আমরা প্রতিদিন ফোরামে কিসের আশায় পোষ্ট করি?
আমরা সকলেই প্রতিদিন ফোরামে পোষ্ট করি।কিন্তু অনেকেই আছে যারা শুধু মাত্র পোষ্টের বোনাসের আশায় ফোরামে পোষ্ট করে মাস শেষে যেনো সে বোনাস দিয়ে মার্কেট ট্রেড করতে পারে সেই আশায় আবার অনেকেই আছে তারা নিজেদের দক্ষতা অর্জন করার জন্য নিজে এনালাইসিস করে ফোরামে পোষ্ট করে অন্যদের মতমত নিয়ে থাকে। কারন তার এনালাইসিস অথবা বোঝার কোন ভুল আছে কিনা জানার জন্য। কিন্তু আপনি কি জন্য ফোরামে পোষ্ট করেন?
আমরা প্রতিদিন ফোরামে যে আশায় পোষ্ট করি :-
ফোরাম পোস্ট এমন একটা প্লাটফর্ম যেখানে বহু অভিজ্ঞ ট্রেডাররা মন্তব্য করে থাকেন। এখানে পোস্ট করার আশা এক একজনের এক একরকম হতে পারে। আমি আমার আশা সম্পর্কে বলছি। আমি এখানকার পোস্ট পড়ে অনেক জ্ঞান নিতে পারি। আমার ট্রেড সম্পর্কে অনেক কিছু জানার বাকি আছে যে অজানা গুলো এখান থেকে শিখে নিতে পারি। আবার আমি যতটুকু জানি ততটুকু এখানে শেয়ার করি।