ফরেক্স এমন একটি মার্কেট প্লেস যেখানে একজন ট্রেডার কে টিকে থাকার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়।একজন ট্রেডার প্রথমে প্রচুর কষ্ট করে ফরেক্স শেখে।এখানে বেশিভাগ ট্রেডার নিজের চেষ্টায় ফরেক্স শেক্ষে।এরপর আসে সেন্টিমেন্টাল বিষয় এই সেন্টিমেন্টাল এর কাছে পরাজিত হয়ে বেশি ভাগ ট্রেডার ঝড়েপরে।এরমধ্যে লোভ,ধৈর্য ও রাগ নিয়ন্ত্রন নিয়ে আমরা সবাই প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে।এই যুদ্ধে যারা বিজয়ী হয় তারাই ফরেক্স মার্কেটে বিজয়ী হয়।:1f60e: