধু লাভ থাকবে এটা তো হতে পারেনা। যে ব্যবসায় যত লাভ করার সম্ভাবনা আছে ঠিক তার বিপরীতে লস এর সম্ভবনা থাকবে এটা মেনে নিতে হবে। আমি তাই মনে করি লস ট্রেড এর একটি অংশ।
-
অবশ্যি লস ট্রেডের একটি অংশ কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে অবশ্যই লস হবে যেমন লাভ হবে তেমনি লসও হবে ফরেক্স মার্কেটে লাভ লস দুটই আছে তাই লাভের পাসাপাসি লসকেও মেনে নিতে হবে লাভ করতে হবে লস্কে সাতে নিয়ে সেটা করতে হবে ।
-
যেকোন একটা ব্যবসায় শুধু লাভ থাকবে লস থাকবে না এতা হতেই পারেনা ঠিক ফরেক্স ব্যবসায় শুধু লাভ থাকবে লস থাকবে না এতা অসম্ভব। লাভ লস দুটাই ফরেক্স এর আংশ একটি সাড়া অন্যটি অপূর্ণ। আর ফরেক্স এ ভালো ট্রেডার হতে চাইলে লস করার মাধ্যমেই হওয়া সম্ভব।
-
লাভ এবং লসের সমন্বয় ই হল ব্যাবসা। তাই ফরেক্স ব্যাবসায় লাভ লস আছে। লস টাও ফরেক্স এর একটি অংশ। অামাদের ফরেক্স ট্রেড করতে হলে প্রচুর পরিমান অভিঙ্গতা অজ'ন করতে হবে। অভিঙ্গতা ছারা ফরেক্স ট্রেড করাটা বোকামি ছারা আর কিছুই না। তাই আমি বলব আপনারা অনেক বেশীবেশী ডেমো ট্রেড করুন এবং অনেক বেশী অভিঙ্গতা অজ'ন করুন।
-
হ্যাঁ লসও ট্র্র্রেডের একটি অংশ।প্রত্যেকটি ব্যবসারই লস লাভ খাকে।ফরেক্স ব্যবসাতে ও লাভ ও লস আছে।ফরেক্স মার্কেটে আপনি যদি লস না করেন তাহলে লাভ করতে পারবেন না।কারন আপনি যখন লস করবেন তথনেই বুঝতে পারবেন কোন ভুল ট্রেড করার জন্য আপনার লস হল।তাই আমি বলব যে ফরেক্স মার্কেটে লস ট্রেড নিজেকে সংশোধনের একটি বিশেষ অংশ।
-
হ্যাঁ আমার মতে লসও ট্রেডের অংশ। লস করা ছারা প্রকৃত ট্রেডার হওয়া যায় না। অভিজ্ঞ ট্রেডাররা লস করে অভিজ্ঞ হয়েছে। তারা অভিজ্ঞরা দক্ষতা অর্জন করেছেন প্রত্যেকটা লস থেকে শিক্ষা নিয়ে। তাই আমি মননে করি লসও ট্রেডের একটা অংশ।
-
অবশ্যই লস ও ব্যবসায়ের অংশ । কারণ লস না থাকলে সেটি ব্যবসা বলে গণ্য হয়না । তাই যারা মনে করে লস করবেনা তারা কখনো ভাল করে ফরেক্স শিখতে পারবেন না , কারণ লস না হলে আপনি ঠিকমত ব্যবসা শিখতে পারবেন না । তবে সবাই চায় ব্যবসায় লস হলে তা যেন কম করে হয় ।